ঘ পৃষ্ঠা ২
- Bengali Word ঘাটিয়াল English definition ⇒ ঘাঁটি
- Bengali Word ঘাটোয়াল English definition [ঘাটোয়াল্] (বিশেষ্য) ১ ঘাটরক্ষক; পার ঘাটের তত্ত্বাবধায়ক বা ঠিকাদার; পাটনি। ২ ঘাটিরক্ষক। ৩ তীর্থযাত্রীদের কর-সংগ্রাহক; তীর্থস্থানের মাশুল আদায়কারী। ঘাটোয়ালী (স্ত্রীলিঙ্গ)। ঘাটোয়ালি (বিশেষ্য) ঘাটোয়ালের কর্ম বা পদ বা অধিকার। □ (বিশেষণ) ঘাটোয়ালকে প্রদত্ত (ঘাটোয়ালি জমি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>(বাংলা) ঘাট+(হিন্দী) ওয়াল}
- Bengali Word ঘাত English definition [ঘাত্] (বিশেষ্য) ১ চোট; আঘাত। ২ প্রহার। ৩ কোপ। ৪ ঘা; ক্ষত। ৫ হিংসা; হত্যা। ৬ বিনাশ; সমূহ ক্ষতি। ৭ সুযোগ; দাঁও। ৮ এক রাশিকে সেই রাশি দিয়ে পুনঃপুন গুণনে প্রাপ্ত ফল; power। ঘাত চিহ্ন (বিশেষ্য) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ঘাত-প্রতিঘাত (বিশেষ্য) ১ আঘাত ও প্রত্যাঘাত; প্রহার ও প্রতি-প্রহার। ২ ক্রিয়া ও প্রতিক্রিয়া; action and reaction। ঘাতসহ (বিশেষণ) আঘাত সহ্য করতে পারে এরূপ। □ (বিশেষ্য) ঘা দিলে না ভেঙে বিস্তৃত হয় এরূপ; malleable। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √হন্+অ(ঘঞ্)}
- Bengali Word ঘাতক English definition [ঘাতোক্] (বিশেষ্য) খুনি জল্লাদ; মৃত্যুদণ্ডে দণ্ডিতদের মুণ্ডচ্ছেদকারী ব্যক্তি। □ (বিশেষণ) ১ হত্যাকারী; হননকারী (নরঘাতক)। ২ আঘাতকারী; প্রহারক। ৩ বিনাশকারী; ভঙ্গকারী (বিশ্বাসঘাতক)। ঘাতিকা (স্ত্রীলিঙ্গ)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √হন্+অক(ণ্বুল্)}
- Bengali Word ঘাতন ১ English definition [ঘাতোন্] (বিশেষ্য) বধ; হত্যা; কোতল। ২ যজ্ঞের জন্য বধ। ৩ আঘাত। ঘাতনী (স্ত্রীলিঙ্গ)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √হন্+অন(ল্যুট্)}
- Bengali Word ঘাতন ২ English definition [ঘাতোন্] (বিশেষ্য) ১ বধ করানো। ২ প্রহারের অস্ত্র। ৩ আঘাতকারী বা ঘাতক। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√ঘাতি+অন(ল্যুট্)}
- Bengali Word ঘাতবি (ব্রজবুলি) English definition [ঘাতবি] (ক্রিয়া) ১ বধ করবি বা বিনাশ করবি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √হন্+অ(ঘঞ্)}
- Bengali Word ঘাতী (-তিন্) English definition [ঘাতি] (বিশেষণ) হননকারী; হত্যাকারী; ঘাতক। ঘাতিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাত+ইন্(ণিনি)}
- Bengali Word ঘাতুক English definition [ঘাতুক্] (বিশেষণ) ১ বধকারী; ঘাতক। ২ নাশক। ৩ হিংস্র। ৪ নিষ্ঠুর। ৫ ক্রূর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √হন্+উক(উকঞ্)}
- Bengali Word ঘাত্য English definition [ঘাত্তো] (বিশেষণ) ১ বধযোগ্য; হননীয়। ২ ঘাতযোগ্য। ৩ গুণনীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √হন্+য(যৎ)}
- Bengali Word ঘানি , ঘানী English definition [ঘানি] (বিশেষ্য) তৈলবীজ থেকে তেল বের করার যন্ত্র। ঘানি গাছ (বিশেষ্য) তৈল নিষ্কাশন যন্ত্রের মোটা খুঁটি। ঘানি টানা (ক্রিয়া) ১ বলদের পরিবর্তে কয়েদিদের দ্বারা ঘানি ঘুরানো। ২ গতানুগতিক জীবন অতি কষ্টে বহন করা; দুর্বহ জীবন টেনে চলা। ৩ জেল খাটা; কারাদণ্ড ভোগ করা। ঘানিতে জোড়া (ক্রিয়া) ১ ঘানি ঘুরানোর জন্য নিয়োগ করা। ২ দীর্ঘকাল পরিশ্রম করতে হবে এমন কাজে নিয়োগ করা। ঘানিপেষা (ক্রিয়া) ১ তেল নিষ্কাশন যন্ত্র দ্বারা তৈল বের করা। ২ শ্রমসাধ্য কাজ করা; শ্রমসাধ্য কাজ করে দীর্ঘদিন চলা। (ঘানি পিষছি, কিন্তু স্নেহরস যা বার করছি এক ফোঁটাও তো আমার কাছে আসছে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘন>}
- Bengali Word ঘানিক English definition [ঘানিক্] (বিশেষণ) ঘনবিষয়ক; cubic; solid (ঘানিক জ্যামিতি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘন+ইক}
- Bengali Word ঘাপটি , ঘুপটি English definition [ঘাপ্টি, ঘুপটি] (বিশেষ্য) ওত; উদ্দেশ্যমূলক গোপন অপেক্ষা; বিশেষ উদ্দেশ্যে গুপ্ত প্রতীক্ষার ভাব (অন্ধকারের মধ্যে আজরাইল কোথাও ঘাপটি মেরে বসে নাই তো?-সৈয়দ ওয়ালিউল্লাহ)। ঘাপটি মারা (ক্রিয়া) প্রচ্ছন্নভাবে অপেক্ষা করা; ওত পেতে থাকা; লুকিয়ে বসে থাকা (প্রভু তব পিছে চাপকান ঢাকা আফগান মারে ঘাপটি-(কাজী নজরুল ইসলাম); উকিলদিগের দালাল ঘাপ্টি মেরে জাল ফেলিতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুপ্তি>}
- Bengali Word ঘাপলা , ঘাবলা English definition [ঘাপ্লা, ঘাব্লা] (বিশেষ্য) বিপদ; প্যাঁচ (সুপারের সঙ্গে একটু বাজাবাজি হয়ে যাওয়ায় নাকি তাঁকে একটা ঘাবলায় ফেলার ফিকির করছেন-আলাউদ্দীন আল আজাদ)। ঘাপলায় ফেলা (ক্রিয়া) বিপদে ফেলা। {( হিন্দী) √ঘব্ড়া>}
- Bengali Word ঘাবলা English definition ⇒ ঘাপলা
- Bengali Word ঘাবড়ানো English definition [ঘাব্ড়ানো] (ক্রিয়া) হতবুদ্ধি হওয়া; ভয় পাওয়া; বিষম বিচলিত হওয়া; থতমত খাওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঘাবড়ানি (বিশেষ্য) ঘাবড়ানো ভাব। {(হিন্দী) √ঘব্ড়া+( বাংলা) আনো, আনি}
- Bengali Word ঘাম English definition [ঘাম্] (বিশেষ্য) ঘর্ম; স্বেদ; পরিশ্রমে দেহনির্গত পানি। ঘাম-ছোটা (ক্রিয়া) ১ অধিক পরিমাণে ঘাম হওয়া। ২ অত্যধিক পরিশ্রম হওয়া। ঘাম দিয়ে জ্বর ছাড়া (ক্রিয়া) ১ ঘাম বের হয়ে জ্বর সম্পূর্ণ বিরাম হওয়া। ২ ((আলঙ্কারিক)) ভয় বা উদ্বেগ কেটে যাওয়া; বিপদের কারণ দূর হওয়া। ৩ ((আলঙ্কারিক)) হাঁফ ছেড়ে বাঁচা; আশ্বস্ত হওয়া। কালঘাম (বিশেষ্য) মৃত্যু-যন্ত্রণায় নির্গত ঘাম; মৃত্যু। মাথার ঘাম পায়ে ফেলা (ক্রিয়া) কঠোর পরিশ্রম করা। {( তৎসম বা সংস্কৃত শব্দ) ঘর্ম}
- Bengali Word ঘামা English definition [ঘামা] (ক্রিয়া) স্বেদযুক্ত হওয়া; ঘর্মাক্ত হওয়া; ঘামে ভিজে যাওয়া। □ (বিশেষ্য) উক্ত অর্থে। ঘামানো (ক্রিয়া) ১ ঘর্মযুক্ত করা; ঘর্মে আপ্লুত করা; ঘামিয়ে তোলা। ২ খাটানো; শ্রান্ত করা; শ্রম করানো (কেউ মাথাও ঘামায় না-রাজিয়া খান)। □ (বিশেষ্য) ঘর্মপ্লুত বা পরিশ্রান্ত করানো। মাথা ঘামানো (ক্রিয়া) চিন্তা করা; উপায় বের করার চেষ্টা করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘর্ম>(বাংলা) ঘাম+(বাংলা) আনো, ঘাম+আ}
- Bengali Word ঘামাচি English definition [ঘামাচি] (বিশেষ্য) ঘাম থেকে জাত ক্ষুদ্র ক্ষুদ্র ফুস্কুরি বা ব্রণ; ঘামবিচি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘর্মচর্চিকা}
- Bengali Word ঘাস English definition [ঘাশ্] (বিশেষ্য) দূর্বা; তৃণ। ঘাস কাটা (ক্রিয়া) ১ ঘাস কর্তন করা। ২ ((আলঙ্কারিক)) বৃথা কাজে সময় নষ্ট করা বা কিছুই না করা। ঘাস খাওয়া (ক্রিয়া) (( আলঙ্কারিক)) তৃণভোজী পশুর মতো নির্বুদ্ধি হওয়া। ঘাস-জল, ঘাস-পানি (বিশেষ্য) গরু ঘোড়া প্রভৃতি পশুর আহার্য ও পানীয়। ঘেসেড়া, ঘাসুড়িয়া (বিশেষ্য) যে গরু-ঘোড়ার জন্য ঘাস কাটে বা জোগায়; ঘাসি (সে দিন ঘাসিয়াড়া ঘাস কাটতে আসে- রবীন্দ্রনাথ ঠাকুর; একজন ঘেসেড়া বর্ষার লম্বা লম্বা ঘাস কাটিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ঘেসেড়ানি (স্ত্রীলিঙ্গ)। (ঘেসেড়ানী চলে গেছে জল খেতে নদে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √অদ্/গ্রাস্+অ(ঘঞ্)}