ঘ পৃষ্ঠা ৫
- Bengali Word ঘুমায়ব (ব্রজবুলি) English definition [ঘুমায়ব] (ক্রিয়া) ঘুমাব (সবহুঁ ঘুমায়ব-জ্ঞানদাস)। {ঘুম+অব}
- Bengali Word ঘুমুনে , ঘুমানে , ঘুমনিয়া English definition [ঘুমুনে, ঘুমানে, ঘুমনিয়া] (বিশেষণ) নিদ্রা ভাবাপন্ন; নিদ্রালু; নিদ্রাপ্রবণ (ঘুমুনে চাকর)। {(বাংলা) ঘুম+উনিয়া>উনে}
- Bengali Word ঘুর English definition [ঘুর্] (বিশেষ্য) ১ পাক; চক্কর (ঘুর দেওয়া)। ২ ঘুর্ণি বা নাচের ঘোর; ঘূর্ণিবেগ; চক্রাবর্তনের ঝোঁক (দুঃখের নেশায় ঘুর লেগেছে-মোহিতলাল মজুমদার)। ৩ ঘূর্ণি রোগ। ৪ ঘুরতি বা ঘুরনি (এ পথে অনেক ঘুর হবে)। □ (বিশেষণ ) ঘোরানো; আবর্তিত; অসরল বা পেঁচানো (ঘুর পথ)। ২ ঘোর; গাঢ়। ঘুর ঘুর (অব্যয়) ঘোরাফেরা বা ঘোরাঘুরি করার ভাবপ্রকাশক। ঘুর ঘুরে, ঘুর ঘুরিয়া (বিশেষ্য) এক জাতীয় পোকা। ঘুরপাক (বিশেষ্য) ১ চক্রাকারে ঘূর্ণন। ২ চক্রাবর্ত (সে শিক্ষা সার্কাসের ঘুরপাক ধরে চললো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঘুরপাক খাওয়া (ক্রিয়া) ১ চক্রাকারে অনবরত আবর্তন। ২ ঘুরে যাওয়া; ঘূর্ণিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘূর্ণ, ঘর্ঘুর}
- Bengali Word ঘুরঘুট্টি English definition [ঘুরঘুট্টি] (বিশেষণ) ১ গাঢ়; ঘন; নিবিড়; ঘোর; ঘুটঘুটে (একটু পরেই ঘুরঘুট্টি অন্ধকারে ঢেকে গেল দিকবিদিক-শামসুল হক)। ২ নিবিড় অন্ধকার; ঘন অন্ধকার; ঘোর আঁধার (রাতের ঘুরঘুট্টিতে কিছু না দেখি চোখে)। {ঘোরঘটা>}
- Bengali Word ঘুরঘুরে , ঘুরঘুরিয়া English definition [ঘুর্ঘুরে, ঘুরঘুরিয়া] (বিশেষ্য) পোকাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুর্ঘুর>}
- Bengali Word ঘুরনি ১ , ঘূর্নি English definition [ঘুর্নি] (বিশেষ্য) ঘূর্ণাবর্ত (দমকা হাওয়া .... টুকরা কাগজের ঘূর্ণি ঘুরিয়ে খেলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ণি>}
- Bengali Word ঘুরা , ঘোরা English definition [ঘুরা, ঘোরা] (ক্রিয়া) ১ পাক খাওয়া; আবর্তন করা; ঘূর্ণিত হওয়া। ২ ভ্রমণ করা; বেড়ানো। ৩ হাঁটাহাঁটি করা; বার বার আসা যাওয়া করা। ৪ বৃথা পরিক্রমণ;কোনো কিছুর সন্ধানে ক্রামগত আবর্তন। ৫ চলতে থাকা বা ব্যাপৃত থাকা (এ কথা মাথায় ঘুরছে)। □ (বিশেষ্য) সকল অর্থে। □ (বিশেষণ) ঘুর; অসরল; কুটিল (ঘোরা পথ)। ঘুরানো, ঘোরানো (ক্রিয়া) ১ ঘূর্ণিত করা; পাক দেওয়া। ২ ভ্রমণ করানো; বেড়িয়ে আনা। ৩ না-হক হাঁটাহাটি করানো (মা আমায় ঘুরাবি কত-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। ৪ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বার বার ফিরিয়ে দেওয়া। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ ) ঘূর্ণিত; আবর্তিত। ঘুরানি, ঘুরনি (বিশেষ্য) ১ ঘুর্ণিতকরণ বা ঘূর্ণিত হওয়া; পাক খাওয়া বা পাক দেওয়া। ২ ভ্রমণ। ৩ ঘুরপাক; ক্রামগত আবর্তন (এই ঘুরনির চোটে অনেকে চোখে ঝাপসা দেখেন-প্রথম চৌধুরী)। ৪ একই পথে অনর্থক ঘুরে ফিলে ভ্রমণ। ৫ ঘূর্ণি রোগ। ঘুরে পড়া (ক্রিয়া) শারীরিক দুর্বলতা বা অসুস্থতার জন্য হঠাৎ টাল খেয়ে বা পাক খেয়ে পড়া (রোগে কাতর। সে দাঁড়াতে পারছে না, ঘুরে পড়ছে -অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঘোরাঘুরি (বিশেষ্য) ১ হাঁটাহাঁটি; বারংবার চলাফেরা; বার বার আনাগোনা। ২ কোনো কার্য উদ্ধারের জন্য ক্রামগত যাতয়াত। {(বাংলা) Öঘোর্(<(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ণ)}
- Bengali Word ঘুরুনি , ঘুরনি ২ English definition [ঘুরুনি, ঘুর্নি] (বিশেষ্য) মাথা-ঘোরা রোগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ণি>}
- Bengali Word ঘুরুলী English definition [ঘুরুলি] (বিশেষ্য) ১ ঘূর্ণাবর্ত; ঘূর্ণিপাক (ঘোর ঘুরলী ঘুরিছে ঘনে ঘন-ঘনরাম চক্রবর্তী)। ২ ঘূর্ণি রোগ; মাথা ঘোরা রোগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ণি>}
- Bengali Word ঘুরুলে English definition [ঘুরুলে] (বিশেষ্য) ঘূর্ণে; পানির বা বায়ুর ঘূর্ণাবর্ত (ঘুরুলে বাতাস লয়ে জলের ঘুরুলে-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ণী>}
- Bengali Word ঘুরে পড়া English definition ⇒ ঘুরা
- Bengali Word ঘুর্ঘুর English definition [ঘুর্ঘুর্] (বিশেষ্য) ঘুগরা পোকা; ঘুরঘুরে পোকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুর্ণ>; (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুর্ঘুরিকা>}
- Bengali Word ঘুলঘুলি English definition [ঘুল্ঘুলি] (বিশেষ্য) ১ ছিদ্র (টুলটুলে তাজা ফলের নিটোলে টাটকা ফুটিয়ে ঘুলঘুলি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ক্ষুদ্র গবাক্ষ; বায়ু চলাচলের জন্য দেয়ালের গায়ের ছিদ্র (ঘুলঘুলি দিযে সেটা হৃদয় স্পষ্ট দেখলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {মারাঠি. ঘোল (ছিদ্র)>; (তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘূর্ণ>(প্রাকৃত) √ঘুল>(বাংলা) ঘুল}
- Bengali Word ঘুলানো , ঘুলনো , ঘোলানো English definition [ঘুলানো, ঘুলনো, ঘোলানো] (ক্রিয়া) ১ আলোড়ন করে পঙ্কিল বা ঘোলা করা। ২ মিশ্রিত করা; গুলানো। ৩ গুলিয়ে ফেলা; বিভ্রান্ত করা; তালগোল পাকানো (গোল বাধিয়ে দিলি তাই তো সব গুলিয়ে গেল-সুকুমার রায়)। □ (বিশেষ্য), ( বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘোল+আনো}
- Bengali Word ঘুষ , ঘুস English definition [ঘুশ্] (বিশেষ্য) উৎকোচ; অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পারিতোষিক; bribe। ঘুষখোর (বিশেষ্য), ( বিশেষণ) উৎকোচ গ্রহণকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুষ্>; (হিন্দী) ঘুস, ঘুংস+(ফারসি) খোর্ }
- Bengali Word ঘুষঘুষে , ঘুসঘুসে English definition [ঘুশ্ঘুশে] (বিশেষণ) ১ প্রচ্ছন্ন; চাপা; গোপন। ২ মৃদু; সামান্য; ধিকিধিকি। ৩ ভিতরে ভিতরে চলছে এরূপ (ঘুষঘুষে জ্বর)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুষ্ (অর্ত-শব্দ করা, কিন্তু এখানে অর্থবিপর্যয় ঘটেছে}
- Bengali Word ঘুষা ১ , ঘুষি , ঘুষো English definition [ঘুশা, ঘুশি, ঘুশো] (বিশেষ্য) মুষ্টি প্রহার; মুষ্ট্যাঘাত। ঘুষাঘুষি, ঘুষোঘুষি (বিশেষ্য) ১ পারস্পরিক মুষ্টিযুদ্ধ। ২ মারামারি; মুষ্টি প্রহরাদি যোগে হাতাহাতি লড়াই। ঘুষোঘুষি খেলা (বিশেষ্য) মুষ্টিযুদ্ধ; boxing। ঘুষাঘুষি লড়া (ক্রিয়া) মুষ্টিযুদ্ধ করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √ঘূষ্>(হিন্দী) ঘূসা, ঘূংসা}
- Bengali Word ঘুষা ৩ English definition ⇒ ঘোষা
- Bengali Word ঘুষি English definition ⇒ ঘুষা১
- Bengali Word ঘুষো , ঘুষোঘুষি English definition ⇒ ঘুষা১