আ পৃষ্ঠা ৩৮
- Bengali Word আন্ত্র , আন্ত্রিক English definition [আন্ত্রো, আন্ত্রিক্] (বিশেষণ) অন্ত্র সম্বন্ধীয়; অন্ত্রঘটিত (আন্ত্রিক জ্বর)। {(তৎসম বা সংস্কৃত) অন্ত্র+অ(অণ্), ইক(ঠক্)}
- Bengali Word আন্দর , আন্দর মহল English definition ⇒ অন্দর
- Bengali Word আন্দাজ English definition [আন্দাজ্] (বিশেষ্য) ১ অনুমান; ধারণা (আন্দাজ হয় মৌত নজদিগ-প্যারি; পরীক্ষার্থী আন্দাজের মার মারিলে সুদক্ষ পরীক্ষক সহজেই তাহা ধরিতে পারেন-খানবাহাদুর আবদুল হাকিম)। ২ অনুভব; টের (বাস চলেছে ঘুমের মধ্যে আন্দাজ পাচ্ছি- মনোজ বসু)। □ (বিশেষণ) ১ অনুরূপ; অনুযায়ী; আনুপাতিক; পরিমিত (এক সের ময়দা, সেই আন্দাজ ঘি ও চিনি)। ২ আনুমানিক (আন্দাজ কত দূর)। আন্দাজি (বিশেষণ) ভিত্তিহীন; ভুয়া (আন্দাজি খবর)। □ (ক্রিয়াবিশেষণ ) অনুমানের উপর নির্ভর করে (অন্ধকারে আন্দাজি কলম ছুটেছে-মনোজ বসু)। {(ফারসি) আন্দাজ}
- Bengali Word আন্দাম English definition [আন্দাম্] (বিশেষ্য) শরীর; অঙ্গপ্রত্যঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) আন্দাম}
- Bengali Word আন্দেশা , আনদেশ English definition [আন্দেশা, আন্দেশ্] (বিশেষ্য) ১ আশঙ্কা; ভাবনা; সন্দেহ (নেশা যত লাগে অনুরাগে, বুকে তত জাগে আন্দেশা-কাজী নজরুল ইসলাম)। ২ চিন্তা; কল্পনা (আনদেশে ছুরত তার কহিতে নাহি পারি-পূর্ববঙ্গ গীতিকা)। {(ফারসি) আন্দীশাহ্}
- Bengali Word আন্দোলন English definition [আন্দোলন্, আন্দোলোন্] (বিশেষ্য) ১ বিক্ষোভ; আলোড়ন (ছাত্র আন্দোলন)। ২ বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য প্রচার বা আলোচনা দ্বারা উত্তেজনা সৃষ্টি করা (ভাষা আন্দোলন)। ৩ দোলন; কম্পন; সঞ্চালন। ৪ দোলায়িত- করণ; সঞ্চালিতকরণ। ৫ বাদানুবাদ; আলোচনা। আন্দোলিত (বিশেষণ) কম্পিত; সঞ্চালিত (সারি দেওয়া সুপারির আন্দোলিত সঘন সবুজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ((তৎসম বা সংস্কৃত)√আন্দোলি+ অন (ল্যুট)}
- Bengali Word আন্ধল , আন্ধলা English definition ⇒ আঁধল
- Bengali Word আন্ধা - চক্কর English definition [আন্ধাচক্কোর্] (বিশেষ্য) গোলকধাঁধা (তিনি যেন আন্ধা-চক্করে পড়িয়াছেন-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) অন্ধচক্র>আন্ধাচক্কর}
- Bengali Word আন্ধার , আন্ধারিয়া English definition ⇒ আঁধার
- Bengali Word আন্ধি English definition ⇒ আদ্দি
- Bengali Word আন্ধিয়ার , আন্ধিয়ারি English definition ⇒ আঁধিয়ার
- Bengali Word আন্নাকালী English definition [আন্নাকালি] (বিশেষ্য) অনাকাঙ্ক্ষিত কন্যাসন্তান যেন আর না জন্মে তার জন্যে হিন্দুদের কালীদেবীর নিকট প্রার্থনামূলক নামকরণ। {আর + না +কালী= আন্নাকালী}
- Bengali Word আন্বাহিক English definition [আন্নাহিক্] (বিশেষণ) দৈনন্দিন; প্রাত্যহিক। {(তৎসম বা সংস্কৃত) অন্বহ+ইক(ঠঞ্)}
- Bengali Word আন্বীক্ষিকী English definition [আন্নিক্খিকি] (বিশেষ্য) ন্যায়শাস্ত্র; তর্কবিদ্যা (এই মনোভাবের সঙ্গে অ্যাকোয়াইনাস-এর আন্বিক্ষিকী তুলনীয়-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অনু+√ঈক্ষ্+আ(টাপ্)+ ইক(ঠঞ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word আনয়ন English definition [আনয়োন্] (বিশেষ্য) আনা; নিয়ে আসার কাজ। {(তৎসম বা সংস্কৃত) আ+√নী+অন(ল্যুট্)}
- Bengali Word আপ - টু - ডেট English definition [আপ্টুডেট্] (বিশেষণ) আধুনিক; হাল আমলের (ইংরিজি বলা-কওয়া; চলা-ফেরা বেশভূষায় আপ-টু-ডেট-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) Up-to-date}
- Bengali Word আপ ১ English definition [আপ্] (বিশেষ্য) জলরাশি (হৃদয় বায়ু বহ্নি আপ তারে দিল স্থল-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) আ; (তৎসম বা সংস্কৃত) অপ+অ(অণ্)}
- Bengali Word আপ ২ English definition [আপ্] (বিশেষ্য) আপনি; নিজে; স্বয়ং (সতী পতিব্রতা হৈলে থাকে আপে আপ-হেয়াত মাহমুদ)। □ (বিশেষণ) আপন; আপনার; নিজের (তে কারণে কে বিনাশে জাতি কুল আপ-কাজী দৌলত)। আপখোরাকি (বিশেষণ) খোরাকি ছাড়া; নিজের খরচে খোরাক সংগ্রহ করতে হয় এমন (মধ্যে মধ্যে গলাধাক্কা আপ খোরাকি বিনে মাইনে)। আপরুচি (বিশেষণ) নিজের পছন্দমতো; আপন রুচিমাফিক (সেখানে আপরুচি খানা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য ) নিজস্ব রুচি বা পছন্দ (হৃদয় নিয়ে সেখানে কথা যেখানে আপরুচি চালাতে গেলে চলে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আত্মন্> প্র্রা. অপ্প> অপভ্র. অপ্পন্>আপ্; (হিন্দি) আপ্}
- Bengali Word আপকাওয়াস্তে , আপকেওয়াস্তে English definition [আপ্কাওয়াস্তে] (অব্যয়) ১ আপনার জন্য। ২ নিজের জন্য। □ (বিশেষণ) চাটুকার; খোসামুদে। {(হিন্দি) আপকারাস্তে}
- Bengali Word আপক্ব English definition [আপক্কো] (বিশেষণ) ১ আধপাকা; ডাঁসা। ২ অর্ধসিদ্ধ; অল্পসিদ্ধ। { (বাংলা) আ+(তৎসম বা সংস্কৃত) পক্ব}