ও পৃষ্ঠা ৭
- Bengali Word ওলামা English definition ⇒ উলামা
- Bengali Word ওলামেলা ( মধ্যযুগীয় বাংলা ) English definition [ওলামেলা] (বিশেষ্য) আনাগোনা; মেলামেশা (চতুর দিগের সখিগণে করে ওলামেলা-পূর্ববঙ্গ গীতিকা)। {মেলা, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) ওলা}
- Bengali Word ওলাহন ( মধ্যযুগীয় বাংলা ) English definition [ওলাহন্] (বিশেষ্য) ১ অভিযোগ; দোষারোপ; গঞ্জনা (তুমি যে আমার ঠাঞি কর আগমন। হাতাতেই প্রভু মোরে দেহ ওলাহন-কৃষ্ণদাস কবিরাজ)। ২ খোঁটা (যশোদার ঠাঁই কর দিয়া ওলাহন-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) উপালম্ভন>(প্রাকৃত)উবালহণ> ওলাহন; (তুলনীয়) (হিন্দি) উলাহ্না}
- Bengali Word ওলিমা , ওলীমা English definition ⇒ অলিমা
- Bengali Word ওলো English definition [ওলো] সম্বোধন সূচক (অব্যয়) (ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোমার মত মনের কথা কই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {প্রাকৃত হলা>অলা>বাংলা ওলো}
- Bengali Word ওল্টানো English definition ⇒ উলটানো
- Bengali Word ওশোর English definition [ওশোর্] (বিশেষ্য) দশমাংশ; শষ্যের কর বা ট্যাক্স তোলা (ওশোর তোলা তার রাজ্যে নিষিদ্ধ-আবু জাফর শামসুদ্দীন)। {(আরবি) ‘উশুর }
- Bengali Word ওষধি , ওষধী English definition [ওশোধি] (বিশেষ্য) যে গাছ একবার ফল দিয়েই মরে যায়। {(তৎসম বা সংস্কৃত ) ওষ+√ধা+ই}
- Bengali Word ওষুধ , ওষুধ করা , ওষুধ ধরা English definition ⇒ ঔষধ
- Bengali Word ওষ্ঠ , ঔষ্ঠ্য , ওঠ English definition [ওশ্ঠো, ওউশ্ঠো, ওঠ্] (বিশেষ্য) ১ উপরের ঠোঁট। ২ বাংলায় নিচের বা উপরের যে কোনো ঠোঁট (বুড়ীর দাঁত নড়ে থরথর, ওঠ বেয়ে পড়ে তাম্বুলের রস-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √উষ্+থ(থন্), +য>প্রাকৃত ওট্ঠ, হোঁট>বাংলা ঠোঁট; (হিন্দি) ওঠ}
- Bengali Word ওষ্ঠপুট English definition [ওশ্ঠোপুট্] (বিশেষ্য) মিলিত ওষ্ঠদ্বয় (তৃপ্তির কি স্নিগ্ধ স্পর্শ এখনো লেগে রয়েছে এর শুষ্ক শীতল ওষ্ঠপুটে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ওষ্ঠ+পুট}
- Bengali Word ওষ্ঠব্রণ English definition [ওশ্ঠোব্রোন্] (বিশেষ্য) ওষ্ঠের উপর উদ্গত বিষফোঁড়া। {(তৎসম বা সংস্কৃত ) ওষ্ঠ+ব্রণ}
- Bengali Word ওষ্ঠাগত English definition [ওশ্ঠাগতো] (বিশেষণ) ওষ্ঠের নিকট আগত; প্রায় বহির্গত হওয়ার মতো। ওষ্ঠাগত প্রাণ (বিশেষণ ) ১ মুমূর্ষু; মরমর। ২ অতিষ্ঠ; জর্জরিত। {(তৎসম বা সংস্কৃত) ওষ্ঠ+আগত}
- Bengali Word ওষ্ঠাধর English definition [ওশ্ঠাধর্] (বিশেষ্য) ওষ্ঠ এবং অধর; উপরের ও নিচের ঠোঁট। {(তৎসম বা সংস্কৃত ) ওষ্ঠ+অধর}
- Bengali Word ওষ্ঠ্য , ঔষ্ঠ্য English definition [ওশ্ঠো, ওউশঠো] (বিশেষণ) ওষ্ঠজাত; ওষ্ঠের সাহায্যে উচ্চার্য। □ (বিশেষ্য) ওষ্ঠের সাহায্যে উচ্চার্য বর্ণ (প, ফ, ব, ভ, ইত্যাদি ওষ্ঠ্য)। {(তৎসম বা সংস্কৃত) ওষ্ঠ+য(যৎ),+অ(অণ্)}
- Bengali Word ওস , ওসা English definition [ওশ্/ওশ, ওশা] (বিশেষ্য) শিশির। {(তৎসম বা সংস্কৃত) অবশ্যায়>প্রাকৃত ওসাঅ> বাংলা ওসা; (হিন্দি) ওস}
- Bengali Word ওসা English definition ⇒ ওস
- Bengali Word ওসার English definition [ওশার্] (বিশেষ্য) বিস্তার; চওড়াই; প্রস্থ; পরিসর (বান্ধিব পাতম বস্ত্র দেখিয়া ওসার-সৈয়দ আলাওল )। □ (বিশেষণ) বিস্তৃত; চওড়া। {(তৎসম বা সংস্কৃত) প্রসার>ওসার}
- Bengali Word ওসারা English definition [ওশারা] (বিশেষ্য) বারান্দা। {(তৎসম বা সংস্কৃত) উপশালা>প্রাকৃত ওসারিঅ>বাংলা ওসারা; (তুলনীয়) (হিন্দি) উসারা}
- Bengali Word ওসিরত , ওসিয়তনামা , ওসিয়তি English definition ⇒ অসিয়ত