ও পৃষ্ঠা ২
- Bengali Word ওকি English definition [ওকি] (অব্যয়) প্রশ্ন বিস্ময় বা ভয়সূচক (ওকি আজ দিল ধরা-রবীন্দ্রনাথ ঠাকুর; ওকি কথা রে- ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ)। {ও+কি<(তৎসম বা সংস্কৃত) কিম্}
- Bengali Word ওকুফ , ওয়াকুফ English definition [ওকুফ্, ওয়াকুফ্] (বিশেষ্য) ১ জ্ঞান; বুদ্ধি (আক্কেল ওকুফ গেল হইল অজ্ঞান-ফকির গরীবুল্লাহ)। ২ বিবেচনা। বে-ওকুফ, বেকুব (বিশেষণ) বুদ্ধিবিবেচনাহীন ব্যক্তি (তোমার মত বে-ওকুফ খুব কমই দেখা যায়; তোমার মত বেকুব আর নাই)। {(আরবি) র্কুফ }
- Bengali Word ওক্ত , ওক্ ত , অক্ত , ওয়াক্ত English definition [ওক্তো, ওক্ত, অক্তো, ওয়াক্ত্] (বিশেষ্য) ১ সময়কাল (এই তরে ভাই ওক্ত খুশীর-কাজী নজরুল ইসলাম)। ২ সুযোগ; উপযুক্ত সময় (কমবক্তি ওক্ত গেল তক্ত যাবে ফাঁক-হেব)। ৩ নির্দিষ্ট সময়-বিশেষত নামাজের সময় (পঞ্চ ওক্ত তুমি সবে নমাজ গুজারি-সৈয়দ সুলতান)। ওক্তিয়া, ওয়াক্তি, ওয়াক্তিয়া (বিশেষণ) নির্ধারিত; সময়ের নির্দিষ্ট ওক্তের (ওক্তিয়া নমাজ মোরা যে পাঁচ ওয়াক্তি নমাজ করি- বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) র্ক্ত}
- Bengali Word ওকড়া English definition [ওক্ড়া] (বিশেষ্য) ক্ষুদ্রাকার গুল্ম বিশেষ বা এর কন্টকময় ফল (ওকড়ার ফল দেয় কেশের ভিতরে-বৃদা)। {(তৎসম বা সংস্কৃত) উৎখনন> উৎখোড়ন>}
- Bengali Word ওখদ English definition ⇒ ঔষধ
- Bengali Word ওখান English definition [ওখান্] (বিশেষ্য) ঐস্থান; নির্দিষ্ট স্থান। □ (ক্রিয়াবিশেষণ) ওখানে। ওখানকার ঐ স্থানের। {ও+খান(<(তৎসম বা সংস্কৃত) স্থান)}
- Bengali Word ওখড়ানো English definition [ওখ্ড়ানো] (বিশেষ্য) উৎপাটন; উম্মূলন। {(তৎসম বা সংস্কৃত) উৎখনন> উৎখোড়ন>উক্খোড়ন>উখড়ন+পিচ্ = উখড়ান}
- Bengali Word ওগএরহ , ওগয়রহ English definition ⇒ ওগায়রা
- Bengali Word ওগর English definition [ওগর্] (বিশেষ্য) চাল ডাল একত্র সিদ্ধ করা খিচুড়ি। {(তৎসম বা সংস্কৃত ) উদ্গিরণ>}
- Bengali Word ওগরন , ওগরনো , ওগরান , ওগরানো , ওগলান , ওগলানো English definition ⇒ উগলানো
- Bengali Word ওগায়রা , ওগয়রহ , ওগএরহ English definition [ওগায়্রা, ওগয়্রহ্, ওগয়্রহ্] (অব্যয়) ইত্যাদি, প্রভৃতি; আর; অন্যান্য (বঙ্গদেশের যশহর ওগএরহের জমিদার-রামরাম বসু)। ওগায়রা-ওগায়রা অব্য ইত্যাদি ইত্যাদি (ওগায়রা-ওগায়রা বয়ান করিলেন-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(আরবি) রগয়্রহ্ }
- Bengali Word ওগো English definition [ওগো] (অব্যয়) সম্বোধন সূচক (ওগো আমার শ্রাবণ মেঘের খেয়াতরীর মাঝি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অসৌ>ও+বাংলা গো; অথবা (তৎসম বা সংস্কৃত ) অঘো}
- Bengali Word ওঘ English definition [ওঘ] (বিশেষ্য) ১ সমূহ; রাশি (ওড় পুষ্প ওঘ জিনি ওষ্ঠের ওজস-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ তরঙ্গ; জলপ্রবাহ। {(তৎসম বা সংস্কৃত) √উচ্> উক্(ক>ঘ)+অ(অঞ্)}
- Bengali Word ওঙ্কার English definition ⇒ ওঁ
- Bengali Word ওচান , ওচানো English definition ⇒ উঁচা
- Bengali Word ওছি , ওছী English definition ⇒ অছি
- Bengali Word ওছিলা English definition ⇒ অসিলা
- Bengali Word ওছিয়ত English definition ⇒ অসিয়ত
- Bengali Word ওজ ১ ( ব্রজবুলি ) English definition [ওজো] (ক্রিয়াবিশেষণ) প্রবল অনুরাগের সঙ্গে; আগ্রহ সহকারে (প্রিয় মুখে সুমুখি চুম্বয়ে ওজ-বিদ্যাপতি)। {( তৎসম বা সংস্কৃত) √ওজ্ + অ(অচ্)}
- Bengali Word ওজ ২ ( প্রাচীন বাংলা ) English definition [ওজো] (বিশেষ্য) পদ্ম; কমল। {(তৎসম বা সংস্কৃত) অব্জ>অবজ>অওজ>ওজ}