ও পৃষ্ঠা ১০
- Bengali Word ওয়ার ১ English definition [ওয়ার্] (বিশেষ্য) তরবারির আঘাত (পহেলা ওয়ার কার আমার উপরে-ফকির গরীবুল্লাহ)। ওয়ারপার (ক্রিয়াবিশেষণ) এফোঁড় ওফোঁড় (ওয়ারপার করা)। {উ. রার }
- Bengali Word ওয়ার ২ English definition [ওয়ার্] (বিশেষ্য) যুদ্ধ। {(ইংরেজি) war}
- Bengali Word ওয়ারক English definition ⇒ ওরক
- Bengali Word ওয়ারিন English definition ⇒ ওয়ারেন্ট
- Bengali Word ওয়ারিশ , ওয়ারিস , ওয়ারেশ , ওয়ারেস English definition [ওয়ারিশ্, ওয়ারিশ্, ওয়ারেশ্, ওয়ারেশ্] (বিশেষ্য) বংশধর; উত্তরাধিকারী (মইলে আমার ওয়ারিশ পাবে-রওশন ইজদানী)। ওয়ারিশান, ওয়ারিসান, ওয়ারেশিন, ওয়ারেশীন (বিশেষ্য) ১ বংশধরগণ; উত্তরাধিকারী-গণ। ২ পূজারী বা অনুসারীগণ (ভয়ে ভূমিচুমে লাব-মানাত এর ওয়ারেশীন -কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ররিছ}
- Bengali Word ওয়ারেন্ট , ওয়ারিন (বিরল) English definition [ওয়ারেন্ট্, ওয়ারিন্] (বিশেষ্য) গ্রেপ্তারি পরোয়ানা (দাগাদারীর নামে ওয়ারেন্ট বাহির করে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে-মীর মশাররফ হোসেন; অবশেষে অমন ওয়ারিন বাহির হইলে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) Warrant}
- Bengali Word ওয়ারেশ , ওয়ারেশিন , ওয়ারেশীন English definition ⇒ ওয়ারিশ
- Bengali Word ওয়ালা , ওলা , আলা English definition [ওয়ালা, ওলা, আলা] (অব্যয়) তদ্ধিত প্রত্যয় বিশেষ (ব্যবসায়ী অর্থে কাপড়ওয়ালা; অধিকারী অর্থে-পয়সাওয়ালা; যুক্ত অর্থে-পাড়ওয়ালা; নিবাসী অর্থে-দিল্লীওয়ালা ইত্যাদি)।ওয়ালি/ওয়ালী, উলি/উলী (স্ত্রীলিঙ্গ)। {(হিন্দি) রালা}
- Bengali Word ওয়ালি , ওয়ালী English definition [ওয়ালি] (বিশেষ্য) শাসক; প্রাদেশিক শাসনকর্তা। {(আরবি) রালী}
- Bengali Word ওয়ালিমা English definition ⇒ অলিমা
- Bengali Word ওয়ালেদ English definition [ওয়ালেদ্] (বিশেষ্য) পিতা (আমার ওয়ালেদ সাহেবই আমার মুর্শেদ-আবুল মনসুর আহমদ)। ওয়ালেদা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মাতা। {(আরবি) রালিদ }
- Bengali Word ওয়াশিল , ওয়াশীল , ওয়াসিল English definition [ওয়াশিল্] (বিশেষ্য) প্রাপ্য আদায়; উসুল (তাঁহার মোক্তারনামা দ্বারা সকল আদায় ওয়ালিন করিতেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ওয়াশিলাত, ওয়াশীলাত বি প্রাপ্য সম্পত্তি অন্যের অধিকারে থাকাকালের ক্ষতিপূরণ (অতএব সমেৎ ওয়াশিলাত তাবৎ বিষয়ে দখল পাওয়ারও উইল রদের দাবী-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) রাসিল}
- Bengali Word ওয়াসওয়াসা English definition ⇒ অসওয়াসা
- Bengali Word ওয়াসকোট , ওয়াসকিট English definition ⇒ ওয়েস্টকোট
- Bengali Word ওয়াসা English definition [ওয়াশা] (বিশেষ্য) পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ। {(ইংরেজি) WASA = Water Supply and Sewarage Authority}
- Bengali Word ওয়াসিল English definition ⇒ ওয়াশিল
- Bengali Word ওয়াস্তা English definition [ওয়াস্তা] (বিশেষ্য) ১ পরোয়া; তোয়াক্কা। ২ অপেক্ষা (একটি মাত্র নাম সইর ওয়াস্তা-মনোজ বসু)। ৩ উপায়; মাধ্যম; কারণ। ওয়াস্তে অব্য নিমিত্তে; উদ্দেশ্যে (আল্লার ওয়াস্তে)। {(আরবি) রাসিতাহ্}
- Bengali Word ওয়াহেদ English definition ⇒ ওয়াহিদ
- Bengali Word ওয়াড় , ওসার , উয়ার , ওহাড় , ওড় English definition [ওয়াড়্, ওসার্, উয়ার্, ওহাড়্, ওড়্] (বিশেষ্য) গেলাফ; বালিশ; লেপ ইত্যাদির আবরণ বা খোল (মানুষ না সব বালিশ যেন জামার ওয়াড় আঁটা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) প্রসার>(হিন্দি) পৈসার, বাংলা ওসার> ওআর> য়-শ্রুতির ফলে ওয়ার, ওয়াড়। অথবা, (তৎসম বা সংস্কৃত) অবসর>অওসর>ওসার>ওআর>ওয়াড়}
- Bengali Word ওয়ায়েয English definition [ওয়াযেজ্] (বিশেষণ) ধর্মীয় উপদেশদাতা; ধর্ম সম্বন্ধীয় বক্তা (ওয়ায়েয মৌলবী সুধারামী সাহেব-আবুল মনসুর আহমদ)। {(আরবি) রাইজ }