খ পৃষ্ঠা ১৭
- Bengali Word খাদন English definition [খাদোন্] (বিশেষ্য) ১ আহার; ভোজন। ২ পণ্যাদির ভোগ; কাটতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+অন(ল্যুট্)}
- Bengali Word খাদরি English definition [খাদ্রি] (বিশেষ্য) ইটের গাঁথুনি বা সাজানোর রীতি বিশেষ। ইট শায়িতভাবে না পেতে প্রস্থের দিকে খাড়া রেখে কোনাকুনিভাবে পরপর সাজানো গাঁথুনি; খাজারি গাঁথুনি (একটা ফটকের মাঝ দিয়ে ইটের খাদরি করা চওড়া একটা রাস্তা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {খাদ+রি}
- Bengali Word খাদা ১, খান্দা English definition [খাদা, খান্দা] (বিশেষ্য) ১ জমির পরিমাণবিশেষ; ষোলো বিঘা (তালুকদার সাহেবের খামারের তিন খাদা জমি -নজিবর রহমান; দশ খান্দা জমি রূপার-(জসীমউদ্দীন))। ২ গর্ত; খাদ। {(আরবি) খদ্দ}
- Bengali Word খাদা ২ English definition [খাদা] (বিশেষ্য) ১ পাথর বা কাষ্ঠনির্মিত গামলা জাতীয় পাত্র। {কদ্হ্}
- Bengali Word খাদাবাড়ি English definition [খাদাবাড়ি] (বিশেষ্য) বসতবাড়ি; খানাবাড়ি (এটা কলুর বাড়ি কি গয়লাবাড়ি কিম্বা পুলিশের খাদাবাড়ি তা বোঝা যাচ্ছে না- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {খাদা+বাড়ি}
- Bengali Word খাদাড়ি English definition [খাদাড়ি] (বিশেষ্য) লবণ প্রস্তুত করার কারখানা; খালাড়ি; খালারি। {(ফারসি) খালরী}
- Bengali Word খাদি ১ English definition ⇒ খদ্দর
- Bengali Word খাদি ২ English definition [খাদি] (বিশেষণ) ভক্ষক; খাদক (নরখাদি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+ (বাংলা) (ইংরেজি)}
- Bengali Word খাদিত English definition [খাদিতো] (বিশেষণ) খাওয়া হয়েছে এমন; ভক্ষিত। খাদিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+ত(ক্ত)}
- Bengali Word খাদিম English definition ⇒ খাদেম
- Bengali Word খাদির English definition [খাদির্] (বিশেষণ) ১ খদির সংক্রান্ত। ২ খদির কাষ্ঠবির্মিত। □ (বিশেষ্য) খয়ের। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খদির + অ(অণ্)}
- Bengali Word খাদুন English definition [খাদুন্] (বিশেষ্য) মাছ ধরার যন্ত্রবিশেষ। (মাছ ধরিবার লাগি; সাঁঝের বেলায় খাদুন দোহার গেছে তারা পেতে রাখি- বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+ (বাংলা) উন}
- Bengali Word খাদেম, খাদিম English definition [খাদেম্, খাদিম] (বিশেষ্য) ১ যে খেদমত করে; সেবক; ভৃত্য (খাদেম গেরদায় ঠেস দিয়া দোকানে বসিল-নজিবর রহমান)। ২ সেবাইত (দরগার খাদেম)। ৩ চিঠিপত্রের শেষে অনেক সময়ে বিনয় প্রকাশার্থ নামের পূর্বে খাদেম লেখা হয়। খাদেমদার (বিশেষ্য) খাদ্য পরিবেশক। খাদেমদারি (বিশেষ্য) খাদ্য পরিবেশন। খাদেমা, খাদিমা (বিশেষ্য) ১ সেবিকা; পরিচারিকা। ২ উপপত্নী। {(আরবি) খাদিম্}
- Bengali Word খাদ্য English definition [খাদ্দো] (বিশেষ্য) ১ আহার্য বস্তু; ভোজ্য দ্রব্য; খাবার। □ (বিশেষণ) খাওয়ার যোগ্য; ভক্ষ্য। খাদ্য খাদক সম্বন্ধ -একে অপরের ক্ষতিমূলক অপকার করতে চায় এরূপ সম্পর্ক; প্রবল বৈরীভাব। খাদ্যনালি (বিশেষ্য) যে অন্ত্রপথে খাদ্যদ্রব্য পরিপাকের জন্য পরিবাহিত হয়; food canal। খাদ্যপ্রান (বিশেষ্য) খাদ্যবস্তুতে বিদ্যমান পদার্থ যা জীবনীশক্তি বর্ধন করে; vitamin। খাদ্যশস্য (বিশেষ্য) খাওয়ার ফসল প্রভৃতি; কৃষিজাত আহার্য দ্রব্যাদি; আনাজ; food grain। খাদ্যাখাদ্য (বিশেষ্য) খাওয়ার যোগ্য বা অযোগ্য বস্তু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+য(ণ্যৎ); খাদ্য+অখাদ্য; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word খাদ্যাভাব English definition [খাদ্দাভাব্] (বিশেষ্য) দুর্ভিক্ষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাদ্য+অভাব; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word খান বাহাদুর English definition ⇒ খাঁ
- Bengali Word খান সাহেব English definition ⇒ খাঁ
- Bengali Word খান ২, খানা English definition [খান্, খানা] (বিশেষণ) ১ টুকরা; খণ্ড (একখানা কাপড়; একখানা দিলে -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সংখ্যা (তিনখান কাপড়)। খানখান (অব্যয়) টুকরা টুকরা; খণ্ড খণ্ড (পেয়ালাটা ভাঙিয়া খান খান হইল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>}
- Bengali Word খান ৩ English definition ⇒ খাঁ
- Bengali Word খানকা, খানকাহ English definition [খান্কা, খান্কাহ্] (বিশেষ্য) ১ বৈঠকখানা (পুরানো সেই খানকা এখন মলিন মুখে কাটায় দিন-গোলাম মোস্তফা)। ২ পীরের আস্তানা (পরিবাগের খানকা শরিফ)। {(ফারসি) খানগাহ্; (ফারসি) খানকাহ}