আ পৃষ্ঠা ৩১
- Bengali Word আদাগা English definition [আদাগা] (বিশেষণ) দাগা হয়নি এমন; অচিহ্নিত। {আ+দাগা}
- Bengali Word আদান English definition [আদান্] (বিশেষ্য) ১ গ্রহণ; লওয়া। ২ প্রতিগ্রহ। আদত্ত বিণ। আদান প্রদান (বিশেষ্য) ১ দান ও গ্রহণ; দেওয়া-নেওয়া; বিনিময়। ২ সম্বন্ধ স্থাপন; কন্যাদান ও গ্রহণ। ৩ সামাজিক ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত) আ (বিপরীত অর্থে)+দান}
- Bengali Word আদাব English definition [আদাব্] (বিশেষ্য) সালাম; অভিবাদন। আদাব তসলিমাত (বিশেষ্য) সালাম বা অভিবাদনাদি (নিচু হয়ে আদাব তসলিমাত জানালুম-সৈয়দ মুজতবা আলী)। আদাব বাজানো (ক্রিয়া) কুর্নিশ করা; সেলাম বাজানো (রাজা প্রতাপাদিত্য আদব বাজাইয়া নিবেদন করিলেন-রাজশেখর বসু (পরশু))। {(আরবি)আদাব}
- Bengali Word আদার English definition ⇒ আধার২
- Bengali Word আদালত English definition [আদালত্] (বিশেষ্য) বিচারালয়; কাছারি; কোর্ট (দেওয়ানি আদালত)। আদালত করা (ক্রিয়া) মোকদ্দমা দায়ের করা। আদালত খরচা (বিশেষ্য) মোকদ্দমা সংক্রান্ত খরচপত্র (শশিভূষণ নিজে উকিল, আদালত খরচা তিনিই বহন করিবেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। আদালতি (বিশেষণ) ১ আদালত সম্বন্ধীয়। ২ ঢিলে তেতালা; দীর্ঘসূত্রী; বেশি ভোগায় এমন (আদলতি কাজ)। {(আরবি)‘আদালত}
- Bengali Word আদাড় English definition [আদাড়্] (বিশেষ্য) আস্তাকুঁড়; আবর্জনা ফেলার স্থান। আদাড় পাদাড়, আাঁদাড় পাঁদাড় (বিশেষ্য) বাড়ির পশ্চাদ্ভাগের আবর্জনা ফেলার স্থান; অপরিষ্কৃত স্থান; অস্থান কুস্থান (আঁদাড়ে-পাঁদাড়ে রিদয়কে দেখে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আদাড়ে (বিশেষণ) ১ বনে-জঙ্গলে উৎপন্ন। ২ অভদ্র; পাজি। আদাড়ের হাঁড়ি (বিশেষ্য) হেয় বা অনাদৃত ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) আধার>; অথবা, (তৎসম বা সংস্কৃত) আ+ √বর্জি+অন্ (ল্যুট্)+আ= আবর্জনা>}
- Bengali Word আদায় , আদাই , আদা (বিরল) English definition [আদায়্, আদাই, আদা] (বিশেষ্য) ১ উসুল; গ্রহণ (খাজনা আদায় করা)। ২ লাভ; সংগ্রহ (আমি মেসোর কাছ হতে কাপড় আদায় করেছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পরিশোধ (দেনা আদায় করা)। ৪ সম্পাদন; সাধন (নামাজ আদায় করা)। আদাই উসুল করা (ক্রিয়া ) আদায় করে জমা খরচের হিসাব লেখা। {(আরবি)আদা’}
- Bengali Word আদি English definition [আদি] (বিশেষ্য) ১ প্রথম; প্রারম্ভ; শুরু (আদিতে একমাত্র খোদা ভিন্ন আর কিছুই ছিল না)। ২ হেতু; কারণ। ৩ উৎপত্তি; উৎপত্তিস্থান (নাহি তুয়া আদি অবসানা-বিদ্যাপতি)। ৪ প্রভৃতি; ইত্যাদি (পত্রাদি, সংবাদাদি)। □ (বিশেষণ) ১ মূল। ২ পূর্ব; পুরা; প্রাচীন (আদিবাস, আদিকাল)। আদিকবি (বিশেষ্য) ১ সংস্কৃতে প্রথম কবি। ২ বাল্মীকি। আদিকাব্য (বিশেষ্য) ১ সংস্কৃতে প্রথম কাব্য। ২ রামায়ণ। আদিকারণ (বিশেষ্য) মূল কারণ। আদিপুরুষ (বিশেষ্য) কোনো বংশের প্রথম পুরুষ; বংশ প্রবর্তক; পূর্ব পুরুষ। আদিবাসী (-সিন্) (বিশেষ্য) আদিম জাতি বা অধিবাসী। আদিভূত (বিশেষণ) প্রথম উৎস; আদ্য; মূল। আদিভূতা (স্ত্রীলিঙ্গ)। আদিমানব (বিশেষ্য) আদম; কোরান ও বাইবেল অনুসারে প্রথম সৃষ্ট মানব। আদিরস (বিশেষ্য) অলঙ্কার শাস্ত্রোক্ত নয় রসের প্রথম রস; শৃঙ্গার রস; কাম-প্রেমবিষয় রস। আদিরসাত্মক, আদিরসমিশ্রিত (বিশেষণ ) শৃঙ্গাররস-প্রধান; আদিবসপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) আ+ √দা + ই(কি)}
- Bengali Word আদিখ্যেতা , আধিখ্যেতা English definition [আদিক্খেতা, আধিক্খেতা] (বিশেষ্য) ১ ভান; ন্যাকামি। ২ বাড়াবাড়ি; আতিশয্য (এও বুঝি পানশিরের কোনো জঙ্গলী অভ্যর্থনার আদিখ্যেতা-সৈয়দ মুজতবা আলী; চাষাভুষোর ঘরে এমন ধারা আদিখ্যেতা জীবনে দেখিনি-মাহবুব- উল-আলম)। {(তৎসম বা সংস্কৃত) অদ্ক্ষিত= অ(=আ)+দৃক্ষিত>দিক্খিত>দিখ্যেতা-পূর্বে কখনও দেখেনি এমন ভাব}
- Bengali Word আদিত্য English definition [আদিত্তো] (বিশেষ্য) ১ সূর্য (উদিলা আদিত্য এবে উদয়-অচলে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ কশ্যপপত্নী অদিতি-র গর্ভজাত দ্বাদশ পুত্র। {(তৎসম বা সংস্কৃত) অদিতি+য}
- Bengali Word আদিনা English definition [আদিনা] (বিশেষ্য) শুক্রবার। আদিনা মসজিদ (বিশেষ্য) ১ শুক্রবারে জুম্মার নামাজ পড়ার মসজিদ। ২ ১৩৬৮ খ্রিষ্টাব্দে সিকান্দর শাহের নির্মিত পাণ্ডুয়ার বিখ্যাত মসজিদ। {(ফারসি) আদীনা}
- Bengali Word আদিম English definition [আদিম্] (বিশেষণ) ১ প্রথম; আদ্য (আদিম কুহু আদিম কেকা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অতি প্রাচীন; পুরাকালীন। আদিমতা, আদিমত্ব (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) আদি+ম}
- Bengali Word আদিরস , আদিরসমিশ্রিত , আদিরসাত্মক English definition ⇒ আদি
- Bengali Word আদিষ্ট English definition [আদিশ্টো] (বিশেষণ) ১ আদেশ দেওয়া হয়েছে এমন; আজ্ঞাপ্রাপ্ত; উপদিষ্ট। ২ নিয়োজিত। আদেশ (বিশেষ্য) । আদিষ্টা (স্ত্রীলিঙ্গ)। {(আরবি)+√দিশ্ + ত(ক্ত)}
- Bengali Word আদুরিয়া English definition ⇒ আদুরে
- Bengali Word আদুরে , আদুরিয়া English definition [আদুরে, আদুরিয়া] (বিশেষণ) ১ অতি আদরের; প্রচুর আদর পেয়ে থাকে এমন। ২ বেশি আদরের দরুন খারাপ হয়ে যাচ্ছে এমন। আদুরি, আদুরী, আদরী (স্ত্রীলিঙ্গ)। আদুরে কথা (বিশেষ্য) আধ-আধ কথা। আদুরে গোপাল (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অতিরিক্ত আদরে ললিত পালিত বালক। {(তৎসম বা সংস্কৃত) আদর+ (বাংলা) ইয়া>}
- Bengali Word আদুল English definition ⇒ আদুড়
- Bengali Word আদুড় , আদুল , আদুর English definition [আদুড়্, আদুল্, আদুর্] (বিশেষণ) ১ অনাবৃত; উন্মুক্ত; খোলা (বাবু মায় স্টাফ আদুড় গায়ে উঠানে দাঁড়িয়েছেন-কালীপ্রসন্ন সিংহ)। ২ নগ্ন (আদুল গায়ে নায়লো সবাই নর্তকী পারা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ আলুলায়িত; অবিন্যস্ত (আদুল চুলের খোঁপাটি ঘেরিবে আমার বিনুনী দিয়া-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) উদার (উন্মুক্ত)>}
- Bengali Word আদৃত English definition [আদৃতো] (বিশেষণ) ১ সমাদৃত; আদর করা হয়েছে এমন। ২ সম্মানিত; অভিনন্দিত। ৩ আগ্রহের সঙ্গে গৃহীত। আদর (বিশেষ্য )। {(তৎসম বা সংস্কৃত) আ+√দৃ+ত(ক্ত)}
- Bengali Word আদেখ English definition ⇒ অদেখা