ও পৃষ্ঠা ৬
- Bengali Word ওরে English definition [ওরে] (অব্যয়) সম্বোধন সূচক শব্দ (ওরে কী শুনেছিস ঘুমের ঘোরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অরে>(অ-কে ও-রূপে উচ্চারণের ফলে)ওরে}
- Bengali Word ওরোপ English definition [ওরোপ্] (বিশেষ্য) গুরুত্ব। {(আরবি) র ‘ব}
- Bengali Word ওর্ফে English definition ⇒ ওরফে
- Bengali Word ওল English definition [ওল্] (বিশেষ্য) প্রসিদ্ধ কন্দ জাতীয় সবজি। বুনোওল (বিশেষ্য) চাষবাদ ছাড়াই বনে জন্মে এমন এক ধরনের ওল, যা খেলে গলা কুটকুট করে এবং অনেক সময়ে গলা ফুলে ওঠে। যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল-অপরাধের মাত্রা অনুযায়ী অপরাধীর শাস্তি। {(তৎসম বা সংস্কৃত ) ওল্ল>ওল}
- Bengali Word ওলকপি English definition [ওল্কোপি] (বিশেষ্য) শালগম জাতীয় কন্দ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ওল্ল> বাংলা ওল+পো, couve}
- Bengali Word ওলট English definition ⇒ উলট
- Bengali Word ওলটপালট English definition ⇒ উলটপালট
- Bengali Word ওলদ , অলদ English definition [ওলদ্, অলদ্] (বিশেষ্য) সন্তান; পুত্র বা কন্যা। {(আরবি) রলাদ}
- Bengali Word ওলন ১ English definition [ওলন্] (বিশেষ্য) নামা; অবরোহণ। {(তৎসম বা সংস্কৃত) অবতরণ> ওঅলন>ওলন}
- Bengali Word ওলন ২ , ওলনদড়ি English definition [ওলন্, ওলন্দোড়ি] (বিশেষ্য) গাঁধনির মাপ ও খাড়াই পরীক্ষার জন্য ব্যবহৃত নীচে ভার বাঁধা লম্বা দড়ি বা সুতা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অবলম্ব>(প্রাকৃত) ওলং>}
- Bengali Word ওলন্দাজ English definition [ওলোন্দাজ্] (বিশেষ্য) হল্যান্ড দেশের অধিবাসী; ডাচ (ইঙ্গরেজ ওলন্দাজ ফিরিঙ্গি ফরাস-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ফ. অল্যান্ডেইস, Hollandsise}
- Bengali Word ওলফৎ English definition ⇒ উলফত
- Bengali Word ওলমা English definition ⇒ উলামা
- Bengali Word ওলা ১ English definition ⇒ ওলাইচণ্ডী
- Bengali Word ওলা ২ English definition [ওলা] (বিশেষ্য) ১ সাদা চিনি বা মিছরির নাড়ু বিশেষ। ((তুলনীয়) চট্টগ্রামের ‘মোলা’ শব্দ। যার অর্থ ‘মুড়ির লাড়ু’)। ২ বৃষ্টির সঙ্গে পতিত শিলা। {সুকুমার সেনের মতে-উল্বক>ওলা (চিনির লাড়ু; (প্রাকৃত) ঔলা; অথবা, গোল>)}
- Bengali Word ওলাইচণ্ডী , ওলাবিবি , ওলা English definition [ওলাইচোন্ডি, ওলাবিবি, ওলা] (বিশেষ্য) হিন্দু সমাজে পূজ্য বিসূচিকা রোগের দেবী (হৈমবতী উমার অর্ঘ্য কাড়বে ওলাই-চণ্ডী কি হায়?-সত্যেন্দ্রনাথ দত্ত; ওলাবিবির পোলারা সহজে রাহি হবে না ইনজেকশানে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ওলা+ই+চণ্ডী; বাংলা ওলা+(তুর্কি) বীবী}
- Bengali Word ওলাউঠা , ওলাওঠা English definition [ওলাউঠা, ওলাওঠা,] (বিশেষ্য) ভেদবমি, বিসূচিকা রোগ; কলেরা। {(তৎসম বা সংস্কৃত ) উদ্ +√গৃ>বা, ওলা; (তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা>উঠা}
- Bengali Word ওলান English definition [ওলান্] (বিশেষ্য) গাভীর স্তন; পালান। {(তৎসম বা সংস্কৃত) উল্বন>ওলান}
- Bengali Word ওলানো English definition [ওলানো] (ক্রিয়া) নামানো। {√ওলা+আনো}
- Bengali Word ওলাবিবি English definition ⇒ ওলাইচণ্ডী