আ পৃষ্ঠা ৫৭
- Bengali Word আর্য English definition [আর্জো] (বিশেষ্য) মনুষ্যজাতি বিশেষ। □ (বিশেষণ) ১ মান্য; সম্মানিত (বিপ্র বলে মিশ্র তুমি জগতের আর্য-বৃন্দাবন দাস)। ২ সুসভ্য। আর্যামি (বিশেষ্য) ১ (বিদ্রূপে) আর্যের ভাব (আর্যামি আর জিঙ্গোপনায় ছাই দিয়ে দে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সদাচার; ধর্মশীলতা। আর্যপথ (বিশেষ্য) হিন্দুমতে স্বামীর বা সারধর্মের পথ (দুস্ত্যজ্য আর্যাপথ নিজ পরিজন-কৃষ্ণদাস কবিরাজ)। আর্যপুত্র (বিশেষ্য) হিন্দুমতে পতি বা স্বামী (এরূপ না হইলেই বা আর্যপুত্র, রঘুকুল ঘুরন্ধর হইবেন কেন?-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আর্যভাষা (বিশেষ্য) আর্যজাতির ভাষা; Aryan Language। আর্যসমাজ (বিশেষ্য) স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক প্রতিষ্ঠিত বৈদিক ধর্মমূলক সমাজ বা সম্প্রদায়। {(তৎসম বা সংস্কৃত) Öঋ(গমন করা)+য(ণ্যৎ)=আর্য। ‘ঋ’-ধাতু গমনার্থক বলে ‘জ্ঞানার্থক’ ও ‘প্রাপ্ত্যর্থক’। অতএব যাঁরা ‘জ্ঞানী’ অথবা ‘শাস্ত্র পারঙ্গম’ তাঁরাই আর্য। এটা ‘আর্য’-শব্দের মৌরিক অর্থ। অথবা আর্য+অ>(প্রাকৃত)অজ্জ}
- Bengali Word আর্যা English definition [আর্যা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ মান্যা স্ত্রীলোক। ২ শাশুড়ি। □ (বিশেষ্য) ১ সংস্কৃত ছন্দবিশেষ। ২ ছড়ার আকারে রচিত গণিতের সূত্র (শুভঙ্করের আর্যা)। আর্যাবর্ত (বিশেষ্য) আর্য অধ্যুষিত প্রাচীন-ভারতের উত্তরাঞ্চল। {(তৎসম বা সংস্কৃত) আর্য+আ(স্ত্রীলিঙ্গ)}
- Bengali Word আর্যামি English definition ⇒ আর্য
- Bengali Word আর্ষ English definition [আর্শো] (বিশেষণ) ১ ঋষি সম্বন্ধীয়। ২ ঋষি প্রযুক্ত (আর্ষজ্ঞানে স্তব্ধ মগ্নধ্যানী-আতাউর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) ঋষি+অ(অণ্)}
- Bengali Word আর্হত English definition [আর্হত্] (বিশেষণ) ১ অর্হৎ সম্বন্ধীয়। ২ জৈন ধর্ম সম্বন্ধীয়। ২ বুদ্ধবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) +অর্হৎ+অ(অণ্)}
- Bengali Word আল - আহাদ English definition ⇒ আহাদ
- Bengali Word আল ১ , আলি , আইল English definition [আল্, আলি, আইল্] (বিশেষ্য) ১ জমির সীমা নিদের্শক বাঁধ (কাঁকাল বাঁকা ছোঁড়া আগলে দাঁড়ায় আল-কাজী নজরুল ইসলাম; ক্ষেত্রের আলি বন্ধন করিতে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ উঁচু পথ; জাঙাল (উঠছে আলে নামছে গাড়ায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ পাড়; তীর (গঙ্গার আলে বসত আমরা বাঙ্গালী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ বাধা; আটক (মুকের আল না থাকা)। {(তৎসম বা সংস্কৃত) আল/(আরবি)হা’ইল}
- Bengali Word আল ২ , অল English definition [আল্, অল্] (বিশেষ্য) ১ বিষাক্ত কীট পতঙ্গাদির হুল। ২ বিঁধনাস্ত্র; সূক্ষ্মমুখ অস্ত্রবিশেষ (জুতা সেলাই করার আল)। ৩ সুক্ষ্ম প্রান্ত; সরু অগ্রভূমি। ৪ (আলঙ্কারিক) খোঁচা; কথার দ্বারা আঘাত করার প্রবৃত্তি (কথার আল)। আল কাটা (ক্রিয়া) লোহা বা কাঠ সংযুক্ত করবার জন্য খাঁজ কাটা। □ ( বিশেষণ) লোহা বা কাঠের সঙ্গে যুক্ত করার জন্য খাঁজ কাটা আছে এমন। আলবিঁধ (বিশেষ্য) সূক্ষ্মগ্র কীলক প্রবেশযোগ্য ক্ষুদ্র ছিদ্র। {(তৎসম বা সংস্কৃত) আল}
- Bengali Word আল ৩ English definition [আল্] (বিশেষ্য) আগুন রাখার মাটির পাত্র বিশেষ (আগুনের আলে....ঘুঁটে আর তূষ দিয়া-বন্দে আলী মিয়া)। {আঞ্চলিক}
- Bengali Word আল ৪ English definition [আল্] (প্রাচীন বাংলা) (বিশেষ্য) গুজব; আপত্তি; অজুহাত; ছাল (ঔষধ করিবার আলে জন জন পালায়-মানিক রাজার গান)। {(আরবি)১ আলত’ অথবা ‘ইল্লত’}
- Bengali Word আল ৫ English definition [আল্] (বিশেষ্য) সন্তানসন্তুতি; পরিবার। {(আরবি)আল্ }
- Bengali Word আলওয়ান English definition ⇒ আলোয়ান
- Bengali Word আলকাতরা English definition [আল্কাত্রা] (বিশেষ্য) পাথুরে কয়লা ইত্যাদি থেকে প্রস্তুত কালো ঘন নির্যাস বিশেষ। {(ফারসি) alcatrao; (আরবি)আল-কাতরাহ্}
- Bengali Word আলকুশি , আলকুশী English definition [আল্কুশি] (বিশেষ্য) শুঁয়োপোকার রোঁয়ার ন্যায় আলযুক্ত লতাগাছ বা তার ফল। {(তৎসম বা সংস্কৃত) আল+শুক(<শুক্র)+ই(বর্ণবির্য়য়)>}
- Bengali Word আলকে - তিলক (মধ্যযুগীয় বাংলা) English definition [আলোকেতিল্ক্] (বিশেষ্য) চুলের নীচে কপালে কুঙ্কুমাদি রচিত তিলক (আলকেতিলক চড়ায় কাজল নয়নে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অলক>আলক+ তিলক}
- Bengali Word আলকেমি English definition [আল্কেমি] (বিশেষ্য) রসায়ন শাস্ত্র (তিনি আলকেমী সম্বন্ধে গভীর গবেষণা করেছিলেন)। {(আরবি)আলকিমিয়া’}
- Bengali Word আলখাল্লা , আলখিল্লা , আলখেল্লা English definition [আল্খাল্লা, আল্খিল্লা, আল্খেল্লা] (বিশেষ্য) লম্বা ঢিলা গাত্রাবরণ বা জামা বিশেষ (তোমার চেয়ে দেখছি তোমার আলখাল্লা বড়!)। {(আরবি)আল্খলক}
- Bengali Word আলগ English definition ⇒ আলগা
- Bengali Word আলগরজ , আরগরয English definition [আল্গরোজ্] (অব্যয়) মোটকথা; সংক্ষেপে (আলগরয, ইহাও খোদার এক শানে-আযিম-আবুল মনসুর আহমদ)। {(আরবি)আল্গরদ}
- Bengali Word আলগা , আলগ English definition [আল্গা, আলোগ্] (বিশেষণ) ১ পৃথক; আলাদা; স্বতন্ত্র (আলগা হয়ে বসা)। ২ শিথিল; ঢিলা; এলায়িত (আলগা করগো খোঁপার বাঁধন-কাজী নজরুল ইসলাম)। ৩ আলগ্ন; অনাবদ্ধ (আলগা কাপড়)। ৪ পসকা (আলগা গেরো)। ৫ অনাবৃত; বস্ত্রহীন (আলগা গা)। ৬ উন্মুক্ত; খোলা (আলগা দরজা)। ৭ আঢাকা (খাবার আলগা রয়েছে। ৮ বেঁফাস; অসংযত (আলগা মুখ, আলগা কথা)। ৯ আন্তরিকতাহীন; লোক দেখানো (আলগা সোহাগ)। ১০ উদাসীন; অসতর্ক (আলগা পুরুষ)। ১১ সম্পর্কহীন; বাইরের উটকো (আলগা লোক বাইরে দাঁড়িয়ে)। □ ( ক্রিয়াবিশেষণ) তফাত; দূর (আলগে থাকি রামগতি যে নজর করে চায়-পূর্ববঙ্গ গীতিকা)। আলগা আলগা থাকা (ক্রিয়া) কোনো কিছুতেই গা না লাগানো; দূরে দূরে থাকা। আলগা দেওয়া (ক্রিয়া) প্রশ্রয় দেওয়া; শাসন শিথিল করা। { (বাংলা) আ+(তৎসম বা সংস্কৃত) লগ্ন>}