ঘ পৃষ্ঠা ৩
- Bengali Word ঘাসি , ঘাসী English definition [ঘাশি] (বিশেষ্য) ঘাস কেটে বিক্রয় করে যে; ঘাস ব্যবসায়ী; ঘেসেড়া। □ (বিশেষণ) ১ ঘাস সংক্রান্ত। ২ ভালো ঘাস খায় এমন। ঘাসি-নৌকা (বিশেষ্য) ঘাস আনা-নেওয়ার উপযুক্ত রম্বা ছোট নৌকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘাস্+ই, ঈ(ইন্)}
- Bengali Word ঘাসুড়িয়া English definition ⇒ ঘাস
- Bengali Word ঘাড় English definition [ঘাড়্] (বিশেষ্য) ১ গ্রীবা; গর্দান; গলার পশ্চাদ্ভাগ। ২ কাঁধ; স্কন্ধ। ঘাড় ধরা (ক্রিয়া) ঘাড়ে হাত দিয়ে বল প্রয়োগ করা অর্থাৎ জোরজবরদস্তি করা (যে গুরু ঘাড় ধরে শিষ্যকে বললেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঘাড় ধাক্কা (বিশেষ্য) গলা ধাক্কা। ঘাড় নাড়া (ক্রিয়া) সম্মতি বা অসম্মতি নির্দেশ করা। ঘাড় পাতা (ক্রিয়া ) দায়িত্ব গ্রহণ করা বা গ্রহণে সম্মত হওয়া। ঘাড় ফুলানো (ক্রিয়া) স্পর্ধা জ্ঞাপন করা। ঘাড় ভাঙা, ঘাড় ভাঙ্গা (ক্রিয়া) জবরদস্তিতে আদায় করা; জোর করে খরচ করতে বাধ্য করা; পরের উপর জোর খাটিয়ে নিজের কার্য সাধন করা; পরের অর্থব্যয় ঘটিয়ে আপন স্বার্থ সাধন করা। ঘাড়ে করা, ঘাড়ে নেওয়া (ক্রিয়া) ১ স্কন্ধে ধারণ করা। ২ দায়িত্ব গ্রহণ করা; দায় স্বীকার করা। ঘাড়ে-গর্দানে (বিশেষণ) ১ স্কন্ধ থেকে মস্তক পৃথক বলে বোধ হয় না এরূপ স্থূল; অত্যন্ত স্থূল। □ (বিশেষ্য) গজস্কন্ধ। ঘাড়ে চাপা (ক্রিয়া) ১ ভরণ-পোষণের জন্য অন্যের গলগ্রহ হওয়া; পরের উপর নির্ভরশীল হওয়া। ২ কার্যোদ্ধারের জন্য অন্যের উপর চাপ দেওয়া। □ (ক্রিয়া) ভর করা বা হওয়া। ঘাড়ে জোয়াল (বিশেষ্য) কাঁধে অতিরিক্ত চাপ বা ভার। ঘাড়ে দুটো মাথা থাকা (বিশেষ্য) অসম সাহসী হওয়া; অত্যন্ত দুঃসাহসী হওয়া। ঘাড়ে ভূত চাপা (ক্রিয়া) দুষ্টবুদ্ধি বা কু-মতলব মাথায় আসা। ঘাড়ে হাগা (ক্রিয়া) দুষ্ট বুদ্ধিতে অপরকে ডিঙিয়ে যাওয়া বা জব্দ করা; অন্যের উপর যা খুশি তা করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাট>; (প্রাকৃত) ঘাড়}
- Bengali Word ঘাড়ি English definition [ঘাড়ি] (বিশেষ্য) আসনের সঙ্গে সংযুক্ত ঘাড় হেলাবার স্থান বা অবলম্বন (ঘাড়ি ভাঙা চেয়ার)। ২ ঘেটি। {(বাংলা ) ঘাড়+ ই}
- Bengali Word ঘায়েল , ঘাইল , ঘাল English definition [ঘায়েল্, ঘাইল, ঘাল্] (বিশেষণ) ১ আহত; আঘাতপ্রাপ্ত। ২ নিহত। ৩ পর্যুদস্ত; পরাস্ত। ৪ কাহিল; নিতান্ত কাতর; দুর্দশাগ্রস্ত (হাতী যখন ভাবে তার চেয়ে বড় জানোয়ার আর নেই, তখন ছোট একটি মশা তার মগজে কামড়ে কি রকম ‘ঘায়েল’ করে দেয় তাকে-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাত>( বাংলা) ঘা+এল; ইল,>}
- Bengali Word ঘি English definition [ঘি] (বিশেষ্য) ১ ঘৃত। ২ দুগ্ধজাত স্নেহ পদার্থ। ৩ ঘিলু; মগজ (মাথার ঘি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃত>}
- Bengali Word ঘিচিঘিচি English definition [ঘিচিঘিচি] (বিশেষণ) ১ গায়ে গায়ে লাগানো; অত্যন্ত ঘেঁষা-ঘেঁষি; ঘন সন্নিবিষ্ট। ২ অপরিচ্ছন্ন (ঘিচিঘিচি লেখা)। ঘিচিমিচি (বিশেষণ) অপরিচ্ছন্ন; গায়ে গায়ে লাগানো; বিশৃ্ঙ্খল; পরস্পর গায়ে গায়ে লাগানো বলে দুষ্পাঠ্য (ঘিচিমিচি লেখা)। {(হিন্দী ) ঘিচপিচ}
- Bengali Word ঘিঞ্জি , ঘিঞ্চি English definition [ঘিন্জি, ঘিন্চি] (বিশেষণ) ১ ঘন; নিবিড় (ঘিঞ্জি বসতি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ সংকীর্ণ ও ঘেঁষাঘেঁষি; ঘুপচি (ঘিঞ্জি বস্তির গলি-আতাউর রহমান)। ৩ জনবহুল বা ঘন বসতিপূর্ণ। {(ফারসি) গুন্জা}
- Bengali Word ঘিন English definition [ঘিন্] (বিশেষ্য) ঘৃণা (ও নাতি! ঘিন করো না-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ঘিন ঘিন (অব্যয়) ঘৃণার ভাব; ঘৃণা হেতু অস্বস্তির ভাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃণা>(প্রাকৃত) ঘিণা>(হিন্দী) ঘিন}
- Bengali Word ঘিরা , ঘিরান English definition ⇒ ঘেরা
- Bengali Word ঘিলু English definition [ঘিলু] (বিশেষ্য) ১ মগজ; মাথার ঘি; মস্তিষ্ক। ২ বুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃত>(বাংলা) ঘি+লু}
- Bengali Word ঘিসকাপ , ঘিসক্যাপ English definition [ঘিশ্কাপ্, ঘিসক্যাপ্] (বিশেষ্য) র্যাঁদা; সূত্রধর যে অস্ত্রের দ্বারা কাঠ মসৃণ ও সমতল করে। (গুরুদাস গুই গুলদার উড়ুনী পরিহাস করে পুনরায় চির-পরিচিত র্যাঁদা ঘিস্কাপ-কালীপসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘর্ষণ}
- Bengali Word ঘুঁটনি , ঘুটনি , ঘুটুনি English definition [ঘুঁট্নি, ঘুট্নি, ঘুটুনি] (বিশেষ্য) মন্থন করার বা ঘোঁটার দণ্ডবিশেষ (ডাল-ঘুঁটনি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>ঘুঁট্+নি}
- Bengali Word ঘুঁটা English definition ⇒ ঘোঁটা
- Bengali Word ঘুঁটি , গুঁটি , ঘুটি , গুটি English definition [ঘুঁটি, গুঁটি, ঘুটি, গুটি] (বিশেষ্য) ১ শতরঞ্জ; দাবা-পাশা ইত্যাদি খেলবার গুটি (আমরা দাবা খেলার ঘুঁটি, নাইরে এতে সন্দ নাই-(কাজী নজরুল ইসলাম))। ২ ইষ্টকাদির ক্ষুদ্র খণ্ড ঢিল বা গুটি। ঘুঁটি চালা (ক্রিয়া) ১ শতরঞ্জাদি খেলায় চাল ফেলা বা দেওয়া। ২ কোনো কার্যোদ্ধারের জন্য সুচিন্তিতভাবে পদক্ষেপ করা বা কৌশল খাটানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুন্টি, ঘুন্টিকা>}
- Bengali Word ঘুঁটে , ঘুটিয়া (বিরল) English definition [ঘুঁটে, ঘুটিয়া] (বিশেষ্য) শুষ্ক গোবরের চাপড়ি; গোবরের জ্বালানিবিশেষ। ঘুঁটে কুড়ানি, ঘুঁটে কুড়ুনি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ যে দরিদ্র নারী ঘুঁটে কুড়িয়ে ও তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ২ সহায়সম্বলহীনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গূথ/গোবিষ্ঠা>}
- Bengali Word ঘুংগুর English definition = ঘুঙুর
- Bengali Word ঘুংনি English definition ⇒ ঘুগনি
- Bengali Word ঘুংড়ি কাশি English definition [ঘুঙ্ড়ি কাশি] (বিশেষ্য) ১ এক জাতীয় কাশি রোগ। ২ হুপিং কাশি; hooping cough। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ঘুরিকা> ঘর্ঘরা>; (তুলনীয়) (হিন্দী ) ঘুঙ্গরু; + কাশি; (ইংরেজি) cough>}
- Bengali Word ঘুগনি , ঘুংনি , ঘুগনিদানা , ঘুংনিদানা English definition [ঘুগ্নি, ঘুঙ্নি, ঘুগ্নিদানা, ঘুঙ্নিদানা] (বিশেষ্য) টক ঝাল ও নানা মসলা মাখানো সিদ্ধ মটর আলু প্রভৃতি মিশ্রিত মুখরোচক খাদ্যবিশেষ। {(হিন্দী) ঘুঁঘনী}