খ পৃষ্ঠা ২২
- Bengali Word খারেজি, খারেজী English definition [খারেজি] (বিশেষণ) সরকারি শিক্ষা ব্যবস্থা বহির্ভূত; দেওবন্দের নেসাব বা পাঠ্য তালিকা অনুসারে পরিচালিত (একটি খারেজী মাদ্রাসা চলিয়া আসিতেছিল -আবুল মনসুর আহমদ)। {(আরবি) খারিজী}
- Bengali Word খারেজিন, খারিজীন English definition [খারেজিন্, খারিজীন] (বিশেষ্য) সমাজ বা ধর্ম থেকে বহিষ্কৃত ব্যক্তিবৃন্দ (রোয়েওয্যা হোবল্ ইবলিস খারেজিন -(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) একব খারিজী, বহুব খারিজীন}
- Bengali Word খারেদজ্জাল English definition [খারেদজ্জাল্] (বিশেষ্য) প্রবল উৎপীড়ক যার বাহন গর্দভ। □ (বিশেষণ) প্রবল অত্যাচারী। {(আরবি) খর + দজ্জাল}
- Bengali Word খাল ১ English definition [খাল্] (বিশেষ্য) ১ গর্ত; খানা; কাত; গহ্বর; নিম্নভূমি। ২ ডোবা। ৩ পরিখা; নালা; প্রণালি; canal। খাল কেটে কুমির আনা (ক্রিয়া) বাইরের বিপদ ঘরে আনা; বিপদ বা সর্বনাশ ডেকে আনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাত>}
- Bengali Word খাল ২, খাইল English definition [খাল্, কাইল্] (বিশেষ্য) ১ চামড়া; ছাল (দাঁতে টুটি কেটে খালখানা তার ফেলাই ফেড়ে-মোহিতলাল মজুমদার)। ২ খিল; শরীরের আড়ষ্টভাব (কোমরে খাল ধরা); cramp। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল>খালি>খাইল}
- Bengali Word খালই, খালই English definition ⇒ খালুই
- Bengali Word খালকাত English definition [খাল্কাত্] (বিশেষ্য) সৃষ্টি; জনতা। {(আরবি) খিলকত}
- Bengali Word খালসা ১ English definition [খাল্শা] (বিশেষ্য) গুরুগোবিন্দের অনুসারী শিখ সম্প্রদায়। □ (বিশেষণ) অকৃত্রিম; বিশুদ্ধ; খাঁটি; পবিত্র। {(আরবি) খালিস}
- Bengali Word খালসা ২, খালিসা English definition [খাল্শা, খালিশা] (বিশেষ্য) ১ সরকারি রাজস্ব বিভাগের দপ্তর (হুকুম হইলে কর্জদান করিয়া গোলাম এ টাকা খালিসা দাখিল করে-রামরাম বসু)। ২ খাসমহল। ৩ প্রধান রাজস্ব আদালত (উহা পাৎশাহী সরকারের খালসাহ-গোপাল হালদার)। {(আরবি) খালিসাহ}
- Bengali Word খালা English definition [খালা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মাতার ভগিনী; মাসি। খালাতো মাসি। খালাতো বিণ। খালাতো ভাই (বিশেষ্য) খালার পুত্র; মাসতুতো ভাই। খালু (পুংলিঙ্গ)। {(আরবি) খালাহ}
- Bengali Word খালাস, খলাস English definition [খালাশ্, খলাস] (বিশেষ্য) ১ ছাড়; মুক্তি (কাল সন্ধ্যা বেলা জেল হইতে খালাস পাইয়াছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রেহাই; নিষ্কৃতি; অব্যাহতি (শ্যামলাল একটু ধমক খাইয়াই খালাস পাইল-সুকুমার রায়)। ৩ প্রসব। ৪ ছাড়ানো (ভি. পি. খালাস)। ৫ বিযুক্ত; বিরত (ধন হন্তে মন যদি করিল খালাস-সৈয়দ আলাওল)। ৬ খালি; শূন্য (গুদাম খালাস করা)। ৭ শেষ; খতম। ৮ মুক্ত; উদ্ধার (আপনাকে কয়েদ হতে খালাস করব-মীর মশাররফ হোসেন)। ৯ কারামুক্তি; বন্ধন মোচন (খালাসের চেষ্টা করিতে প্রবর্ত হইল-রাজশেখর বসু (পরশু))। □ (বিশেষণ) ১ দায়মুক্ত (মা তো বলে খালাস- রাব; তুমি তো আমার ঘাড়ে চাপিয়েই খালাস হলে-মীর মশাররফ হোসেন)। ২ ভারমুক্ত (আমি সরল ভাষায়, সকল কথা বলিয়া খালাস-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। খালাসপত্র (বিশেষ্য) ছাড়পত্র; মুক্তি পত্র; মুক্তি নির্দেশক পত্র। {(আরবি) খালাস}
- Bengali Word খালাসি, খালাসী English definition [খালাশি] (বিশেষ্য) জাহাজাদিতে মাল খালাসের জন্য নিযুক্ত শ্রমিক (ঠেলা জাহাজের খালাসী বলিয়া আমরা তাহাদিগকে আমলে আনি নাই-মাহবুব-উল-আলম)। □ (বিশেষণ) মুক্তিসূচক (খালাসি পরওয়ানা)। {(আরবি) খলাসী}
- Bengali Word খালাড়ি, খালাড়ী English definition [খালাড়ি] (বিশেষ্য) যে স্থানে ক্ষারী লবণ প্রস্তুত হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষার>খাল(র>ল)+ (বাংলা) আড়ি, আড়ী}
- Bengali Word খালি ১, খালী ১ English definition [খালি] (বিশেষণ) ১ শূন্য; মুধু (খালি পেট)। ২ অনাবৃত; আবরণহীন (খালি মাথা)। ৩ ফাঁকা (খালি ঘর, মাঠ)। □ (ক্রিয়াবিশেষণ) ১ শুধু; কেবল (খালি পানি খাবো)। ২ ক্রমাগত; অনবরত (খালি বক বক)। ৩ সর্বদা; সদাই (খালি কান্না)। খালি খালি (ক্রিয়াবিশেষণ) অনর্থক; অকারণ; শুধু শুধু (খালি খালি কথা শুনলাম)। □ (বিশেষণ) শূন্যপ্রায়; প্রায় ফাঁকা; যেন ফাঁকা এরূপ (বাড়িটা খালি খালি মনে হচ্ছে)। খালি ঠেকা, খালি খালি ঠেকা (ক্রিয়া) শূন্য বোধ হওয়া। {(আরবি) খালী}
- Bengali Word খালি ২ English definition [খালি] (বিশেষ্য) ভাড়ায় প্রাপ্য শূন্য রিকশা (এই খালি, মীরপুর যাবে?)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কলিত>খালিত>খালি}
- Bengali Word খালি ৩, খালী ২ English definition [খালি] (বিশেষ্য) ছোট খাল (মধুখালী)। খালি জুলি (বিশেষ্য) ক্ষুদ্র জলস্রোত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল> (বাংলা) খাল+ (বাংলা) (ক্ষুদ্রার্থে)ই}
- Bengali Word খালিত্য English definition [খালিত্তো] (বিশেষ্য) টাক; মাথায় কেশশূন্যতা। {সংস্কৃত}
- Bengali Word খালিস English definition ⇒ খালেস
- Bengali Word খালিসা English definition ⇒ খালসা
- Bengali Word খালী English definition ⇒ খালি