খ পৃষ্ঠা ১৪
- Bengali Word খাকছার, খাকসার English definition [খাক্ছার, খাকসার] (বিশেষ্য) ১ ধুলামাটি তুল্য দীন সেবক (এরাই মানবজাতির খাদেম, ইহারাই খাকসার-(কাজী নজরুল ইসলাম))। ২ আল্লামা মাশরেকি কর্তৃক প্রবর্তিত মুসলিম রাজনৈতিক দলবিশেষ। □ (বিশেষ্য), (বিশেষণ) অকিঞ্চন; অধম; বিনয়াবনত। {(ফারসি) খাকসার}
- Bengali Word খাকতি, খাক্তি English definition [খাক্তি] (বিশেষ্য) ন্যূনতা; অভাব; ঘাটতি (ঘরে কি আমাদের টাকার খাক্তি পড়েছে?-কাজী আফসারউদ্দীন)। {খাঁকতি>}
- Bengali Word খাকদর-খাক English definition [খাক্দর্খাক্] ১ (বিশেষণ) অতি বিনীত; তুচ্ছাতিতুচ্ছ। {(ফারসি) খাকদর-খাক}
- Bengali Word খাকসার English definition ⇒ খাকছার
- Bengali Word খাকান English definition [খাকান্] (বিশেষ্য) সম্রাট। {(তুলনীয়) খাকান}
- Bengali Word খাকার English definition ⇒ খাঁকার
- Bengali Word খাকি ১, খাকী English definition [খাকি] (বিশেষণ) ঘোর বাদামি রঙের; মেটে রঙের; পাংশু বর্ণ; কপিশ বর্ণ। □ (বিশেষ্য) ১ খাকি রঙের জামা; সামরিক পোশাক বিশেষ (বুকের খাকী কখনও ভীত-সংকোচে আন্দোলিত হতে থাকে-(কাজী নজরুল ইসলাম))। ২ মাটি থেকে প্রস্তুত অর্থাৎ মানুষ (নুরীই হউক; খাকীই হউক সবারি ভাই এক স্বভাব-গোলাম মোস্তফা)। {(ফারসি) খাকী}
- Bengali Word খাকি ১, খাগি English definition [খাকি, খাগি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (মেয়েলি ভাষায় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে গালিরূপে ব্যবহৃত) খাদিকা; ভক্ষণকারিণী (চোখখাকি)। গতরখাকি (বিশেষ্য) ১ অত্যন্ত অলস নারী। ২ দেহের অসুস্থতায় নড়াচড়া করতে অক্ষম স্ত্রীলোক। ৩ গালিবিশেষ। চোখখাকি (বিশেষণ) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চোখ খেয়েছে এমন; দৃষ্টিহীনা। নিখাকি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কিছু খায় না এমন। ভাতারখাকি (বিশেষণ) পতিহন্ত্রী; স্বামীর মৃত্যুর জন্য দায়ী; ভর্ৎসনাবিশেষ। খেকো, খেগো (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাদিকা>খাইকা>খাকি}
- Bengali Word খাকিনী English definition [খাকিনি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ভক্ষণকারিণী। ২ ((আলঙ্কারিক)) যে সমস্ত বস্তুকে ধুলায় পরিণত করে অর্থাৎ মাটি করে এমন; সর্বগ্রাসিনী (পাপিনী খাকিনী কাকে দয়া নাহি করে-কাজী দৌলত)। {(ফারসি) খাক+(বাংলা) (স্ত্রীলিঙ্গ) ইনী}
- Bengali Word খাকী English definition ⇒ খাকি
- Bengali Word খাক্তি English definition ⇒ খাকতি
- Bengali Word খাকড়ানো, খাঁকড়ানো English definition [খাক্ড়ানো, খাঁকড়ানো] (ক্রিয়া) ১ ঝিনুক দিয়ে কড়কড় বা খড় খড় করে দুধের বা তরকারির হাঁড়ি চাঁছা। ২ ইঙ্গিতপূর্ণ কণ্ঠধ্বনি করা। {খাঁকার+আনো}
- Bengali Word খাকড়ি, খাঁকড়ি English definition [খাক্ড়ি, খাঁকাড়ি] (বিশেষ্য) হাঁড়িতে লেগে থাকা দুধ ইত্যাদির প্রায় পুড়ে যাওয়া অংশ; দুধের চাঁচি। {(ফারসি) থাক্+ (বাংলা) ড়ি}
- Bengali Word খাগ, খাক ২ English definition [খাগ্, খাক্] (বিশেষ্য) ১ নল; খাগ; শর (খাগের কলম বাগিয়ে হাতে-সত্যেন্দ্রনাথ দত্ত; তাহাদের খাকের কলম-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ খাগের কলম; নল-খাগড়ার কলম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়্গ>খগ্গ>খাগ (খাড়্গাকৃতি অর্থে)}
- Bengali Word খাগি English definition ⇒ খাকি
- Bengali Word খাগড়া English definition [খাগ্ড়া] (বিশেষ্য) ১ নলজাতীয় দীর্ঘ ঘাস বা শর (খাগড়ার কলম)। ২ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত কাঁসার জিনিসের জন্য প্রসিদ্ধ স্থানবিশেষ। ৩ চিনির সিরায় খই মিশিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। খাগড়াই (বিশেষণ) খাগড়া নামক স্থানে প্রস্তুত (খাগড়াই বাসন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়্গ>খগ্ড়>(বর্ণ বিপর্যয়ে) খাগড়া}
- Bengali Word খাঙ্গরা English definition ⇒ খ্যাংরা
- Bengali Word খাচরা, খাচড়া, খ্যাচড়া English definition [খাচ্রা, খাচড়া, খ্যাচড়া] (বিশেষণ) (অশিষ্ট) খারাপ স্বভাবের লোক; দুষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খচর>খচ্চর>খাচর+আ}
- Bengali Word খাচ্চোর English definition [খাচ্চোর] (অশিষ্ট) ১ গালাগালি বিশেষ; তিরস্কারসূচক শব্দ। ২ চোর; শঠ; প্রতারক। ৩ দুষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাদ্য(?) অথবা ক্ষুদ্র(?)>+চোর}
- Bengali Word খাজনা, খাজানা, খাযনা English definition [খাজ্না, খাজানা, খাজ্না] (বিশেষ্য) ১ রাজ; সরকার বা ভূম্যধিকারীকে দেয় কর বা শুল্ক; রাজস্ব; ভূমিকর (তাই সে যখন তলব করে খাজানা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধনাগার; খাজাঞ্চিখানা। খাজনা-খানা (বিশেষ্য) কোষাগার; খাজাঞ্চিখানা; খাজানা জমা রাখার স্থান (দক্ষিণমুখে বাহির হইবার মাত্রেই যে দ্বার পাইবা তাহার মধ্যে খাজানা-খানা-রামরাম বসুরাম বসু)। {(আরবি) খাজানাহ}