আ পৃষ্ঠা ৪১
- Bengali Word আপ্যায়ন English definition [আপ্পায়োন্] (বিশেষ্য) ১ অভ্যর্থনা; সংবর্ধনা। ২ প্রীতি সম্পাদন; সন্তোষসাধন। আপ্যায়িত (বিশেষণ) ১ অভ্যর্থিত; সংবর্ধিত; আদর আপ্যায়নপ্রাপ্ত। ২ তুষ্ট; পরিতৃপ্ত (মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) আ+√প্যায়্+অন}
- Bengali Word আপ্রাণ English definition [আপ্প্রান্] (বিশেষণ) প্রাণপণ; যথাসাধ্য (আপ্রাণ চেষ্টা)। □ (ক্রিয়াবিশেষণ) প্রাণ থাকা পর্যন্ত; আজীবন। {(তৎসম বা সংস্কৃত) আ+প্রাণ; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আপ্লব , আপ্লাব , আপ্লাবন English definition [আপ্প্লব, আপ্প্লাব, আপ্প্লাবোন্] (বিশেষ্য) ১ বন্যা; জলপ্লাবন। ২ অবগাহন; পানিতে শরীর ডুবিয়ে গোসল। আপ্লাবিত ( বিশেষ
- Bengali Word আপ্লুত English definition [আপ্প্লুতো] (বিশেষণ) ১ সিক্ত (অন্তরাত্মা অনির্বচনীয় আনন্দরসে আপ্লুত হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্লাবিত। ৩ স্নাত। {(তৎসম বা সংস্কৃত) আ+ প্লুত}
- Bengali Word আপৎ , আপৎকাল English definition ⇒ আপদ২
- Bengali Word আপড়া English definition [আপড়া] (বিশেষণ) ১ অপঠিত; পড়া হয়নি এমন। ২ লেখাপড়া শেখেনি এমন; অশিক্ষিত। {আ+পড়া; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word আফওয়াই English definition [আফ্ওয়াই] (বিশেষ্য) জনরব; গুজব (সহর বাজারে মিলের ওড়িল আফওয়াই-ফকির গরীবুল্লাহ)। {(আরবি)আফ্রাহ}
- Bengali Word আফখোরা English definition ⇒ আবখোরা
- Bengali Word আফগান English definition [আফ্গান] (বিশেষ্য) আফগানিস্তানের অধিবাসী; পাঠান জাতিবিশেষ (আফগান মোগল পাঠান দলে দলে-দ্বিজেন্দ্রলাল রায়)। □ (বিশেষণ) ১ আফগানিস্তানে জাত। ২ উক্ত দেশ বা তার অধিবাসী সম্বন্ধীয়। আফগানি (বিশেষণ ) আফগানিস্তানে জাত; কাবুলি। {(ফারসি) আফগান}
- Bengali Word আফজল , আফযল English definition [আফ্জল্] (বিশেষণ) অপেক্ষাকৃত ভালো; উত্তম। {(আরবি)আফ&দাল্}
- Bengali Word আফত , আফোত English definition [আফত্, আফোত্] (বিশেষ্য) বিপদ; দুঃখ; দুর্দশা; সঙ্কট (আফত ঘটিবে আজ আমা সবাকার-সৈয়দ হামজা; বাবু আড় হয়ে পড়ে আফোতের তামাম করেন-কালীপ্রসন্ন সিংহ)। {(আরবি)আফত}
- Bengali Word আফতাব English definition [আফ্তাব্] (বিশেষ্য) সূর্য (ঊষার আকাশ ম্লানিমায় ছায় আফতাব জ্যোতি ক্ষীণ-শাহাদাত হোসেন)। {(ফারসি) আফ্তাব}
- Bengali Word আফতাবা , আফতাব English definition [আফ্তাবা, আফ্তাব্] (বিশেষ্য) জল-পাত্রবিশেষ, ভৃঙ্গার; গাড়ু (আফতাবা ও চিলুমচি সোনার লিয়া হাতে-সৈয়দ হামজা; মোগল তসবিরের গাড়ু বদনার সমন্বয় আফতাবে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) আফতাব}
- Bengali Word আফলা English definition ⇒ অফলা
- Bengali Word আফলাক English definition [আফ্লাক্] (বিশেষ্য) আকাশমণ্ডল (আদশার প্রণয়গর্বে ভিন্ন করি শির তুলে নীল আফলাক-আশরাফ)। {(আরবি)আফ্লাক্ (বহুবচন); (একবচন)}
- Bengali Word আফলাতুন English definition [আফ্লাতুন] (বিশেষ্য) গ্রিক দার্শনিক প্লেটো। □ বিন বুদ্ধিমান; জ্ঞানী (এ আফলাতুন মেয়ের জুলুমে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) আফলাতুন; (গ্রিক) Plato}
- Bengali Word আফলোদয় English definition [আফলোদয়্] (ক্রিয়াবিশেষণ) ফলপ্রাপ্তি বা সিদ্ধিলাভ পর্যন্ত। আফলোদয় কর্মা (বিশেষণ) অধ্যবসায়ী। {(তৎসম বা সংস্কৃত) আ+ফলোদয়; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আফশাঁ , আফশা English definition [আফ্শাঁ, আফ্শা] (বিশেষ্য) সূক্ষ্ম রুপালি বা সোনালি চূর্ণবিশেষ যা স্ত্রীলোকেরা সজ্জারূপ মুখে ও মাথায় ব্যবহার করে (আফশাঁ ও চুমকি বসান হইয়াছে-বেগম রোকেয়া)। {(ফারসি)আফ্শান; (আরবি)ইফশা}
- Bengali Word আফসর English definition [আফ্সর্] (বিশেষ্য) ১ অফিসার; কর্তা। ২ মুকুট। {(ফারসি) আফ্সর্}
- Bengali Word আফসানি , আপশানি English definition [আফ্শানি, আপ্শানি] (বিশেষ্য) ১ ছোড়াছুড়িকরণ; আস্ফালন। ২ খেদ; আফসোস। {(ফারসি) আফ্শান + (বাংলা) ই}