ঘ পৃষ্ঠা ৪
- Bengali Word ঘুগরা , ঘুগরে English definition [ঘুগ্রা, ঘুগরে] (বিশেষ্য) এক প্রকার ক্ষুদ্র কীটবিশেষ; ঘুরঘুরে পোকা (কোঁচ্চা ঘুগরাও ধরে ধরে খায় যখন উপোষ করে-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুর্ঘুর>}
- Bengali Word ঘুঘু English definition [ঘুঘু] (বিশেষ্য) স্বনামখ্যাত পক্ষীবিশেষ; পায়রা জাতীয় পাখি; ঢুলি। □ (বিশেষণ) ১ অতি কৌশলী; ধূর্ত ও ফন্দিবাজ (পারমিট-বাগানো ঘুঘু-মনোজ বসু)। ২ দক্ষ বা বিশেষ অভিজ্ঞ (ব্যক্তিবিশেষের বুদ্ধির প্রশংসা করতে হলে আমরা তাকে ঘুঘু উপাধি দানে সম্মানিত করি-প্রথম চৌধুরী)। ঘুঘু চরানো (ক্রিয়া) সর্বনাশ করা; সমূহ সর্বনাশ করা; ধ্বংস করা (ভিটেয় ঘুঘু চরানো)। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখোনি-(বিদ্যাপতি)ন্ন করার ভয় দেখানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুঘুকৃৎ; ধ্বন্যাত্মক}
- Bengali Word ঘুঙুট English definition ⇒ ঘোঙ্গট
- Bengali Word ঘুঙুর , ঘুঙ্গুর , ঘূঁঘর (মধ্যযুগীয় বাংলা) English definition [ঘুঙুর্, ঘুঙ্গুর্, ঘুঁঘর্] (বিশেষ্য) নূপুর; মলজাতীয় চরণালঙ্কারবিশেষ; কিঙ্কিণী; শিঞ্জিনী (কিঙ্কনী ঘূঁঘর বাজায় ঝাঁজর, নেপূর মধুর বাজে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘর্ঘরা>}
- Bengali Word ঘুঙ্গট , ঘুঙ্গুট English definition ⇒ ঘোঙ্গট
- Bengali Word ঘুচা , ঘোচা English definition [ঘুচা; ঘোচা] (ক্রিয়া) ১ দূর হওয়া; বিগত হওয়া; মোচন বা খণ্ডিত হওয়া (ঘুচিল দুঃখ)। ২ অতিক্রান্ত বা অতিবাহিত হওয়া। ৩ অপনীত অপগত বা অপসৃত হওয়া। ৪ লোপ পাওয়া; বিনষ্ট হওয়া (অভাব ঘুচেছে)। ঘুচানো, ঘোচানো (ক্রিয়া) ১ দূর করা (কষ্ট ঘুচানো)। ২ নষ্ট বা বদ্ধ করা। ৩ মুক্ত করা। ৪ পরিষ্কার করা। ৫ লাঘব করা (তাহা অপেক্ষা পাঁচ লক্ষ তঙ্কা ঘুচাইয়া ছয় লক্ষ তঙ্কা রাজকরের নিয়ম করিয়া দিলেন-রাজীবলোচন মুখোপাধ্যায়)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তুলনীয়) (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুট; অ. √গুচ্}
- Bengali Word ঘুজি , ঘুঞ্জি English definition [ঘুঁজি, ঘুন্জি] (বিশেষ্য) ১ অপরিসর স্থান বা গলি; চিপা জায়গা বা গলি। ২ এঁদো জায়গা; অন্ধকার সংকীর্ণ ও নোংরা জায়গা। গলিঘুঁজি (বিশেষ্য) ঘন বসতিপূর্ণ স্থানের সংকীর্ণ আঁকাবাঁকা পথ। {(ফারসি) কুচহ্}
- Bengali Word ঘুটঘুট English definition [ঘুট্ঘুট্] (অব্যয়) অন্ধকারের গাঢ়তা বা ঘনত্বের ভাব প্রকাশক (অন্ধকার ঘুটঘুট করছে)। ঘুটঘুটে (বিশেষণ) ঘোর; নিবিড়; মিশমিশে; গাঢ় (চারিদিকে ঘুটঘুটে অন্ধকার-মুনীর চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুট্+অ(অচ্)}
- Bengali Word ঘুটি English definition ⇒ ঘুঁটি
- Bengali Word ঘুটিং English definition [ঘুটিঙ্] (বিশেষ্য) ১ ঘুটি। ২ কাঁকর প্রভৃতি দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটিকা; (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুটি}
- Bengali Word ঘুণ English definition [ঘুন্] (বিশেষ্য) ১ অতিক্ষুদ্র কীটবিশেষ; এক জাতীয় কাঠ ধ্বংসকারী পোকা। ২ ((আলঙ্কারিক)) জীর্ণতা-সাধক কীট (চরিত্রবান জাতিতে কখনও অধঃপতনের ঘুণ ধরে না-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষণ) অতি নিপুণ; সুদক্ষ; পরিপক্ব (তাস খেলায় ইহারা সব ঘুণ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ঘুণ পরিমাণ (বিশেষণ) সামান্য পরিমাণ; স্বল্প পরিমাণ (আমার নিকট যদি বলিতে পারেন; ঘুণ পরিমাণ কথাও গোপন না করেন তবে আমি ঔষধ দিতে পারি- মীর মশাররফ হোসেন)। ঘুণাক্ষর (বিশেষ্য) ঘুণদষ্ট কাঠের উপরে অক্ষরের মতো চিহ্ন। ২ সামান্যতম ইঙ্গিত বা আভাস (ঘুণাক্ষরে টের পাওয়া)। ঘুণিত (বিশেষণ) ঘুণে জর্জরিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুণ্+অ(ক)}
- Bengali Word ঘুণ্টি English definition [ঘুন্টি] (বিশেষ্য) ১ কাপড়ের বা সুতার তৈরি বোতামবিশেষ (সালমা চুমকি বসানো ঘুন্টি-কাটা প্রজাপতি হয়ে তোমার সবজি ক্ষেতে চরতে গেছে -অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অত্যন্ত ছোট ঘন্টা। ৩ পাল খাটাবার অতি ক্ষুদ ঘন্টাবিশেষ; বাদামের দড়ি পারাবার ছিদ্রযুক্ত ক্ষুদ্র ঘন্টা (চোদ্দের তিনগুণ চোদ্দপালের ঘুন্টি টানিয়া সাধু নদনদী সমুদ্র উজায়-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ঘুন্টিঘর (বিশেষ্য) বোতামঘর। ঘুন্টিদার (বিশেষণ) ঘুন্টি লাগানো বা বসানো; ঘুন্টিওয়ালা; ঘুন্টিযুক্ত। {( তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুন্টিকা}
- Bengali Word ঘুনসি , ঘুন্সি English definition [ঘুন্শি] (বিশেষ্য) কটিসূত্র; কোমরে যে সুতা বাঁধা হয় (তাঁর স্ত্রী একটি চিত্তির করা হাঁড়ী ঘুন্সি ও গুরিয়া পুতুল আনতে বলেছিল -কালীপসন্ন সিংহ)। {(হিন্দী) ঘুম+(বাংলা) রশি}
- Bengali Word ঘুনি , ঘুনী English definition [ঘুনি] (বিশেষ্য) বাঁশের শলার তৈরি খাঁচার মতো এক প্রকার মাছ ধরার ফাঁদ (শত শত লোক নৌকা, ডোঙ্গা, জাল, পলো, দুঁড়ে ঘুনি লইয়া মাছ ধরিতেছে-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ঘন+(বাংলা) ই(?)}
- Bengali Word ঘুপচি English definition ⇒ ঘুপসি
- Bengali Word ঘুপটি English definition [ঘুপ্টি] (বিশেষ্য) লুক্কায়িত ভাব; অন্যের অজানিতভাবে গুটিসুটি মেরে ওত পেতে থাকার ভাব (বাসিন্দারা সব পালিয়েছে, না ঘুপটি মেরে দেয়ালের সঙ্গে মিশে গিয়েছে, বোঝবার উপায় নেই-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্>ঘোপ+টি}
- Bengali Word ঘুপসি , ঘুপচি English definition [ঘুপ্শি, ঘুপচি] (বিশেষণ) অন্ধকারাচ্ছন্ন ও সংকীর্ণ; ঘোপের মতো বদ্ধ ও অপরিসর (ঘুপসি এবং অতিরিক্ত রকম কম চওড়া-অবনীন্দ্রনাথ ঠাকুর; একটা ঘুপসী ঘরে গিয়ে দেখলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ অন্ধকারময় সংকীর্ণ স্থান। ২ গুটিসুটি; জড়সড় (ঘুপসি মেরে বসা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্>ঘুপ্+সি}
- Bengali Word ঘুম English definition [ঘুম্] (বিশেষ্য) ১ নিদ্রা; সুপ্তি। ২ আচ্ছন্নতা। ঘুমকাতুরে (বিশেষণ) ঘুমের অভাবে কাতর হয় এরূপ অর্থাৎ ঘুমাতে ভালোবাসে এরূপ; নিদ্রাপ্রিয়। ঘুম ঘুম (বিশেষণ) ১ নিদ্রালু; তন্দ্রালু। ২ নিদ্রার ভাব। ঘুমঘোর (বিশেষ্য ) গভীর নিদ্রা; তন্দ্রা; নিদ্রার আবেশ বা আচ্ছন্নতা। ঘুম চটে যাওয়া (ক্রিয়া) নিদ্রার আবেশ ঘুচে যাওয়া; তন্দ্রা ছুটে যাওয়া; তন্দ্রালু ভাব দূর হওয়া। ঘুম দেওয়া, ঘুম যাওয়া, ঘুম লাগানো (ক্রিয়া) ঘুমানো (রাত হল তুই ঘুম যা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঘুম ধরা, ঘুম পাওয়া (ক্রিয়া) নিদ্রাবেশ বা নিদ্রাকর্ষণ হওয়া। ঘুমন্ত (বিশেষণ ) ১ নিদ্রিত; ঘুমে মগ্ন। ২ নিস্তব্ধ; স্তব্ধতায় আচ্ছন্ন (আজিএ ঘুমন্ত রাতে কে যায় গো ওই গেয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ অচেতন; নির্জীব (ঘুমন্ত জাতি)। ঘুম পাড়ানো (ক্রিয়া) নিদ্রাকর্ষণে সাহায্য করা; নিদ্রিত করতে চেষ্টা করা। ঘুমপাড়ানি ( বিশেষণ) নিদ্রা আনতে সাহায্য করে এরূপ; নিদ্রিত করায় এরূপ। কাঁচা ঘুম (বিশেষ্য) অপূর্ণ নিদ্রা; ঘুমের প্রথম অবস্থা; যখন পর্যন্ত ঘুমে তৃপ্তি লাভ হয়নি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ণ+ (প্রাকৃত) ঘুম্ম>}
- Bengali Word ঘুমল (ব্রজবুলি) English definition [ঘুমল] (ক্রিয়া) ঘুমাল (ঘুমল দুহুঁজন-বড়ু চণ্ডীদাস)। {( বাংলা) ঘুম+ল}
- Bengali Word ঘুমালি , ঘুমলী English definition [ঘুম্লি] (বিশেষণ) ঘুম ঢুলু ঢুলু; তন্দ্রালু; নিদ্রাকাতর; নিদ্রাবিষ্ট (ঘুমলী মেয়েরে চাদরে ঢেকেছে যেন আদরিণী মাতা-( জসীমউদ্দীন); ঘুমলী রাতের প্রহর গণিয়া জাগে না বিরহী প্রাণ-(জসীমউদ্দীন))। {ঘুম+অলি, অলী}