আ পৃষ্ঠা ১২
- Bengali Word আকুল English definition [আকুল্] (বিশেষণ) ১ উৎকন্ঠিত; ব্যগ্র; উৎসুক (আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচেরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কাতর (পিপাসাকুল)। ৩ অশান্ত; অধীর; উতলা (আকুল করিল মোর প্রাণ-চণ্ডীদাস)। ৪ উন্মুক্ত; আলুলায়িত (আকুল কবরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ চঞ্চল (নূপুর গুঞ্জরি যাও আকুল-অঞ্চলা-রবীন্দ্রনাথ ঠাকুর)।৬ বিহ্বল; অভিভূত (বিস্ময়াকুল)।৭ বিপর্যস্ত; বিক্ষিপ্ত (আঁচল আকাশে হতেছে আকুল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৮ পরিব্যাপ্ত; আচ্ছন্ন (কুঞ্জ কুটিরে অয়ি ভাবাকুললোচনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকুলতা (বিশেষ্য) ব্যগ্রতা; ব্যাকুলতা; অস্থিরতা (ঘরের ভিতরে না দেয় থাকিতে অকারণ আকুলতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। আকুলা, আকুলী (বিরল) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ব্যাকুল; কাতর; অস্থির (তুমি আকুলা ললনে-মাইকেল মধুসূদন দত্ত; তবে কেনে হৈলা এবে এমত আকুলী-ভবানন্দ)। আকুলি (পদ্যে ব্যবহৃত) (অসমাপিকা ক্রিয়া)১ উচ্ছ্বসিত বা উদ্বেলিত হয়ে (অকুল সিন্ধু উঠিছে আকুলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আকুল ক’রে। আকুলিত (বিশেষণ) ১ ব্যাকুল; আকুল অবস্থাগ্রস্ত (শোকে অভিভূত অশ্রজলে আকুলিত হইতে হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ উন্মুক্ত; আলুলায়িত (আকুলিত করি কেশ-ভবানন্দ)। আকুলি-ব্যাকুলি, আকুলি-বিকুলি (বিশেষ্য) উৎকন্ঠা; আগ্রহ; ব্যস্ত সমস্ত ভাব। (ক্রিয়াবিশেষণ) উৎকন্ঠিত হয়ে; ব্যাকুলভাবে। আকুলীকৃত (বিশেষণ) আকুল করা হয়েছে এমন। আকুলীভূত (বিশেষণ) আকুল হয়ে উঠেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+√কুল্ +অ(ক)}
- Bengali Word আকৃত English definition ⇒ আকৃতি
- Bengali Word আকৃতি English definition [আকৃতি/আক্ক্রিতি] ১ গঠন; আকার; shape। ২ অবয়ব; শরীর। আকৃতি প্রকৃতি (বিশেষ্য) ১ হাবভাব। ২ আকার ও স্বভাব। আকৃতি (বিশেষণ) গঠিত; shaped। {(তৎসম বা সংস্কৃত) আ+√কৃ+তি(ক্তি)}
- Bengali Word আকৃষ্ট English definition [আকৃশ্টো] (বিশেষণ) ১ আকর্ষণ করা হয়েছে এমন। ২ প্রলুব্ধ। ৩ মুগ্ধ। আকৃষ্টি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) আ+√কৃষ্ + ত(ক্ত)}
- Bengali Word আকেবত English definition ⇒ আকবত
- Bengali Word আক্ তা English definition ⇒ আখতা
- Bengali Word আক্কেল English definition [আক্কেল] (বিশেষ্য) ১ বুদ্ধি; বিবেচনা; কাণ্ডজ্ঞান। ২ জ্ঞান। ৩ শিক্ষা; শাস্তি (কর্তার সঙ্গে গিয়া ভাল আক্কেল পাইয়াছি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।আক্কেল গুড়ুম (বিশেষ্য) ১ হতবুদ্ধিতা; আকস্মিক ভয়ে বুদ্ধিলোপ। ২ স্তম্ভিত; হতবুদ্ধি (দেখে তো আক্কেল গুড়ুম-সরদার জয়েনউদ্দীন)। আক্কেলদাঁত (বিশেষ্য) পরিণত বয়সে ওঠা দাঁত। আক্কেল-দাঁত ওঠা (ক্রিয়া) ১ পরিণত বয়সে দন্তোদ্গম হওয়া। ২ (আলঙ্কারিক) পরিণত বুদ্ধির অধিকারী হওয়া। আক্কেল দেওয়া (ক্রিয়া) ১ বুদ্ধির খর্বতা প্রমাণ করা; ঠকানো। আক্কেলমন্ত (বিশেষণ) বুদ্ধিমান; বিজ্ঞ।আক্কেল মিঞা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অতিপণ্ডিত; অতিবুদ্ধিমান (জবাব দিতে আক্কেল মিঞা একেবারে আক্কেল-হারা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। আক্কেল সেলামি (বিশেষ্য) কৃত অপরাধ বা সূর্খতার জন্য প্রাপ্ত শাস্তি বা ফলভোগ (গোঁফ জোড়া বেমালুম কামিয়ে দিলেই যথেষ্ঠ আক্কেল সেলামী হবে-আবুল ফজল)। আক্কেল হওয়া (ক্রিয়া) বিপদে পড়ে শিক্ষা পাওয়া। {(আরবি) আকল }
- Bengali Word আক্ত English definition ⇒ আক্দ
- Bengali Word আক্তা English definition ⇒ আখতা
- Bengali Word আক্দখানি English definition [আক্দ্খানি] (বিশেষ্য) কলেমা পড়িয়ে সাক্ষীদের সম্মুখে বিবাহ বন্ধনের অনুষ্ঠান। {(আরবি)আক&দ + (ফারসি) খ্বানী }
- Bengali Word আক্রম English definition [আক্ক্রোম্] (বিশেষ্য) ১ আক্রমণ (ব্যাঘ্রের আক্রমে মৃগসম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিক্রম (বিপুল আক্রমে নাশ তারে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ অধিকার; প্রাপ্তি। ৪ উদয়। {(তৎসম বা সংস্কৃত) আ+√ক্রম্ +অ (ঘঞ্)}
- Bengali Word আক্রমণ English definition [আক্ক্রোমোন্] (বিশেষ্য) ১ অধিকার করার উদ্দেশ্যে কোনো দেশের সঙ্গে লড়াই শুরু করা। ২ হিংসাবশে বা ক্ষতির উদ্দেশ্যে অন্যের উপর বল প্রয়োগ; হামলা। ৩ অধিষ্ঠান; গ্রাস; প্রকোপ (রোগের আক্রমণ)। আক্রমণীয় (বিশেষণ) আক্রমণযোগ্য। আক্রান্ত (বিশেষণ) ১ আক্রমণ করা হয়েছে এমন। ২ ব্যাধিগ্রস্ত; পীড়িত। {(তৎসম বা সংস্কৃত) আ√ক্রম্ +অন(ল্যুট্)}
- Bengali Word আক্রা English definition [আক্ক্রা] (বিশেষণ) দুর্মূল্য; মহার্ঘ (সামান্য দু’একটি অত্যাবশ্যক দ্রব্য কেনে আক্রা দরে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) অক্রেয়> আক্রা(অর্ধতৎসম)}
- Bengali Word আক্রান্ত English definition ⇒ আক্রমণ
- Bengali Word আক্রোশ English definition [আক্ক্রোশ্] (বিশেষ্য) ১ বিদ্বেষ; গায়ের ঝাল; ক্রোধ। ২ রোষ (প্রবল আক্রোশের সঞ্চার হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ √ক্রুশ্ + অ(ঘঞ্)}
- Bengali Word আক্লান্ত English definition [আক্ক্লান্তো] (বিশেষণ) অতিশয় ক্লান্ত; পরিশ্রান্ত। {বাংলা আ+(তৎসম বা সংস্কৃত) ক্লান্ত}
- Bengali Word আক্ষরিক English definition [আক্খোরিক্] (বিশেষণ) ১ অক্ষর সংক্রান্ত বা অক্ষর সম্বন্ধীয়। ২ অক্ষর অনুযায়ী। ৩ বর্ণে বর্ণে বা অক্ষরে অক্ষরে কৃত; হুবহু; literal (আক্ষরিক অনুবাদ) {(তৎসম বা সংস্কৃত) অক্ষর+ই(ঠক্)}
- Bengali Word আক্ষিক English definition [আক্খিক্] (বিশেষণ) চাক্ষুষ। [(তৎসম বা সংস্কৃত)অক্ষি+ইক(ঠক্)}
- Bengali Word আক্ষিপ্ত English definition [আক্খিপ্তো] (বিশেষণ) ১ নিক্ষিপ্ত। ২ বিক্ষিপ্ত। ৩ আক্ষেপ জন্মেছে এমন; আক্ষেপযুক্ত। ৪ দুঃখে অধীর। {(তৎসম বা সংস্কৃত) আ+ √ক্ষিপ্ +ত(ক্ত)}
- Bengali Word আক্ষেপ English definition [আক্ক্ষেপ্] (বিশেষ্য) ১ অঙ্গ বিক্ষেপ; পাত পা খিঁচুনি; তড়কা; convulsion। ২ ক্ষোভ; দুঃখ; মনস্তাপ। ৩ ক্ষোভ প্রকাশ; বিলাপ। ৪ কাব্যের অর্থালঙ্কার বিশেষ। {আ+ √ক্ষিপ্ + অ(ঘঞ্)}