খ পৃষ্ঠা ১২
- Bengali Word খাঁ ১, খান ১ English definition [খাঁ, খান্] (বিশেষ্য) পাঠানদের উপাধি; মুসলিমদের সম্মানসূচক উপাধিবিশেষ; সুলতান বা বাদশাহ কর্তৃক (হিন্দুকে) প্রদত্ত উপাধিবিশেষ (যশোরাজ খান, গুণরাজ খাঁ)। খাঁসাহেব, খাঁবাহাদুর (বিশেষ্য) ইংরেজ আমলে সরকার কর্তৃক মুসলমানদের প্রদত্ত সম্মানসূচক উপাধি। {(ফারসি) খাকান; (তুর্কি) কাকান}
- Bengali Word খাঁ ২, খান ২ English definition [খাঁ, খান্] (বিশেষ্য) অভিজ্ঞ; জ্ঞানী; পাঠক; -বিদ (মওলদ-খাঁ; ইংরেজি খাঁ=রাজ)। {(ফারসি) খাঁ}
- Bengali Word খাঁই English definition [খাঁই] (বিশেষ্য) ১ লোভ; আকাঙ্ক্ষা। (বিশেষ্য) ২ দাবি; চাহিদা; demand (আপোষে নারাজ নহে তবে খাঁই অনেক-মীর মশাররফ হোসেন)। খাঁই করা (ক্রিয়া) দাবি করা বা আকাঙ্ক্ষা করা। খাঁই খাঁই করা (ক্রিয়া) বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করা; পাওয়ার জন্য লালায়িত হওয়া। খাঁই মেটা (ক্রিয়া) লালসা পূর্ণ হওয়া; আকাঙ্ক্ষা পূরণ হওয়া। খাঁও (প্রাচীন বাংলা) (ক্রিয়া) খাঁই (তোর বাপর খাঁও না তোর রাজার বাপর খাঁও-মাগা)। {(ফরাসি) খাহিশ}
- Bengali Word খাঁকতি, খাঁক্তি English definition [খাঁক্তি] (বিশেষ্য) ১ কমি; ঘাটতি; অভাব; অপ্রতুলতা; অনটন (অন্যান্য প্রকরণেরও কোনো খাঁকতি হল না-সৈয়দ মুজতবা আলী)। ২ লোভ; খাঁই (দল ভাঙ্গা ও টাকার খাঁক্তিতে মনমরা হয়ে পড়বে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {খাঁক (অভাব)+তি}
- Bengali Word খাঁকার, খাঁকারি, খাঁখার, খাকার English definition [খাঁকার, খাঁকারি, খাঁখার্, খাকার] (বিশেষ্য) ১ গলা ঝাড়ার শব্দ; কৃত্রিম কাশি; নিজের আগমন বা অস্তিত্ব জানানোর জন্য শব্দ করা (সাধুর বেটী পাড়া পড়শী জাগাইল তিন কাঁকার গলা শানাইয়া; মায়ের দুয়ারে গিয়া ধাক্কা দিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ কলঙ্ক; দুর্নাম; অখ্যাতি (রাজবংশে রাখিলেক কুলের খাঁকার-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঝঙ্কার>; (হিন্দী) খাঁখার>}
- Bengali Word খাঁখাঁ, খাখা, খাঁখা English definition [খাঁখাঁ, খাখা, খাঁখা] (অব্যয়) ১ শূন্যতা প্রকাশ (তাহার জমি শ্মশানের ন্যায় খাঁখা করিতেছে-এআ)। ২ ব্যাকুল ভাব (মন খাঁ খাঁ করা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খাঁখার English definition ⇒ খাঁকার
- Bengali Word খাঁচ English definition ⇒ খাঁজ
- Bengali Word খাঁচা English definition [খাঁচা] (বিশেষ্য) ১ পিঞ্জর (পাখির খাঁচা)। ২ পিঞ্জরের ন্যায় ঘর বা খোপ (মুরগির খাঁচা)। ৩ অস্থিপঞ্জর (বুকের খাঁচা)। ৪ খাদ্যদ্রব্য ঢেকে রাখার শলাকা-নির্মিত আবরণ বা ঢাকনি। ৫ কাঠামো। খাঁচা ছাড়া (বিশেষণ) পিঞ্জর-ত্যাগী (আমার প্রাণ যে খাঁচাছাড়া-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঞ্চিকা> খন্চিআ>খাঁচা; (ফারসি) খাঞ্চ}
- Bengali Word খাঁচি English definition [খাঁচি] (বিশেষ্য) দেখতে খাঁচার ন্যায় এরূপ টুকরি; তরকারি ধোয়ার জন্য এক প্রকার টুকরি। {খাঁচা+হ্রস্বার্থে ই=খাঁচি}
- Bengali Word খাঁজ, খাঁচ English definition [খাঁজ্, খাঁচ্] (বিশেষ্য) ১ রেখা। ২ ভাঁজ। ৩ ইষ্টকাদির জোড়ের মুখের ফাঁক। ৪ বের হয়ে থাকা অংশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাদ>}
- Bengali Word খাঁট English definition [খাঁট্] (বিশেষণ) শঠ; প্রতারক; দুষ্টপ্রকৃতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>খন্ট>খাঁট}
- Bengali Word খাঁটি ১, খাঁটী English definition [খাঁটি] (বিশেষণ) ১ নির্ভেজাল; বিশুদ্ধ (খাঁটি দুধ)। ২ অকৃত্রিম; অকপট (খাঁটি ভালোবাসা)। ৩ আসল; প্রকৃত (তোমার মনের খাঁটি ভাবটা কী?}। ৪ সত্যপরায়ণ; ন্যায়বান (খাঁটি লোক)। ৫ মূল্যবান; সারগর্ভ; সত্য (খাঁটি কথা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) অখণ্ড>; (হিন্দী) খড়া}
- Bengali Word খাঁটি ২ English definition [খাঁটি] (বিশেষ্য) চোয়ানো বা দেশি মদ (বেটা খাঁটির খদ্দের, শ্যাম্পেনের গুণাগুণ তুই কি জানিস- প্রথম চৌধুরী)। {(ইংরেজি) country}
- Bengali Word খাঁদা, খেঁদা English definition [খাঁদা, খ্যাঁদা] (বিশেষণ) ১ বোঁচা; থ্যাবড়া; চ্যাপটা (এ জন্যই চীনদেশে খাঁদা নাকের আদর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ বোঁচা; থ্যাবড়া বা চ্যাপটা নাকবিশিষ্ট। (বিশেষণ) খাঁদি, খেঁদি (স্ত্রীলিঙ্গ)। খাঁদা-বোচা (বিশেষণ) ১ নাক-মুখের রেখা সুস্পষ্ট বা তীক্ষ্ণ নয় এরূপ (খাঁদি বুঁচিরা রূপের রাজ্যে অপাঙ্ক্তেয়)। ২ (আলঙ্কারিক) নির্লজ্জ; নাক-কান-কাটা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুদ্র>}
- Bengali Word খাঁড় English definition [খাঁড়্] (বিশেষ্য) শক্ত দানাদার গুড়; খণ্ড। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>খন্ড>খাঁড়}
- Bengali Word খাঁড়া English definition [খাঁড়া] (বিশেষ্য) খড়্গ; খাণ্ডা (মরার পরে মারবে খাঁড়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। মরার উপর খাঁড়ার ঘা-দুঃখের উপর আরো দুঃখ প্রদান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়্গ>খন্ড>খাঁড়া; (প্রাকৃত) খণ্ডু>}
- Bengali Word খাঁড়াতি English definition [খাঁড়াতি] (বিশেষ্য) যে খাঁড়া দিয়ে পশু বলি দেয়। {খাঁড়া+তি}
- Bengali Word খাঁড়ি ১, খাড়ি English definition [খাঁড়ি, খাড়ি] (বিশেষ্য) নদী সাগর বা খালের সংকীর্ণ অংশ বা শাখা; নদীর মোহনা; সাগর-সঙ্গম; যে সংকীর্ণ জলধারা স্থলভাগে প্রবেশ করেছে তা (বিকেল বেলা নিভে যায় নদীর খাড়িতে-জীবনানন্দ দাশ)। {খাল>খাইল>খালি>}
- Bengali Word খাঁড়ি ২ English definition [খাঁড়ি] (বিশেষণ) গোটা; আস্ত; আভাঙা (খাঁড়ি মুসুরী-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) অখণ্ডিত>অখন্ডি>খনডি>খাঁড়ি, (তুলনীয়) (হিন্দী) খরি}