ও পৃষ্ঠা ৮
- Bengali Word ওস্তওয়ার , উস্তোয়ার English definition [ওস্ত্ওয়ার, ওস্তোয়ার্] (বিশেষণ) ১ দৃঢ়; মজবুত (আমার নবীর দীন বড় ওস্তওয়ার-সৈয়দ হামজা)। ২ সত্য। [(ফারসি) উস্তুরার}
- Bengali Word ওস্তরা English definition [ওস্তোরা] (বিশেষ্য) কাঁচি। {(ফারসি) উসতুবার}
- Bengali Word ওস্তাগর , ওস্তাগার , উস্তাগর English definition [ওস্তাগর্, ওস্তাগার্, উস্তাগর্] (বিশেষ্য) ১ নিপুণ কারিগর; রাজমিস্ত্রি। ২ প্রধান দরজি (তৈরী কামিছ আছে, ওস্তাগর?-খমি)। { (ফারসি) উস্তাগার }
- Bengali Word ওস্তাদ , উস্তাদ English definition [ওস্তাদ্, উস্তাদ্] (বিশেষ্য) ১ গুরু; শিক্ষক। (আজি ওস্তাদে সাগরেদ যেন শক্তির পরিচয়-কাজী নজরুল ইসলাম)। ২ বিশেষজ্ঞ। ৩ উচ্চাঙ্গ সঙ্গীতজ্ঞ; দক্ষ সঙ্গীত শিল্পী; সঙ্গীত বিশেষজ্ঞ (তানসেন ছিলেন মহাওস্তাদ-এলেন তাঁহার সভায়-দ্বিজেন্দ্রলাল রায়)। □ (বিশেষণ) ১ দক্ষ; কুশলী; পারদর্শী (সকলকেই যে গানের ওস্তাদ হইতে হইবে এমন কোন অবশ্যবাধ্যতা নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ১ (ব্যঙ্গার্থ) অতি চালাক; ফাজিল (ওস্তাদ ছেলে)। ৩ কুকর্মে দক্ষ (পরের সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ওস্তাদি, ওস্তাদী, উস্তাদী (বিশেষ্য) ১ নৈপুণ্য; কুশলতা; দক্ষতা (এলেন তানসেন রাজার কাছে দেখাতে ওস্তাদি-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ বাহাদুরি; চালাকি; মাতব্বরি (আর ওস্তাদি খেলিয়ে কাজ নেই)। ৩ শিক্ষকতা। □ (বিশেষণ ) ১ ওস্তাদের উপযুক্ত; পারদর্শী (ওস্তাদী গলায় তান-কর্ত্তবে পল্লীর নিদ্রাতন্দ্রা তিরোহিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) উস্তাদ ( আরবি )}
- Bengali Word ওসৎ English definition ⇒ আওসত
- Bengali Word ওহাবি , ওহাবী , ওয়াহাবি , ওয়াহাবী English definition [ওহাবি, ওহাবি, ওয়াহাবি, ওয়াহাবি] (বিশেষ্য) ধর্ম-সংস্কারক নজ্দবাসী মুহাম্মদ ইব্ন আবদুল ওহাবের (জন্মঃ১৭২০ খ্রি) অনুসারী (বিশেষ্য) শিষ্য। □ (বিশেষণ) ওহাবি মতবাদ জাত (ওহাবি আনোদলন)। {(আরবি ) রহ্হাবী}
- Bengali Word ওহি , ওহী , অহি , অহী English definition [ওহি্] (বিশেষ্য) ১ ঐশী বাণী; আল্লাহর প্রেরিত বাণী (অহি নাজেল হওয়ার সময়-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। ২ প্রত্যাদেশ (রসুলের নিকট যখন – কোনও ওহি নাযেল হইত-মোহাম্মদ বরকতুল্লাহ )।{(আরবি) রহী}
- Bengali Word ওহে English definition [ওহে্] (অব্যয়) সম্বোধন সূচক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) অহে>}
- Bengali Word ওহো English definition [ওহো] (অব্যয়) স্মরণ আক্ষেপ বিস্ময় বা আকস্মিক আনন্দসূচক ধ্বনি। [(তৎসম বা সংস্কৃত) অহো>}
- Bengali Word ওহোদ English definition [ওহোদ্] (বিশেষ্য) মদিনার নিকটবর্তী পর্বত-এখানে কুরাইশগণের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয় এবং হযরত মুহম্মদ (সা.) আহত হন। {( তৎসম বা সংস্কৃত) রহুদ }
- Bengali Word ওড় আড় ( মধ্যযুগীয় বাংলা ) English definition [ওড়্আড়্] (বিশেষ্য) অলিগলি; আটঘাট; অন্ধিসন্ধি (ওড়আড় বুঝিয়া সন্ধানে পাতে জাল-ঘনরাম চক্রবর্তী )। {(তুলনীয়) (হিন্দি) ওতআত>}
- Bengali Word ওড় ১ , ওড়ফুল English definition [ওড়্, ওড়্ফুল্] (বিশেষ্য) জবাফুল(ওড়ের কলিকা যিনি নয়ন রাতুল-সৈয়দ আলাওল)। {( তৎসম বা সংস্কৃত) ওড়্র> (প্রাকৃত) ওড্ড>ওড়}
- Bengali Word ওড় ২ English definition ⇒ ওয়াড়
- Bengali Word ওড়না , ওঢ়ন , ওঢ়নি ( মধ্যযুগীয় বাংলা ) , ওড়নী (মধ্যযুগীয় বাংলা) English definition [ওড়্না ওঢ়ন্, ওঢ়্নি, ওঢ়্নি] (বিশেষ্য) ১ চাদর জাতীয় গাত্রাবরণ বিশেষ (কোন মোহিনীর ওড়না সে আজ উঠিয়ে এনেছে-সত্যেন্দ্রনাথ দত্ত; গায়ের ওঢ়ন দিয়া-সত্যেন্দ্রনাথ দত্ত; শীতের ওড়নি পিয়া গিরীষের বা বিপ)। ২ অবগুন্ঠন; অববেষ্টন (কার কাছে লাজ? –ওড়না-পরিনি তাই -মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) অববেষ্টনিকা> ওবেডনিআ> ওঢ়নিঅ>উঢ়নি; অথবা, (তৎসম বা সংস্কৃত) অবগুন্ঠন> (প্রাকৃত ) ওঢ়ণ, ওড়না; (হিন্দি) ওঢ়না}
- Bengali Word ওড়ফুল English definition ⇒ ওড়১
- Bengali Word ওড়ব , ঔড়ব English definition [ওড়োব্, ওইড়ব্] (বিশেষ্য) পঞ্চস্বরাত্মক রাগের নাম; সঙ্গীতের রাগরাগিণীর জাতি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ওড়বী+ অ(অচ্), ওড়ব +অ(অণ্)}
- Bengali Word ওড়ম্বা , উরম্বা English definition [ওড়ম্বা, উরম্বা] (বিশেষণ) অমিতব্যয়ী; নিষ্কর্মা; লম্পট প্রকৃতির (কোনো কোনো অঞ্চলে ‘ওলাম্বরে’ প্রচলিত)। {(আরবি) ‘মুলম্মা’> বাংলা ‘মলম্বা’ শব্দের প্রভাবে বাংলা ‘উড়ম্বা’; ‘ওড়ম্বা’ শব্দ গঠিত হতে পারে, (তৎসম বা সংস্কৃত) উদ্ +√বা>(প্রাকৃত) (রুম্মা; বাংলা উড়ন+বাজ>ওড়ম্বা, উরম্বা, (হিন্দি) উড়ঙ্কা}
- Bengali Word ওড়া ১ English definition ⇒ উড়া
- Bengali Word ওড়া ২ ( মধ্যযুগীয় বাংলা ) English definition [ওড়া] (বিশেষ্য) ঝাঁকা; মোট বহনের কাজে ব্যবহৃত ধামা বিশেষ (ওড়া ভরি মৎস লব কৈ আর উৎপল-কৃত্তিবাস ওঝা; ওড়া কোদাল লইয়া মগ চলে লাখে লাখে-পূর্ববঙ্গ গীতিকা)। {(হিন্দি) ওংড়া (( তৎসম বা সংস্কৃত) কুণ্ড?); মুণ্ডারি ওড়া= গৃহ। (তুলনীয়) চট্ট. ‘ওড়া-ওড়া’ খাওয়া=অধিক পরিমাণ খাওয়া অর্থাৎ ধামা-ধামা খাওয়া}
- Bengali Word ওড়ামুড়ি English definition [ওড়ামুড়ি] (বিশেষ্য) অস্থিরতাব্যঞ্জক পার্শ্বপরিবর্তন; কাতরতাজনিত ছটফটানি (ঝিঝির কান্দনে রাত্রি ওড়ামুড়ি করে- জসীমউদ্দীন)। {মোড়া, মোড়ামুড়ি √মুড়্ (মোচড় দেওয়া, বাঁকানো)+আ=মোড়ামুড়ি (দ্বিরুক্তিতে)}