আ পৃষ্ঠা ১৮
- Bengali Word আগোড় English definition ⇒ আগড়
- Bengali Word আগ্নেয় English definition [আগ্নেয়ো] (বিশেষণ) ১ অগ্নি সম্বন্ধীয়। ২ অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি)। ৩ অগ্নিযোগে কার্য হয় এমন (আগ্নেয় পোত)। ৪ অগ্নি নিঃসারক (আগ্নেয়াস্ত্র)। ৫ অগ্নিতাপে গলিত হয়ে উৎপন্ন (আগ্নেয় প্রস্তর)। ৬ অগ্নির গুণ বা ধর্মযু্ক্ত; জ্বলন্ত; উজ্জ্বল (আগ্নেয় বাণী)। আগ্নেয় অক্ষর (বিশেষ্য) ১ জ্বলন্ত অক্ষর; অগ্নিময় অক্ষর (আগ্নেয়-অক্ষরে লেখা দেখিলা নৃমণি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ উজ্জ্বল অক্ষর; স্পষ্ট ভাষা। আগ্নেয়গিরি, আগ্নেয়াদ্রি (বিশেষ্য) যে পর্বত থেকে অগ্নি অঙ্গার গলিত ধাতু ইত্যাদি নির্গত হয়; volcano (আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব-বহ্নি, কালানল-কাজী নজরুল ইসলাম)। আগ্নেয়াস্ত্র, অগ্ন্যুস্ত্র (বিশেষ্য) কামান-বন্দুক ইত্যাদি অগ্নি-নিঃসারক অস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) অগ্নি+ এর (ঢক্)}
- Bengali Word আগ্রহ English definition [আগ্গ্রোহো] (বিশেষ্য) ১ প্রবণতা; ঝোঁক; ব্যগ্রতা। ২ ঐকান্তিক যত্ন বা মনোযোগ; অভিবিবেশ। ৩ আসক্তি; প্রবৃত্তি। আগ্রহাতিশয্য, আগ্রহাতিশয়তা (বিশেষ্য) অতিশয় আগ্রহের ভাব। আগ্রহান্বিত, আগ্রহী (বিশেষণ) উৎসুক; আগ্রহযুক্ত। আগ্রহান্বিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আ+√গ্রহ্ + অ(অপ্)}
- Bengali Word আগড় , আগোড় English definition [আগোড়্] (বিশেষ্য) ১ খিল; অর্গল (ঘরে আগড় দেওয়া দেখে সে ব’সে পড়ল-কাজী নজরুল ইসলাম; রাজবাড়িতে আগোড় দেওয়া, সে কি মনস্তাপ-কাজী নজরুল ইসলাম)। ২ কেওয়াড়; ঝাঁপ; কপাটের পরিবর্তে ব্যবহৃত বেড়া (তাহার গোহাল ঘরের আগড়ের পাশেও উঁকি মারিত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ বাধা; প্রতিবন্ধক (নানা আগড় অতিক্রম করে-মনোজ বসু; তখন কি আর একে আগোড় দিয়েও ঠেকান যাবে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>অগ্গল>আগর>আগড় (ল=র=ড়)}
- Bengali Word আগড় - বাগড় , আগড় - বগড় English definition [আগোড়্বাগোড়্, আগড়্বগড়্] (বিশেষ্য) ১ নানা প্রকার বাজে জিনিস, অখাদ্য। ২ আবোল-তাবোল বা অসংলগ্ন কথা। {(তুলনীয় ) (হিন্দি) অগড়-বগড়; দ্বন্দ্ব}
- Bengali Word আগড়ম - বাগড়ম English definition [আগ্ড়োম্বাগ্ড়োম্] (বিশেষ্য) অর্থহীন অসংলগ্ন কথা; অপ্রয়োজনীয় বাক্য (অগড়ম-বগড়ম বকিতেছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তুলনীয়) হিন্দি আওড়ম-বওড়ম}
- Bengali Word আঘণ (প্রাচীন বাংলা) English definition [আঘন্] (বিশেষ্য) অঘ্রান; অগ্রহায়ণ। {(তৎসম বা সংস্কৃত) অগ্রহায়ণ}
- Bengali Word আঘাট , আঘাটা , অঘাট English definition [আঘাট্, আঘাটা, অঘাট্] (বিশেষ্য) ১ অব্যবহার্য ঘাট; ব্যবহারের অযোগ্য ঘাট। ২ যেখানে ঘাট নেই এমন স্থান (আঘাটে বসে রৈলে বেলা যাচ্ছে বয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অঘট্ট>}
- Bengali Word আঘাত English definition [আঘাত্] (বিশেষ্য) ১ চোট; ঘা; কোপ। ২ প্রহার। ৩ ব্যথা; বেদনা (মনে আঘাত দেওয়া)। আঘাতক (বিশেষণ) আঘাত করে এমন। আঘাতন (বিশেষ্য) ১ আঘাত করণ; আঘাত দান। ২ বধ্যস্থান; হত্যাগৃহ, slaughter house। আঘাতসহ (বিশেষণ) আঘাত সহ্য করতে পারে এমন। আঘাতিত (বিরল) (বিশেষণ) আঘাতপ্রাপ্ত; আহত (আঘাতিত ব্যক্তি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। আঘাতী (-তিন্) (বিশেষণ) আহত; ঘায়েল (শত্রুকে আঘাতী করিতে বৃথা চেষ্টা-রামমোহন রায়)। {(তৎসম বা সংস্কৃত) আ+√হন্ (বধ করা)+অ(ঘঞ্)}
- Bengali Word আঘ্রাণ English definition [আগ্ঘ্রান্] (বিশেষ্য) ১ গন্ধগ্রহণ; শোঁকা। ২ গন্ধ (নবীন ধানের আঘ্রাণে-কাজী নজরুল ইসলাম; প্রতি কথায় গান হয়, প্রতি পদে নতুন আঘ্রাণ-রখা)। আঘ্রাত (বিশেষণ) ঘ্রাণ বা গন্ধ গ্রহণ করা হয়েছে এমন। অনাঘ্রাত বিপ (অনাঘ্রাত পুষ্প)। আঘ্রায়ক (বিশেষণ) গন্ধ গ্রহণ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+√ঘ্রা+অন(ল্যুট্)}
- Bengali Word আঙল (মধ্যযুগীয় বাংলা) English definition [আঙল] (বিশেষ্য) আমলকী (হাটে হাটে তোমার বাপ বেচিত আঙল-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আমলক>}
- Bengali Word আঙার English definition ⇒ আঙ্গার
- Bengali Word আঙ্গ English definition [আঙ্গো] (বিশেষণ) অঙ্গ সম্বন্ধীয়; আঙ্গিক। □ (বিশেষ্য) (মধ্যযুগীয় বাংলা) অঙ্গ (এক এক আঙ্গ লক্ষ লক্ষ দান-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গ+ অ(অণ্)}
- Bengali Word আঙ্গট , আঙ্গোট English definition [আঙ্গোট্] (বিশেষণ) অখণ্ড। আঙ্গট-পাত (বিশেষ্য) কলাগাছের অখণ্ড পত্র বা আগপাতা। {(তৎসম বা সংস্কৃত) অখণ্ড}
- Bengali Word আঙ্গস্তরী English definition [আঙ্গোস্তোরি] (বিশেষ্য) আংটি, অঙ্গুরীয় (কোন কুহকিনী আঙ্গস্তরী স্মৃতি ঢেকেছে আমার মুক্ত নীল কিনার-ফররুখ আহমদ)। {(ফারসি) আঙ্গস্তরী }
- Bengali Word আঙ্গার English definition [আঙ্গার্] (বিশেষ্য) ১ কয়লা; পোড়া কাঠ। ২ জ্বলন্ত কয়লা। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গার>}
- Bengali Word আঙ্গারটানা , আঙরটানা English definition [আঙ্গার্টানা, আঙোর্টানা] (বিশেষ্য) অঙ্গার বা আগুন টেনে আনার যন্ত্রবিশেষ (তারপর আঙরটানা দিয়ে আগুন বার বার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গার+ (বাংলা) টানা>}
- Bengali Word আঙ্গারধানী , আঙারধানী English definition [আঙ্গার্ধানি, আঙার্ধানি] (বিশেষ্য) অঙ্গার বা আগুন রাখার পাত্র (আঙারধানীর বাষ্প বিভোল শ্বাসিছে সকল খানে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গার+(ফারসি) দান>ধান+ঈ}
- Bengali Word আঙ্গিক English definition [আঙ্গিক্] (বিশেষণ) ১ অঙ্গ সম্বন্ধীয়। ২ অঙ্গজ। ৩ অঙ্গ দ্বারা সম্পাদিত। □ (বিশেষ্য) ভঙ্গি। { (তৎসম বা সংস্কৃত)অঙ্গ+ইক(ঠক্)}
- Bengali Word আঙ্গিনা , আঙিনা , আঙ্গন English definition [আঙ্গিনা, আঙিনা, আঙ্গোন্] (বিশেষ্য) ১ অঙ্গন; উঠান; প্রাঙ্গণ; (আমার এই আঙ্গিনা দিয়ে যেয়ো না-রবীন্দ্রনাথ ঠাকুর; আমি খুঁজি কোন আঙ্গনে কাঁকন বাজে গো-কাজী নজরুল ইসলাম)। ২ কোল; বুক (বসন্তকাল এসেছিল বনের আঙ্গিনায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত ) অঙ্গন>}