খ পৃষ্ঠা ১৫
- Bengali Word খাজা খিজির English definition ⇒ খিজির
- Bengali Word খাজা ১, খাজা English definition [খাজা] (বিশেষ্য) ১ প্রভু (খাজা! তোমার দরবারে মোর একটি শুধু আর্জী এই-(কাজী নজরুল ইসলাম))। ২ মুসলমানদের উপাধিবিশেষ (খাজা নাজিমুদ্দীন)। {(ফারসি) খাজাহ}
- Bengali Word খাজা ২ English definition [খাজা] (বিশেষ্য) ময়দার তৈরি মিষ্টান্নবিশেষ। □ (বিশেষণ) ১ কচকচে; খাস্তা (তাঁর বিধবা পিসীর জন্যে একটি খাজা কোয়াওলা কাঁটাল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ (আলঙ্কারিক) নিরেট মূর্খ; অপদার্থ; অত্যন্ত কাঁচা; নিতান্ত অনভিজ্ঞ (খাজা লোক)। {স, খাদ্য> (প্রাকৃত) খজ্জ>খাজা}
- Bengali Word খাজাঞ্চি, খাজাঞ্চী English definition [খাজান্চি] (বিশেষ্য) ১ কোষাধ্যক্ষ; খাজনার বা রাজকরের অধ্যক্ষ; treasurer (খাজাঞ্চী নিযুক্ত হৈলা বিবেচনা করি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ যে কর্মচারী মফস্বলের খাজনার চালান প্রভৃতি বুঝে নেয় এবং জমা-খরচের হিসাব রাখে। খাজাঞ্চিখানা (বিশেষ্য) ১ খাজাঞ্চির অফিস। ২ ধনাগার; কোষাগার; treasury। {(তুর্কি) খজান্চী}
- Bengali Word খাজানা English definition ⇒ খাজনা
- Bengali Word খাজারি English definition [খাজারি] (বিশেষ্য) ইটের এক প্রকার গাঁথুনি; ইট খাড়াভাবে দাঁড় করিয়ে গাঁথুনি। {⇒ খাদরি}
- Bengali Word খাজিক English definition (বিশেষ্য) খই। {(আঞ্চলিক)}
- Bengali Word খাজুর English definition ⇒ খেজুর
- Bengali Word খাঞ্চা English definition [খান্চা] (বিশেষ্য) খাঁচা; পিঞ্জর। {(তুলনীয়) (ফারসি) খাঞ্চা (তৎসম বা সংস্কৃত শব্দ) কঞ্চিকা}
- Bengali Word খাঞ্চা ১, খান্চা English definition [খানচা] (বিশেষ্য) কাঠের বড়ো থালা; খঞ্চা; বারকোশ; tray (একটা বাঁদী নাশতার খাঞ্চা লইয়া আসিল- কাজী ইমদাদুল হক)। {(ফারসি) খ্বান্চহ}
- Bengali Word খাঞ্চাপোশ English definition [খান্চাপোশ্] (বিশেষ্য) খাঞ্চা ঢাকার গিলাফ (খাঞ্চাপোশের প্রান্তে লালগোলাব-ফররুখ আহমদ)। {(ফারসি) খাঞ্চা+(ফারসি) পোম}
- Bengali Word খাঞ্জা খাঁ, খান্জা খাঁ English definition [খান্জা খাঁ] (বিশেষ্য) ১ খান জাহান আলী খাঁ নামক দক্ষিণবঙ্গের নবাব (খানজা খাঁ শেষে ঘরে ফিরে গেলেন সোজাসুজি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (ব্যঙ্গার্থ) খান জাহান খানের মত দিল-দরিয়া ও নবাবি চালচলন বিশিষ্ট লোক (যেন নবাব খাঞ্জা খাঁ)।
- Bengali Word খাট ১ English definition ⇒ খাটো
- Bengali Word খাট ২ English definition [খাট্] (বিশেষ্য) পালঙ্ক; পর্যঙ্ক; খাটিয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্বা>}
- Bengali Word খাটনি, খাটুনি, খাটুনী English definition [খাট্নি, খাটুনি, খাটুনী] (বিশেষ্য) ১ শ্রম; পরিশ্রম; মেহনত (হেই হেই পাটনি। রাত জাগা খাটুনী- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ প্রয়াস; চেষ্টা। খাটুনে, খাটুন্তে, খাটুনিয়া (বিশেষ্য) শ্রমিক; মজুর। □ (বিশেষণ) পরিশ্রমী; খাটিয়ে। {√খাট্+উনি}
- Bengali Word খাটলি, খাটুলি English definition [খাট্লি, খাটুলি] (বিশেষ্য) ১ ক্ষুদ্র খাট। ২ মড়ার খাট। খাটলিতে চাপা (ক্রিয়া) মৃতদেহরূপে শেষকৃত্যের জন্য বাহিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্বা+ (বাংলা) অলি, উলি}
- Bengali Word খাটা ১ English definition [খাটা] (ক্রিয়া) ১ শ্রম করা; পরিশ্রম করা; মেহনত করা (বাগানের কাজে খাটা)। ২ মানানো; উপযুক্ত বা সঙ্গত হওয়া (এ জামাটা ওর গায়ে খাটে না; কথাটা এখানে খাটে না)। ৩ কাজ করা (কামলা খাটছে)। ৪ স্থাপন করা (তাঁবু খাটানো)। ৫ নির্দিষ্ট কাজে নিয়োগ করা (ভাড়া খাটা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) খাটে এরূপ; খাটবার উপযুক্ত (খাটা দেহে কাটো ধুতি-লজ্জা কিবা তায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। খাটা খাটি (বিশেষ্য) অনেক পরিশ্রম; বেশ পরিশ্রম। খাটানো (ক্রিয়া) ১ মেহনত বা পরিশ্রম করানো। ২ কাজ করানো (মজুর খাটানো)। ৩ নিয়োগ করা (লোক খাটানো)। ৪ প্রয়োগ, বিনিয়োগ বা ব্যবহার করা (বুদ্ধি খাটানো, টাকা খাটানো)। ৫ টাঙানো (মশারি খাটানো)। ৬ স্থাপন করা (তাঁবু খাটানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। খাটানো পায়খানা (বিশেষ্য) যে পায়খানার মল পরিষ্কার করার জন্য মেথর খাটানো হয়; service latrine। খাটুনে, খাটুন্তে (বিশেষণ) শ্রমশীল। খেটে খুটে অক্রি পরিশ্রম করে; কষ্ট করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খষ্ট> (প্রাকৃত) কট্ঠ>কাট্ঠ> (বাংলা) কাট+আ}
- Bengali Word খাটা ২ English definition ⇒ খাট্টা
- Bengali Word খাটাশ, খাটাস English definition [কাটাশ্] (বিশেষ্য) ১ জন্তুবিশেষ, যা গায়ের গন্ধের জন্য বিখ্যাত; pole cat। ২ নোংরা স্বভাব ব্যক্তির প্রতি প্রযুক্ত গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্টাশ>}
- Bengali Word খাটিয়া English definition [খাটিয়া] (বিশেষ্য) ক্ষুদ্র খাট, সাধারণত যা দড়ি দিয়ে ছাওয়া হয় (বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে-( জসীমউদ্দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্বিকা>খট্টিআ>খাটিয়া}