আ পৃষ্ঠা ৫৮
- Bengali Word আলগোছ English definition [আল্গোছ্] (বিশেষণ) ১ অস্পৃষ্ট; অসংলগ্ন। ২ অবলম্বনহীন। ৩ প্রস্তুত; গমনোম্মুখ (হাতে পায়ে আলগোছ)। আলগোছভাবে ক্রিবিণ। আলগোছ আলগোছি (বিশেষ্য) কোনো অবলম্বন ছাড়া শিশুর প্রথম দাঁড়াবার বা হাঁটার চেষ্টা। আলগোছি দেওয়া (ক্রিয়া) শিশুর ঐরূপ দাঁড়ানো (আলগোছি দেয় দশমাসে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আলগোছে আলগছে (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়াবিশেষণ) ১ অসংলগ্নভাবে; স্পর্শদোষ বাঁচিয়ে (পিঠে লুটিয়ে পড়া বিনুনী কেশদাম বুকের উপর ফেলে আলগোছে নাড়তে লাগল-শওকত ওসমান)। ২ সন্তর্পণে; অতি সাবধানে (আলগোচে তুমি গিয়া করহ রন্ধন-বৃন্দাবন দাস; রুধিরের পানা আলগছে দান চাতকেরা পিয়ে যেন জল-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অলগ্ন>(প্রাকৃত) অলগ্গ+(হিন্দি) সে> (বাংলা) আলগচে}
- Bengali Word আলঙ্কারিক English definition [আলোঙ্কারিক্] (বিশেষ্য) অলঙ্কার শাস্ত্র সম্বন্ধীয়। □ (বিশেষ্য) ১ অলঙ্কার শাস্ত্রে বিশেষজ্ঞ। ২ অলঙ্কার শাস্ত্রের গ্রন্থরচয়িতা। ৩ (বিরল) গহনা নির্মাতা। {(তৎসম বা সংস্কৃত) অলঙ্কার+ইক(ঠক্)}
- Bengali Word আলচা English definition [আল্চা] (বিশেষ্য) ১ বক্রদৃষ্টি; আড়চাহনি। ২ অলক্ষ্যে দর্শন; গোপনে সন্ধান। {আড়+চাওয়া=আড়চাআ>আরচা>আলচা}
- Bengali Word আলজিভ , আলজিভ , আলজিহ্বা English definition [আলোজিভ্, আলোজিব্, আলোজিওভা] (বিশেষ্য) উপজিহ্বা; গলনালির মুখে জিহ্বার আকৃতি বিশিষ্ট মাংসখণ্ড; uvula। {(তৎসম বা সংস্কৃত) অলিজিহবা}
- Bengali Word আলটপকা , আলটপ্পা English definition [আল্টপ্কা, আল্টপ্পা] (ক্রিয়াবিশেষণ) ১ হঠাৎ; আচম্বিতে; অপ্রত্যাশিতভাবে (একটা ঢিল তুলে নেয় আলটপকা আর সজোরে ছুঁড়ে মারে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ আলগোছে। ৩ অনায়াসে; বিনা চেষ্টায়। {(হিন্দি) টপকা>}
- Bengali Word আলটী (মধ্যযুগীয় বাংলা) English definition [আল্টি] (বিশেষ্য) ছল (আলটী করিল বেনে তথির কারণে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {আড়+তা>আড়তা>আলটা>}
- Bengali Word আলতমগা English definition [আল্তম্গা] (বিশেষ্য) ১ রাজকীয় সহি বা সিল। ২ জায়গির। ৩ মেডেল। {তু আত-তম্গা}
- Bengali Word আলতা English definition [আল্তা] (বিশেষ্য) ১ অলক্ত; স্ত্রীলোকদের পদরঞ্জনের রং বা রং মিশ্রিত তুলা (আলতা পায়ে)। ২ লাক্ষারস। {(তৎসম বা সংস্কৃত) অলক্তক> (প্রাকৃত) অলত্তঅ> অলাতা> আলতা}
- Bengali Word আলতারাপ English definition ⇒ আলতারাফ
- Bengali Word আলতারাফ , আলতারাপ , আলতালা English definition [আলতারাফ্, আলতারাপ্, আলতালা] (বিশেষ্য) সিন্ধুক আলমারি দেরাজ ইত্যাদির কপাট বন্ধ করে বাইরে থেকে তালা লাগানোর জন্য ব্যবহৃত ধাতব কব্জা। {(আরবি)আত্তরফ}
- Bengali Word আলতু - ফালতু English definition [আল্তুফাল্তু] (বিশেষণ) আজেবাজে (আলতু ফালতু লোকের ছেলেপান এলে বিলে পাশ করেছে-আআআ)। {(হিন্দি) ‘ফাল্তু+অনু. ‘আল্তু’}
- Bengali Word আলতো English definition [আল্তো] (বিশেষণ) ১ আলগোছ (মসৃণ কপালে ছোঁয়াবে আলতো হাত-শামসুর রাহমান)। ২ আলগা; ফাঁপা (আলতো খোঁপা)। ৩ এলোমেলো; অসংলগ্ন (আলপনা দ্যায় আলতো বাতাস ভোরাই সুরে মনভোলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। আলতোভাবে (ক্রিয়াবিশেষণ) আলগোছে (আলতোভাবে ওদের উপর একটা নজর বুলিয়ে নিয়ে-সৈয়দ মুজতবা আলী)। {(মালয়ালম) আলঙ্গ্ (loosely) + তোলাহ (lightly)> আলংতো>}
- Bengali Word আলনা English definition [আল্না] (বিশেষ্য) ১ কাপড়-চোপড় রাখার দীর্ঘ পায়াযুক্ত মঞ্চ বা দণ্ড বিশেষ। ২ বস্ত্রাদি শুকানোর জন্য কাঠ বা বাঁশের প্রস্তুত দণ্ড বিশেষ (উঠানে বাঁশের আলনায় জাল শুকাইতে দিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) আলম্বন>}
- Bengali Word আলপনা , আলিপনা English definition [আল্পোনা, আলিপনা] (বিশেষ্য) ১ মেঝে, দেয়াল, সিঁড়ি, পিঁড়ি প্রভৃতিতে অঙ্কিত চিত্রকলা বিশেষ। ২ শুভ কাজে উৎসবে আতপ চালের গুঁড়া, চক, রং প্রভৃতির দ্বারা অঙ্কিত ফুল পাতা ইত্যাদির সৌন্দর্যময় চিত্র। ৩ নকশা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) আলিম্পন্>}
- Bengali Word আলপাকা English definition [আল্পাকা] (বিশেষ্য) ১ মেষ জাতীয় পশুর মসৃণ ও উজ্জ্বল লোমজাত কাপড় বিশেষ (অষ্টাদশ শতাব্দীর দিকে আঙ্কারা আলপাকা শিল্পের জন্য খ্যাতি অর্জন করিয়াছিল-বেগম শামসুন্নাহার মাহমুদ)। ২ দক্ষিণ আমেরিকার প্রসিদ্ধ মেষ জাতীয় পশু বিশেষ। {(ইংরেজি) alpaca}
- Bengali Word আলপিত English definition [আলোপিতো] (বিশেষণ) আলাপ করা হয়েছে এমন; আভাষিত; উক্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öলপ্+ত(ক্ত)}
- Bengali Word আলপিন English definition [আল্পিন্] (বিশেষ্য) কাগজাদি ফুঁড়ে গেঁথে রাখার জন্য ধাতুর প্রস্তুত সরু কীলক বিশেষ; পিন; pin । {(পর্তুগীজ) alfinete>}
- Bengali Word আলফাজ , আলফায English definition [আল্ফাজ্] (বিশেষ্য) শব্দ (হাদিস কোরআনের বাহিরের এক আলফাযও এস্তেমাল করিতেন না-আবুল মনসুর আহমদ)। {(আরবি)আল্ফাজ (বহুবচন); (একবচন) লফ্জ}
- Bengali Word আলবত , আলবাত English definition [আল্বত্, আল্বাত্] (মধ্যযুগীয় বাংলা) (অব্যয়) অবশ্য; নিশ্চয় (আলবত দেব–অচিন্ত্যকুমার সেনগুপ্ত; আলবত কাপুরুষ-আবুল কালাম শামসুদ্দিন; মেহমানী খাইতে যাইবে আলবত্তা বিহানে-সৈয়দ হামজা)। {(আরবি)আল্-বাত্তাহ}
- Bengali Word আলবাটি (মধ্যযুগীয় বাংলা) English definition [আল্বাটি] (বিশেষ্য) পিকদানি; থুথু বা কফ্ ফেলার পাত্র বিশেষ (দুইদিকে আলবাটি জলে পুরা গাড়ু-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) লালা>লাল>আল+বাটি =আলবাটি}