আ পৃষ্ঠা ৩৯
- Bengali Word আপজাত্য English definition [আপোজাত্তো] (বিশেষ্য) কুলোচিত গুণাবলির অভাব; বংশীয় উৎকর্ষ থেকে বিচ্যুতি; অপজাতের ভাব। {(তৎসম বা সংস্কৃত) অপজাত + য(ষ্ণ্য)}
- Bengali Word আপণ English definition [আপোন্] (বিশেষ্য) ১ দোকান; ক্রয়-বিক্রয়ের স্থান; বিপণি (এক মণিকারের আপণে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ হাট। আপণিক (বিশেষণ) দোকান বা পণ্য সম্বন্ধীয়; বেচাকেনা সংক্রান্ত। □ (বিশেষ্য ) ১ দোকানদার; ব্যবসায়ী। ২ তোলা; মাশুল; হাটের খাজনা। {(তৎসম বা সংস্কৃত) আ+ √পণ্+অ(ঘ)}
- Bengali Word আপতন English definition [আপতোন্] (বিশেষ্য) ১ পতন। ২ আকস্মিক সংঘটন বা ঘটনা; incidence । ৩ সহসা সংঘটিত দুর্ঘটনা; accident । ৪ আগমন। ৫ অবতরণ; নিচে নামা। আপতিক (বিশেষণ) আকস্মিক (যে-বিস্ময় আপতিক অধৈর্যের দান-সত্যেন্দ্রনাথ দত্ত)। আপতিত ( বিশেষণ) ১ অকস্মাৎ বা হঠাৎ আগত। ২ সহসা সংঘটিত। ৩ নিপতিত; পতিত। ৪ অবতীর্ণ। {(তৎসম বা সংস্কৃত) আ+√পত্+অন(ল্যুট্)}
- Bengali Word আপত্তি English definition [আপোত্তি] (বিশেষ্য) ১ অমত; অসম্মতি; ওজর। ২ বিপরীত যুক্তিপ্রদর্শন; বিরুদ্ধ যুক্তিতর্ক। ৩ বিপত্তি; বিপদ। {(তৎসম বা সংস্কৃত) আ+√পদ্+তি(ক্তি)}
- Bengali Word আপদ ১ আপৎ English definition [আপোদ্, আপোৎ] (বিশেষ্য) ১ বিপদ; বিপত্তি। ২ দুর্গতি; দুঃখ; দুর্দশা। ৩ বিরক্তিকর ব্যক্তি বস্তু বা বিষয়। আপদকাল (বিশেষ্য) বিপদের সময়; সঙ্কটের কাল; বিপন্ন অবস্থা। আপদগ্রস্ত (বিশেষণ) বিপদগ্রস্ত; বিপন্ন। আপদধর্ম, আপদ্ধর্ম (বিশেষ্য) আপৎকালে অবলম্বনীয় ধর্ম যা অন্যকালে অবিধেয় হতে পারে। আপদ বিপদ (বিশেষ্য) বিবিধ দুঃখ; দুর্দশা। আপদ-বালাই (বিশেষ্য) আপদ-বিদ্যাপতিদ; দুঃখ-দুর্দশা। {(তৎসম বা সংস্কৃত) আ+ √পদ্+ক্বিপ; (আরবি)আফাতুন}
- Bengali Word আপদ ২ English definition ⇒ আপাদ
- Bengali Word আপন English definition [আপোন্] (বিশেষণ) ১ নিজ; স্বীয়; নিজের; স্বকীয়। ২ আত্মীয় (তুমি যে আমার কত আপনার-রবীন্দ্রনাথ ঠাকুর; আপনারে এই জানা আমার ফূরাবে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সাক্ষাৎ (আপন খালাতো ভাই)। ৪ নিজ স্বার্থ রক্ষা (আপন কোলে ঝোল টাকা) আপনপর (বিশেষণ) ১ আত্মীয়-অনাত্মীয়। ২ শত্রুমিত্র। আপনভোলা, আপনহারা (বিশেষণ) নিজের সুখশান্তি ও পরিপার্শ্ব সম্পর্কে উদাসীন; আত্মহারা; তন্ময়। আপন সর্বস্ব (বিশেষণ) স্বার্থপর; নিজের সুখ সুবিধাই প্রধান লক্ষ্য এমন। (বিপরীতার্থক শব্দ) পর। {(তৎসম বা সংস্কৃত) আত্মন্>(প্রাকৃত) অপ্পণ>আপন}
- Bengali Word আপনা English definition [আপনা] (বিশেষ্য) নিজ; আপন; স্বীয় (আপনা থেকে)। আপনার (বিশেষণ) নিজের; আত্মীয় (আপনা ঘর)। আপনা আপনি (ক্রিয়াবিশেষণ) নিজ থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে; স্বতঃস্ফুর্তভাবে। □ (বিশেষ্য) আত্মীয় স্বজন; নিজেদের (আপনা আপনির মধ্যে বিবাহ)। {আপন+আ; (হিন্দি) আপ্না, আপন}
- Bengali Word আপনার English definition [আপ্নার] ⇒ আপনা। আপনারঢাক আপনি বাজানো বা পিটানো (ক্রিয়া) নিজেই নিজের গুণগান করা; আত্মপ্রশংসা করা। আপনার/নিজের পায়ে কুড়াল মারা-নিজেই নিজের ক্ষতি বা সর্বনাশ করা। {আপনা+র}
- Bengali Word আপনি English definition [আপ্নি] (সর্বনাম) ১ ‘তুমি’-র সম্ভ্রমসূচক রূপ; মধ্যম পুরুষ সম্ভ্রমসূচক সর্বনাম। ২ স্বয়ং; নিজে (আপনার ভাবে মরি যে আপনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। আপনি বাঁচলে বাপের নাম-আত্মরক্ষাই সর্বশ্রেষ্ঠ ধর্ম; আত্মজীবনের মূল্য অন্য সবকিছু থেকে অধিক। {(তৎসম বা সংস্কৃত) আত্মন্> (প্রাকৃত) অপ্পণ>আপনি}
- Bengali Word আপন্ন English definition [আপোন্নো] (বিশেষণ) ১ আপদগ্রস্ত; বিপন্ন। ২ প্রাপ্ত; লব্ধ (শরণাপন্ন, অবস্থাপন্ন)। আপন্নসত্ত্বা (বিশেষণ ) অন্তঃসত্ত্বা; গর্ভিণী। {(তৎসম বা সংস্কৃত) আ+√পদ্+ত(ক্ত)}
- Bengali Word আপরাহ্ণিক English definition [আপোরান্হিক্] (বিশেষণ) বৈকালিক; অপরাহ্ণকালীন। {(তৎসম বা সংস্কৃত) অপরাহ্ণ + ইক(ঠঞ্)}
- Bengali Word আপরুচি English definition ⇒ আপ২
- Bengali Word আপশানি English definition ⇒ আফসানি
- Bengali Word আপশোষ English definition ⇒ আফসোস
- Bengali Word আপস , আপোস , আপোষ English definition [আপোশ্] (বিশেষ্য) ১ মিটমাট; রফা (মনিবের ক্ষতি করিয়া আপস করিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর; আপোষের মনোভাব নিয়ে বলেন-আবু রুশ্দ্)। ২ পরস্পরের মত বিনিময়; উভয় পক্ষের সম্মতি। আপস মীমাংসা (বিশেষ্য) উভয় পক্ষের সম্মতিক্রমে সমস্যার সমাধান বা রফা (আপস মীমাংসায় জমির সীমানা নির্ধারিত হলো)। আপসহীন মনোবৃত্তি (বিশেষ্য) প্রতিপক্ষের সহিত কোনো মিটমাট না করার মনোভাব; কোনো অন্যায় কথা বা কাজ কিছুতেই মেনে না নেওয়ার প্রবৃত্তি। আপসে ( ক্রিয়াবিশেষণ) ১ নিজেদের ভিতর; আপনা আপনির মধ্যে (আপসে ঝগড়া করা)। ২ উভয় পক্ষের সম্মতিক্রমে; পরস্পরে মিলেমিশে (তারা আপসে একটা সভ্যতাই গড়ে তুলেছে-সৈয়দ মুজতবা আলী)। ৩ বন্ধুভাব; সদ্ভাবে। {(ফারসি) আপস>}
- Bengali Word আপসোস English definition ⇒ আফসোস
- Bengali Word আপা ১ English definition [আপা] (বিশেষ্য) বড় বোন। □ (অব্যয়) বয়োজ্যেষ্ঠা অপরিচিতা মহিলা বা শিক্ষয়িত্রীর প্রতি সম্বোধনে ব্যবহৃত শব্দ। {(তুর্কি) আপা}
- Bengali Word আপা ২ English definition [আপা] (বিশেষ্য) জনরব; জনশ্রুতি। □ (বিশেষণ) জনশ্রুতি-মূলক (আপা কথা)। {(আরবি)আফ্রাহ্}
- Bengali Word আপাং , আপাঙ্গ English definition [আপাঙ্, আপাঙ্গো] (বিশেষ্য) বৃক্ষবিশেষ (এক জায়গায় ছিল কয়েককটা আপাং-খগেন্দ্রনাথ মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) অপাঙ্গক>}