আ পৃষ্ঠা ৪২
- Bengali Word আফসানো English definition [আফ্শানো] (ক্রিয়া) ১ ছোড়া; ছিটানো; আস্ফালন করা (রেগে ডানা আপসে ঘোড়া এমনি তেজে উড়ে চলল যে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিফলমনোরথ হয়ে চাপা ক্রোধ বা খেদ প্রকাশ করা; আফসোস করা। {(ফারসি) আফ্শান}
- Bengali Word আফসোস , আপসোস , আফশস English definition [আফ্শোশ্, আপ্শোশ্] (বিশেষ্য) খেদ; পরিতাপ; অনুতাপ; মনস্তাপ; অনুশোচনা (আপসোস করে দেবরাজ-সৈয়দ আলাওল; আমার বড়ই আপশস হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) আফ্সোস}
- Bengali Word আফাটা English definition [আফাটা] (বিশেষণ) ১ ফাটা নয় এমন; ফাটলশূন্য। ২ ছিদ্রহীন। ৩ (আলঙ্কারিক) মন্দ; পোড়া (আটকুড়ে কোটালের আফাটা কপাল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {আ (নঞ্)+ফাটা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word আফার ( প্রাচীন বাংলা ) English definition [আফার্] (বিশেষ্য) লোকসান; ফাঁক; শূন্য (আছুক লাভ মোর মূলত আফার-বড়ু চণ্ডীদাস)।{(তৎসম বা সংস্কৃত) অপকার> অপআর> আফার, আপার}
- Bengali Word আফিম , আফিং English definition [আফিম্, আফিঙ্] (বিশেষ্য) অহিফেন; পোস্ত ফলের রস থেকে তৈরি মাদক দ্রব্য। আফিমখোর, আফিমচি (বিশেষণ) আফিমের নেশা করে এমন; নিয়মিতভাবে আফিম খায় এমন। {(তৎসম বা সংস্কৃত) অহিফেন; (তুলনীয়) (ফারসি) আফয়ূন (গ্রিক) Opion}
- Bengali Word আফিস English definition ⇒ অফিস
- Bengali Word আফুটন্ত , আফুটা , আফোটা English definition [আফুটন্তো, আফুটা, আফোটা] (বিশেষণ) ১ ফোটেনি এমন; অপ্রস্ফুটিত। ২ অর্ধস্ফুট; অর্ধ প্রস্ফুটিত। ৩ সিদ্ধ হয়নি এমন (আফুটা ভাত)। {(তৎসম বা সংস্কৃত) আস্ফুট>}
- Bengali Word আফুটা English definition ⇒ আফুটন্ত
- Bengali Word আফেন্দি English definition [আফেন্দি] (বিশেষ্য) প্রভু; তুর্কি ভাষার সম্মানসূচক উপনাম। {(তুর্কি) আফিন্দী }
- Bengali Word আফোত English definition ⇒ আফত
- Bengali Word আফোটা English definition ⇒ আফুটন্ত
- Bengali Word আফ্রিদি English definition [আফ্রিদি] (বিশেষ্য) পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তের সাহসী জাতিবিশেষ (আফ্রিদি যদি হতাম আমি রে আজ-বন্দুকবাজ তীক্ষ্ণ তীরন্দাজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {অজ্ঞাতমূল}
- Bengali Word আফ্ত English definition ⇒ আপ্ত২
- Bengali Word আব ১ English definition [আবা] (বিশেষ্য) গলা থেকে হাঁটু পর্যন্ত বুক খোলা লম্বা জামাবিশেষ। {(আরবি)‘আবা’}
- Bengali Word আব - ই - কওসর English definition ⇒ আবে কওসর
- Bengali Word আব - ই - হায়াত English definition ⇒ আবে হায়াত
- Bengali Word আব - এ - জমজম English definition ⇒ আবে-জমজম
- Bengali Word আব - জম - জম English definition ⇒ আবে জমজম
- Bengali Word আব ১ English definition [আব্] (বিশেষ্য) ১ পানি; জল (আব-আতস-খাক বাদ মিলাইয়া এক সাত গড়াইল মানব দেহ-মুহম্মদ মনসুরউদ্দীন; পঞ্চ আবের সমাহার=পাজ্ঞাব)। ২ (বিশেষ্য) ঔজ্জ্বল্য (আবদারমুক্তা)। {(ফারসি) আব্ }
- Bengali Word আব ২ English definition [আব্] (বিশেষ্য) রোগজনিত মাংসপিণ্ড; tumour ।{(তৎসম বা সংস্কৃত) অর্বুদ> অব্বুঅ> আবঅ>আব}