আ পৃষ্ঠা ৩৬
- Bengali Word আনানো English definition ⇒ আনা১
- Bengali Word আনাম English definition [আনাম্] (বিশেষণ) আস্ত; গোটা (একটা আনাম রসগোল্লা গিলতে গিয়ে গলায় ঠেকে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(আরবি)আমান}
- Bengali Word আনার English definition [আনার্] (বিশেষ্য) দাড়িম্ব; ডালিম; বেদানা। আনারকলি (বিশেষ্য) ১ কচি ডালিম; ডালিমের কুঁড়ি। ২ লাহোরের একটি বিখ্যাত স্থানের বা বাজারের নাম। {(ফারসি) আনা}
- Bengali Word আনারস English definition [আনারশ্] (বিশেষ্য) অম্লমধুর রসবিশিষ্ট ফলবিশেষ। আনারসি (বিশেষণ) আনারসের ন্যায় অম্লমধুর স্বাদযুক্ত। {(পর্তুগীজ) আনানাস ananas}
- Bengali Word আনাল হক , আনল হক English definition [আনাল্ হক্, আনল্ হক্] আমি সত্য; আমি পরম সত্তা। মনসুর হাল্লাজ ‘আনাল হক’ বলায় প্রাণদণ্ড লাভ করেন (তিনি ‘আনল হক’ বলিতেন-গিরিশচন্দ্র ঘোষ)। {(আরবি)আনালহক = আমিই (পরম) সত্য}
- Bengali Word আনাড়ি English definition [আনাড়ি] (বিশেষ্য), (বিশেষণ) অপটু; অনভিজ্ঞ; অনিপুণ (আনাড়ির হাতের রান্নায়-অবনীন্দ্রনাথ ঠাকুর; একবারে আনাড়িম)। □ (বিশেষণ) ১ মূর্খ; অশিক্ষিত (তিনি কোনও বিষয় আনাড়ীর মতো চর্চা করতেন না -আবদুল মওদুদ)। ২ হাতুড়ে। আনাড়িপনা (বিশেষ্য) আনাড়ির কাজ বা ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত) জ্ঞানী>(প্রাকৃত) ণাণি>নাড়ি>; অথবা, (বাংলা) আ(নঞর্থক)+(তৎসম বা সংস্কৃত) নাড়ি= আনাড়ি (নাড়ি জ্ঞান নেই এমন}
- Bengali Word আনায় English definition [আনায়্] (বিশেষ্য) জাল; ফাঁদ (আনায় মাঝারে বাঘে পাইলে কি কভু ছাড়ে রে কিরাত তারে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) আ+√নী+অ(ঘঞ্)}
- Bengali Word আনি English definition ⇒ আনা২
- Bengali Word আনিস , আনীস English definition [আনিস্] (বিশেষ্য) বন্ধুবান্ধব; সহচর (আতুরী ও আনীসদের বেশির ভাগ আনাগোনা হচ্ছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি)আনীস}
- Bengali Word আনীত English definition [আনিতো] (বিশেষণ) আনা হয়েছে এমন; উপস্থাপিত। {(তৎসম বা সংস্কৃত) আ+ √নী+ত(ক্ত)}
- Bengali Word আনীল English definition [আনিল্] (বিশেষণ) ঈষৎ নীলবর্ণ; নীলাভ (আতাম্রকুন্তলা আনীললোচনা দুগ্ধফেনশুভ্রা হরিণলঘুগামিনী ইংরাজ মহিলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) নীলবর্ণ অশ্ব। আনীলা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আ+নীল}
- Bengali Word আনীস English definition ⇒ আনিস
- Bengali Word আনু , আনে ( ব্রজবুলি ) English definition [আনু, আনে] (বিশেষণ) অন্য; অপর (এতদিনে আবু ভানে হাম আছনু; এখন জগত নহি আনে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) অন্য>}
- Bengali Word আনুকূল্য English definition [আনুকূল্লো] (বিশেষ্য) পোষকতা; সাহায্য (গ্রহনক্ষত্রের আকাশব্যাপী আনুকূল্যের ফলে যে শিশু ধরাধামে অবতীর্ণ হইয়াছে- রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দাক্ষিণ্য; অনুগ্রহ; উপকার। {(তৎসম বা সংস্কৃত) অনুকূল+য(ষ্যঞ্)}
- Bengali Word আনুখর ( প্রাচীন বাংলা ) English definition [আনুখর্] (বিশেষ্য) অনুচিত কথা; দুর্বাক্য (অকারণে বোলে রাধা মোরে আনুখর-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অনক্ষর>অনক্খর>আনুখর}
- Bengali Word আনুগতী ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আনুগোতি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অনুগতা (আনুগতী ভকতী অনাথি আহ্মি নারী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অনুগতা+অ(অণ্)+ (বাংলা) ঈ}
- Bengali Word আনুগত্য English definition [আনুগোত্তো] (বিশেষ্য) ১ বশ্যতা; অধীনতা; বাধ্যতা। ২ অনুবর্তন; অনুসরণ (অবিশ্রান্ত তাঁহাদের আনুগত্য করিতেছেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ তোষামোদ। {(তৎসম বা সংস্কৃত) অনুগত+য(ষ্যঞ্)}
- Bengali Word আনুতোষিক English definition [আনুতোশিক্] (বিশেষ্য) সাহায্য; বৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) অনুতোষ+ইক}
- Bengali Word আনুপ English definition ⇒ আনূপ
- Bengali Word আনুপদিক English definition [আনুপোদিক্] (বিশেষণ) পদের অনুগামী; অনুসরণকারী; পশ্চাদ্গামী। {(তৎসম বা সংস্কৃত) অনুপদ+ইক}