খ পৃষ্ঠা ১১
- Bengali Word খল্বাট English definition [খল্লাট] (বিশেষণ) ১ টেকো। ২ টাকযুক্ত। ৩ কেশশূন্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্বাট}
- Bengali Word খল্ল English definition [খল্লো] (বিশেষ্য) ১ ওষুধ মাড়ার খল। ২ চামড়া। ৩ গর্ত; খাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খল্+ক্বিপ্>}
- Bengali Word খল্লিকা English definition [খোল্লিকা] (বিশেষ্য) পিঠে ভাজার খোলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল+ক(কন্) +আ(টাপ্)}
- Bengali Word খল্লিট, খল্লীট English definition [খোল্লিট্] (বিশেষণ) মাথায় টাক পড়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √স্খল্+ণিচ্+ত(ক্ত)>; (তৎসম বা সংস্কৃত শব্দ) খল্বাট>খল্লাট>}
- Bengali Word খশ, খশখশ English definition ⇒ খস১ এবং খসখস১
- Bengali Word খস ১, খস ১ English definition [খশ্] (অব্যয়) ১ শুষ্ক বস্ত্র বা পত্রাদির শব্দ। ২ পাখের কলম দ্বারা দ্রুত লেখার শব্দ। ৩ খসে পড়ার শব্দ। খসখস১ (অব্যয়) ১ শুষ্ক কাপড়; গাছের পাতা প্রভৃতির ঘর্ষণের শব্দ। ২ পাখের কলম দ্বারা দ্রুত নিখবার শব্দ। খসখসানি (বিশেষ্য) শুষ্ক বস্ত্র পত্রাদির ঘর্ষণজনিত শব্দ। খসখসে (বিশেষণ) ১ অসমৃণ; কর্কশ। ২ শুষ্ক। (ধ্বন্যাত্মক}
- Bengali Word খস ২, খশ ২ English definition [খশ্] (বিশেষ্য) ১ খোস; পাঁচড়া; চুলকানি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+√সো + অ(অচ্)}
- Bengali Word খসই English definition (ব্রজবুলি) [খশোই] (অসমাপিকা ক্রিয়া) খসে; স্খলিত হয়ে (খসই পড়ু পায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্খলতি> (বর্ণবিপর্যয়ে ও বর্ণলোপে) খসতি>খসই}
- Bengali Word খসখস ১ English definition ⇒ খস১
- Bengali Word খসখস ২ English definition [খশ্খশ্] (বিশেষ্য) গন্ধতৃণবিশেষ; বেণার মূল; উশীর। {(ফারসি) খস}
- Bengali Word খসত English definition (ব্রজবুলি) [খসত] (ক্রিয়া) খুলে ও খসে যায়। □ (বিশেষণ) স্খলিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্খলতি/স্খলিত>}
- Bengali Word খসম English definition [খসম্] (বিশেষ্য) স্বামী; পতি (মা-বাপের পুছ না কইরে নিজে খসম লয়-পূর্ববঙ্গ গীতিকা)। {(আরবি) খসম}
- Bengali Word খসরু English definition [খস্রু] (বিশেষ্য) বাদশাহ; রাজা। {(ফারসি) খুসরু}
- Bengali Word খসল English definition [খশল] (ব্রজবুলি) (ক্রিয়া) স্খলিত হলো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √স্খলিত>}
- Bengali Word খসলত English definition [খস্লত্] (বিশেষ্য) অভ্যাস; স্বভাব; বৈশিষ্ট্য (অন্য দেশকে তোমরা বুঝতে চাও না এই তোমাদের এক খসলত)। {(আরবি) খসলাত}
- Bengali Word খসা English definition [খশা] (ক্রিয়া) ১ স্খলিত হওয়া; খুলে পড়ে যাওয়া। ২ বাঁধন শিথিল হয়ে পড়া; খুলে যাওয়া (কাপড় খসা)। ৩ ধসে যাওয়া (ইট খসা)। ৪ বের হওয়া; নির্গত হওয়া (মুখ থেকে কথা খসা)। ৫ খরচ হওয়া (এ ব্যাপারে গাঁট থেকে অনেক খসেছে)। ৬ দল ছেড়ে যাওয়া; সরে পড়ে (খসে পড়া)। ৭ ঝরা (একটি ফুল খসে পড়ল)। ৮ মারা যাওয়া। ৯ উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) বিচ্যুত; স্খলিত। খসে পড়া (ক্রিয়া) পালিয়ে যাওয়া; সম্পর্ক না রাখা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √স্খল্+ (বাংলা) আ; আদিবর্ণলোপে}
- Bengali Word খসাওল English definition (ব্রজবুলি) [খশাওল] (ক্রিয়া) খুলে ফেলল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √স্খল্> (বাংলা) √খসা>}
- Bengali Word খসানো English definition [খশানো] (ক্রিয়া) ১ খুলে ফেলা; খসিয়ে ফেলা। ২ স্খলিত করা; বিচ্যুত করা। ৩ পৃথক করা; সরানো। ৪ খরচ করানো। □ (বিশেষণ) উক্ত অর্থে। {খসা+আনো}
- Bengali Word খসড়া English definition [খশ্ড়া] (বিশেষ্য) ১ মুসাবিদা; নকশা; draft। ২ পাণ্ডলিপি। ৩ দৈনিক সাধারণ হিসাব কিতাব। {(আরবি) খুসবাহ}
- Bengali Word খসয়ে English definition [খশয়ে] (ব্রজবুলি) (ক্রিয়া) খসে পড়ে; স্খলিত হয়ে পড়ে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √স্খল্, (তুলনীয়) (হিন্দী) খস্না}