প পৃষ্ঠা ১
- Bengali Word -প English definition [প] (বিশেষণ) ১ পান করে এমন (মদ্যপ, পাদপ, মধুপ)। ২ পালন করে এমন (গোপ, নৃপ)। {(তৎসম বা সংস্কৃত) √পা+অ(ক)}
- Bengali Word -পনা English definition [পনা] ভাববাচক প্রত্যয়বিশেষ (গিন্নিপনা, গুণপনা)। {(তৎসম বা সংস্কৃত) পণ>}
- Bengali Word -পন্থি, -পন্থী English definition [পোন্থি] (বিশেষণ) ১ বিশেষ ধর্ম বা রীতি অবলম্বী (বামপন্থি)। {(তৎসম বা সংস্কৃত) পন্থাঃ>}
- Bengali Word -পন্থিক English definition [পোন্থিক্] (বিশেষ্য) পথিক। (দেশান্তর প্রবাসী পন্থিক বানিজার-দৌলত উজির বাহরাম খান)। {(পালি) পন্থিক}
- Bengali Word -পন্ন English definition [পোন্নো] (বিশেষণ) পতিত (বিপদাপন্ন)। {(তৎসম বা সংস্কৃত) √পদ্+ত(ক্ত)}
- Bengali Word -পর English definition [পর্] (বিশেষণ) নিষ্ঠা; নিরত; আসক্ত; পরায়ণ (স্বার্থপর)। পরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আসক্তা; নিরতা (নৃত্যপরা)। {(তৎসম বা সংস্কৃত) √পৃ …+ অ(অচ্)}
- Bengali Word -পরা ৪ English definition ⇒ পর
- Bengali Word -পাঠী English definition [পাঠি] (বিশেষণ) ১ পড়ে এমন; পাঠক (সহপাঠী)। -পাঠিনী (স্ত্রীলিঙ্গ) নারী পাঠকারী। {(তৎসম বা সংস্কৃত) □ পঠ্+ইন্}
- Bengali Word -পায়ী English definition [পায়ি] (বিশেষণ) পান করে এমন; পানকারী (স্তন্যপায়ী, দুগ্ধপায়ী)। {(তৎসম বা সংস্কৃত) পায়িন্>(১মা (একবচন)}
- Bengali Word -পুলে, -পিলে, -পেলে English definition [পুলে, পিলে, পেলে] (বিশেষ্য) ছেলে; সন্তান; ছেলেমেয়ে; ছেলে শব্দের সমার্থক ও সহচর শব্দবিশেষ (ছেলেপুলে; ছেলেপিলে; ছেলেপেলে)। {অনুকারক শব্দ, শব্দদ্বৈত)
- Bengali Word -পেয়ে English definition [পেয়ে] (বিশেষণ) পা-বিশিষ্ট (মানুষ দুপেয়ে প্রাণী)। {(পালি) উয়া}
- Bengali Word -প্রজ্ঞ English definition [প্রোগ্গোঁ] (বিশেষণ) প্রজ্ঞাযুক্ত; জ্ঞানবান; বিচক্ষণ; পণ্ডিত (স্থিতপ্রজ্ঞ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ জ্ঞা+অ(ক)}
- Bengali Word -প্রতিম English definition [প্রোতিম্] (বিশেষণ) তুল্য; সদৃশ; ন্যায়; মতো (বারিদপ্রতিম স্বনে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ মা+অ(ক)}
- Bengali Word -প্রদ English definition [প্রোদো] (বিশেষণ) দান করে এমন; দানকারী (সুখপ্রদ)। -প্রদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ দা+অ(ক)}
- Bengali Word প English definition প [প] ব্যঞ্জনবর্ণ বিশেষ। প-বর্গের প্রথম বর্ণ। এটি অল্পপ্রাণ অঘোষ ওষ্ঠ্য স্পৃষ্ট ধ্বনি (unaspirated unvoiced bilabial plosive sound)। নোয়াখালী জেলার কোনো কোনো অঞ্চলে প-এর উচ্চারণ স্পৃষ্ট ধ্বনি নয়; বরং দন্তৌষ্ঠ (labio-dental fricative) ও শিস্জাত (sibilant or aspirant)।
- Bengali Word পঁইছা English definition ⇒ পৈচা
- Bengali Word পঁইত্রিশ English definition ⇒ পঁয়ত্রিশ
- Bengali Word পঁউছি English definition ⇒ পৈছা
- Bengali Word পঁচাত্তর English definition [পঁচাত্তোর্] (বিশেষ্য), (বিশেষণ) ৭৫ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চসপ্ততি>}
- Bengali Word পঁচানব্বই, পঁচানব্বুই English definition [পঁচানোব্বোই, পঁচানোব্বুই] (বিশেষ্য), (বিশেষণ) ৯৫ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চনবতি>}