আ পৃষ্ঠা ৩৫
- Bengali Word আনতি English definition ⇒ আনত১
- Bengali Word আনদেশ English definition ⇒ আন্দেশা
- Bengali Word আনদ্ধ English definition [আনদ্ধো] (বিশেষ্য) চর্মাবৃত বাদ্যযন্ত্র; মৃদঙ্গ খোল তবলা বাঁয়া প্রভৃতি যন্ত্র (কাজ নাই আনদ্ধ ঝঙ্কারে- সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) ১ আবদ্ধমুখ; চর্মাচ্ছাদিত (আনদ্ধ যন্ত্র)। ২ গ্রথিত; সুবিন্যস্ত (আনদ্ধ কেশপাশ; আনদ্ধ আভরণ)। ৩ বেশভূষায় সজ্জিত; বস্ত্রালঙ্কারে ভূষিত। {(তৎসম বা সংস্কৃত) আ+√নহ্+ত(ক্ত)}
- Bengali Word আনন English definition [আনোন্] (বিশেষ্য) ১ মুখমণ্ডল; বদন। ২ মুখ। {(তৎসম বা সংস্কৃত) আ√অন্+অন(ল্যুট্)}
- Bengali Word আনন্তর্য English definition [আনন্তর্জো] (বিশেষ্য) অব্যবধান। ২ অনন্তরত্ব। {(তৎসম বা সংস্কৃত) অনন্তর+য(ষ্যঞ্)}
- Bengali Word আনন্ত্য English definition [আনন্তো] (বিশেষ্য) ১ অসীমত্ব; অনন্তের ভাব; অশেষত্ব। ২ বাহুল্য। {(তৎসম বা সংস্কৃত) অনন্ত+য(ষ্যঞ্)}
- Bengali Word আনন্দ English definition [আনন্দো] (বিশেষ্য) ১ হর্ষ; পুলক (আনন্দেরি সাগর হতে এসেছে আজ বান-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সুখ; তৃপ্তি (আনন্দ লাভ; আনন্দদান)। ৩ সন্তোষ; পরিতোষ; সম্যক তৃপ্তি (রাজার আনন্দকর-রাজ্যের কুশল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ স্ফূর্তি; আহ্লাদ (আনন্দ করা)। আনন্দিত বিণ। আনন্দকন্দ (বিশেষ্য) আনন্দের উৎস বা মূল (সঙ্গে নিত্যানন্দ ভুবনে আনন্দকন্দ- কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আনন্দন (বিশেষ্য) ১ হর্ষউৎপাদন; আনন্দদান। ২ অভিনন্দন; স্বাগত জিজ্ঞাসা। আনন্দ-নীপ (বিশেষ্য) আনন্দরূপ কদম্ববৃক্ষ (মানসে যিনি আনন্দনীপ বন্দি তাঁয় জাগরে, দীন -সত্যেন্দ্রনাথ দত্ত)। আনন্দ প্রবাহ (বিশেষ্য) হর্ষস্রোত; সুখের সাগর (প্রজাবর্গ বহুদিনের পর রাজসন্দর্শন প্রাপ্ত হইয়া আনন্দপ্রবাহে মগ্ন হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আনন্দ-মঞ্জুলা (বিশেষ্য) আনন্দদায়ক কুঞ্জবন! □ (বিশেষণ) আনন্দমধুর। আনন্দমতী (বিশেষণ), (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) আনন্দিতা; হর্ষপরিপূর্ণা (কোথায় ছিলে সেদিন আনন্দতীরা-মনোজ বসু)। আনন্দময় ( বিশেষণ) আনন্দপূর্ণ; সদানন্দ। আনন্দময়ী (স্ত্রীলিঙ্গ)। আনন্দলহরি (বিশেষ্য) ১ আনন্দের ঢেউ; হর্ষতরঙ্গ। ২ একতন্ত্রী বাদ্যযন্ত্রবিশেষ। আনন্দলাড়ু, আনন্দনাড়ু (বিশেষ্য) চালের গুঁড়া ও গুড় সহযোগে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। আনন্দসম্পন্ন ( বিশেষণ) হর্ষযুক্ত; পুলকিত (অন্ন খায় সবে সুখে আনন্দসম্পন্ন-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) আ+√নন্দি+অ(অচ্)}
- Bengali Word আনমন ১ English definition [আনমোন্] (বিশেষ্য) ঈষৎ নতকরণ; নোয়ানো; বাঁকানো। আনমনীয়, আনম্য (বিশেষণ) বাঁকানো বা নোয়ানো যায় এমন। আনমনীয়া, আনম্যা (স্ত্রীলিঙ্গ)। আনমিত (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ঈষৎ নত; আনত (স্বর্ণ শীর্ষে আনমিত শস্য ক্ষেত্রতল -রবীন্দ্রনাথ ঠাকুর; মস্তক আনমিত করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+√নম্+অন(ল্যুট্)}
- Bengali Word আনমনা , আনমন English definition [আন্মোনা [আন্মোনা/আন্মনা, আন্মোন্] (বিশেষণ) অন্যমনস্ক; অমনোযোগী; আদাসীন (আনমনা যদি হই এক তিল- রবীন্দ্রনাথ ঠাকুর)। আনমন (বিশেষ্য)। আনমনে (ক্রিয়াবিশেষণ) শূন্য মনে; নির্লিপ্তভাবে; অন্যমনস্তভাবে (আর আনসার মাঝে মাঝে আনমনে হুঁ দিয়ে যাচ্ছে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অন্যমনঃ (মনস্)>অন্নমনা>আনমনা}
- Bengali Word আনম্র English definition [আনম্ম্রো] (বিশেষণ) বিনয়াবনত; বিনীত (তোমার আনম্র শিরে আনন্দে আদরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+নম্র}
- Bengali Word আনর্থ , আনর্থ্য English definition [আনর্থো] (বিশেষ্য) অনর্থকতা; ব্যর্থতা; অনর্থা (তার এই আনর্থক্য-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অন(ন অর্থে)+অর্থ=অনর্থ+অ(অণ্), য}
- Bengali Word আনল , আনলি ( ব্রজবুলি ) English definition [আনল, আনলি] (ক্রিয়া) আনলো (আনর্ল অনুরোধি; আনলি চোরি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √নী>আন+ল}
- Bengali Word আনল হক English definition ⇒ আনাল হক
- Bengali Word আনসার English definition [আন্সার্] (বিশেষ্য) ১ স্বেচ্ছাসেবক বাহিনীবিশেষ। ২ হিজরতের পর মুহাজিরদের সাহায্যকারী মদিনাবাসীগণ। {(আরবি)আনসার}
- Bengali Word আনা ১ English definition [আনা] (ক্রিয়া) নিয়ে আসা; আনয়ন করা। □ (বিশেষ্য) ১ আনয়ন (আনার খরচ)। ২ আসা; আগমন (আনাগোনা)। □ (বিশেষণ) আনীত (তোমার আনা কাপড়)। আনানো (ক্রিয়া) আনয়ন করানো। □ ( বিশেষ্য) ১ অপরের দ্বারা আনয়নের কাজ সম্পন্নকরণ। ২ আনীত; সংগৃহীত। {(তৎসম বা সংস্কৃত) আ + √নী> (বাংলা) √আন্+আ}
- Bengali Word আনা ২ , আনি English definition [আনা, আনি] (বিশেষ্য) ১ এক টাকার ষোলো ভাগের এক ভাগ; চার পয়সা; ছয় নয়া পয়সা। ২ কোনো কিছুর ষোলো ভাগের এক ভাগ (কাগজটির এক আনা মাত্র শেষ হয়েছে)। ৩ তোলা বা ভরির ষোলো ভাগের এক ভাগ; ছয় রতি পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) আনক>(প্রাকৃত) আণঅ>আনা}
- Bengali Word আনা ৩ English definition [আনা] (বিশেষ্য) ব্যবহার কর্ম অনুকরণ আচরণ প্রভৃতি-সূচক প্রত্যয় (গরিবানাহ্, বাবুয়ানা)। {(ফারসি) আনা}
- Bengali Word আনাগোনা English definition [আনাগোনা] (বিশেষ্য) যাওয়া-আসা, গমনাগমন; যাতায়াত (ওরে শ্রান্ত তরী রাখ রে আনাগোনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আগমন+গমন (চর্যা) = অবনাগমন> আওনাগোন> আনাগোনা; দ্বন্দ্বসমাস}
- Bengali Word আনাচ - কানাচ English definition [আনাচ্কানাচ্] (বিশেষ্য) ১ গলিঘুঁজি; কোনা; ঘুপচি; আড়াল; আবডাল; ছাঁচতলা (তাদের বাড়ির মেয়েমানুষ নিয়ে… আনাচে কানাচে হাসিঠাট্টা, কথাবার্তা যে হতো না, এমন নয়-সরদার জয়েনউদ্দীন)। ২ আাঁদাড়-পাঁদাড়; অস্থানকুস্থান। {কানাত্> কানাচ, অনু. আনাচ; দ্বন্দ্ব সমাস}
- Bengali Word আনাজ English definition [আনাজ্] (বিশেষ্য) ১ কাঁচা তরকারি; শাকসবজি (এই সমে আনাজ সকল করিবেক জমা-ফকির গরীবুল্লাহ)। ২ শস্য; ফসল। আনাজ-পত্র (বিশেষ্য) শাকসবজি; রন্ধনোপযোগী তরকারি ও শাকাদি। আনাজি (বিশেষণ) আনাজের উপযোগী (আনাজি কলা)। {(তৎসম বা সংস্কৃত) অন্ন+√অদ্+অ> অন্নাদ>}