ঘ পৃষ্ঠা ৮
- Bengali Word ঘেটেল English definition [ঘেটেল্] (বিশেষ্য) ১ ঘাটের কর আদায়কারী; ঘাটোয়াল (কখন ঘেটেল কখন কাঁড়ারী-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ ঘাট মাঝি; পাটনি। ঘেটেলি (বিশেষ্য) ঘাটোয়ালের কাজ বা পারিশ্রমিক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>ঘাটি+আ>}
- Bengali Word ঘেন ঘেন English definition ⇒ ঘ্যান ঘ্যান
- Bengali Word ঘেন ঘেন English definition ⇒ ঘ্যান ঘ্যান
- Bengali Word ঘেন্না English definition [ঘেন্না] (বিশেষ্য) ১ প্রবল বিতৃষ্ণা বা বিরাগ; ঘৃণা (এই সোজা লোকগুলোর ওপর বিরক্তি আসে বটে তবে ঘেন্না ধরেনি-( কাজী নজরুল ইসলাম))। ২ লজ্জা। ঘেন্না করা (ক্রিয়া) ১ ঘৃণা করা। ৩ গা ঘিন ঘিন করা। ঘেন্না পিত্তি (বিশেষ্য) লজ্জার কথা; মাথা কাটা যাওয়া কথা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃণা>(প্রাকৃত) ঘিণা>}
- Bengali Word ঘের English definition [ঘের্] (বিশেষ্য) ১ পরিধি; বেড় (ইতর জীব তারা বর্তমানটুকুর ঘেরে বাঁধাই রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বেড়া; বেষ্টনী। ৩ আচ্ছাদন; আবরণ (রূপের ঘেরে বন্দী আমরা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ বেষ্টিত স্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √বেষ্ট্>বেড়>ঘের; (বাংলা )√ঘির্; (হিন্দী) ঘের}
- Bengali Word ঘেরা , ঘিরা English definition [ঘেরা, ঘিরা] (ক্রিয়া) ১ বেষ্টন করা (প্রাচীর দিয়ে ঘেরা)। ২ বেষ্টনী দেওয়া; বেড়া দেওয়া। ৩ আচ্ছাদিত বা আবৃত করা; ছাওয়া (কাপড় ঘিরিয়া ছাই তৈয়ারী করিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৪ ব্যাপ্ত করা বা হওয়া; ছেয়ে ফেলা (অসৎ লোকে দেশ ঘিরেছে)। □ (বিশেষ্য) ১ বেড়া; বেষ্টনী (কাঞ্চির ঘেরা বাঁধিয়া-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ বেষ্টিত বা আবৃতকরণ। ৩ বেষ্টিত স্থান। ৪ ঘের। □বিণ বেষ্টিত। ঘেরানো, ঘেরান, ঘিরানো, ঘিরান (ক্রিয়া) ১ বেষ্টিত বা অবরুদ্ধ করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √বেষ্ট্>√বেড়>ঘের>(বাংলা) আ}
- Bengali Word ঘেরাও English definition [ঘেরাও] (বিশেষ্য) ১ বেষ্টিত স্থান। ২ বেষ্টন; অবরোধ। □ (বিশেষণ) অবরুদ্ধ; পরিবেষ্টিত। □ (ক্রিয়া) বেষ্টন করা;অবরোধ করা (কর্মচারীরা বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য অফিস ঘেরাও করলো)। ঘেরাটোপ (বিশেষ্য) ১ কাপড়ের ঢাকনা বা গিলাফ; ওয়াড় (বাকস পেটরাতে নিজের হাতে বোনা ঘেরাটোপ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ বোরখা; বুরকা। ৩ আবরণ; আচ্ছাদন (তার মুখটা নিজেকে যেন লুকিয়ে রাখে ভদ্রভাবের ঘেরাটোপে-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √বেষ্ট্>বেড়> ঘের+আও}
- Bengali Word ঘেসেড়া English definition ⇒ ঘাস
- Bengali Word ঘেসো English definition [ঘেশো] (বিশেষণ) ১ ঘাসে ভরা; ঘাসপূর্ণ; তৃণময় (ঘেসো মাঠ)। ২ ঘাসের গন্ধময়; ঘাসের ন্যায় গন্ধযুক্ত। ৩ অসার (ঘেসো জিনিস)। ৪ অনুপাদেয়; অস্বাদু। ৫ ঘাসজাত বা ঘাসের তুল্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাস+( বাংলা) উয়া}
- Bengali Word ঘেসড়ানি English definition ⇒ ঘেঁষড়ানো
- Bengali Word ঘেসড়ানো , ঘেসড়ান English definition ⇒ ঘেঁষড়ানো
- Bengali Word ঘেয়ো English definition [ঘেয়ো] (বিশেষণ) ঘাওয়ালা; ঘাউয়া; ক্ষতযুক্ত (মড়া খেকো একটা ঘেয়ো কুত্তা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত )। ঘেয়ো কুত্তা (বিশেষ্য) অপরিচ্ছন্ন নির্লজ্জ ঘৃণাজনক অর্থে তিরস্কারে ব্যবহৃত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাত>; (বাংলা) ঘা+উয়া>}
- Bengali Word ঘোঁঘট (মধ্যযুগীয় বাংলা) English definition [ঘোঁগট্] (বিশেষ্য) ঘোমটা (ঘোঁঘট অন্তরে থাকি বিশিখ করম-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ>( হিন্দী) ঘূংঘট, (বাংলা) ঘোঁঘট}
- Bengali Word ঘোঁচ English definition ⇒ ঘোঁজ
- Bengali Word ঘোঁজ , ঘোঁচ English definition [ঘোঁজ্, ঘোঁচ্] (বিশেষ্য) ১ বক্রভাব; কুঞ্চন; সংকোচ (ঠোঁট দুটোকে ঘোঁচ কর-(কাজী নজরুল ইসলাম))। ২ বক্রস্থান; বাঁক; পথ বা ক্ষেতের মোড়। ৩ কোণ। □ (বিশেষ্য), (বিশেষণ ) ঘুঁজি। □ (বিশেষণ) বাঁকা। ঘোঁজ-ঘাঁজ, ঘোঁচঘাঁচ (বিশেষ্য) ১ অপরিসর জায়গা; সংকীর্ণ স্থান। ২ আড়াল-আবডাল; আনাচ-কানাচ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঞ্জ>(?)}
- Bengali Word ঘোঁট , ঘোট , গোঁট English definition [ঘোঁট্, ঘোট, গোঁট] (বিশেষ্য) ১ তরল পদার্থ মন্থন বা আলোড়ন। ২ জটলা; বিক্ষোভ; আন্দোলন (রামমোহন রায়ের স্ত্রীর শ্রাদ্ধে দলাদলির ঘোঁট-কালীপসন্ন সিংহ)। ৩ দলাদলি; বিরোধ (মর্ত্যে আসি নাই মোরা করতে জেতের ঘোঁট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঘোঁটন, ঘোঁটনা Þ ঘোটন। ঘোঁট পাকানো (ক্রিয়া) ১ জটলা পাকানো; আন্দোলন সৃষ্টি করা। ২ দলাদলি সৃষ্টি করা। ৩ জট পাকানো; পেঁচ পড়ানো; জটিলতা সৃষ্টি করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>ঘোঁট}
- Bengali Word ঘোঁটমণ্ডল English definition [ঘোঁট্মন্ডোল্] (বিশেষ্য) ১ কলঙ্কজনক কোনো কাহিনী নিয়ে গ্রামের লোকদের মধ্যে কথাবার্তা ও আলাপ-আলোচনা। ২ গোলমাল বা চেঁচামেচি সহ বিশৃঙ্খলা; হট্টগোল; এলোমেলো প্রবাহ (সেথা দিয়ে গায় কুয়াসার ভোট-কম্বল সত উদাসীন বাতাসের ঘোঁটমণ্ডল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ঘোঁট+মণ্ডল}
- Bengali Word ঘোঁটা , ঘুঁটা English definition [ঘোঁটা, ঘুঁটা] (ক্রিয়া) ১ আলোড়ন করা; মন্থন করা। ২ মিশ্রিত করা; মাড়া। ৩ বিশেষ আন্দোলন করা; তোলপাড় করা। ৪ আতিপাতি সন্ধান করে বেড়ানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঘোঁটানো (ক্রিয়া) অন্যের দ্বারা আলোড়ন করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>(বাংলা) √ঘোঁট+আনো}
- Bengali Word ঘোঁৎ ঘোঁৎ English definition [ঘোঁত্ঘোঁত্] (অব্যয়) ১ শূকরের ডাক। ২ অসন্তোষ বা ক্রোধজনিত চাপা শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঘোগ English definition [ঘোগ্] (বিশেষ্য) ১ কুকুরের আকৃতিবিশিষ্ট বন্য জন্তুবিশেষ। ২ বন্য কুকুর। ৩ রূপকথায় বাঘের শত্রু। বাঘের ঘরে গোগের বাসা Þ বাঘ। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কোক>}