প পৃষ্ঠা ১২
- Bengali Word পদ্মাক্ষ English definition [পদ্দাঁক্খো] (বিশেষণ) ১ পদ্মের মতো সুন্দর চোখবিশিষ্ট; কমললোচন; পদ্ম-আঁখি। ২ পদ্মবীজ। {(তৎসম বা সংস্কৃত) পদ্ম+অক্ষি}
- Bengali Word পদ্মাবতী English definition [পদ্দাঁবোতি] (বিশেষ্য) ১ মনসাদেবী। ২ কর্ণপত্নী। ৩ পদ্মানদী। ৪ কবি আলাওলের একটি কাব্যগ্রন্থের নাম। {(তৎসম বা সংস্কৃত) পদ্মা +বৎ(বতুপ্)ঈ(ঙীষ্)}
- Bengali Word পদ্মালয়া English definition [পদ্দাঁলয়া] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) লক্ষ্মী; কমলা; কমলবাসিনী (পদ্মালয়া পদ্মমুখী সীতারে পাইয়া-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) পদ্ম+আলয়া}
- Bengali Word পদ্মাসন English definition [পদ্দাঁশোন্] (বিশেষ্য) ১ যোগসাধনে বসার বিশেষ ভঙ্গি (ত্রিকোণাকার মণ্ডল মধ্যে পদ্মাসনের সমাসীন-সৈয়দ মুজতবা আলী)। ২ হিন্দু দেবতা ব্রহ্মা বা শিব। {(তৎসম বা সংস্কৃত) পদ্ম+আসন; বহুব্রীহি সমাস}
- Bengali Word পদ্মাসনা English definition [পদ্দাঁশোনা] (বিশেষ্য) লক্ষ্মী; কমলা। {(তৎসম বা সংস্কৃত) পদ্+ আসনা; বহুব্রীহি সমাস}
- Bengali Word পদ্মিনী English definition [পোদ্দিঁনি] (বিশেষণ) পদ্মযুক্তা; কমলিনী। □ (বিশেষ্য) ১ পদ্মঝাড়; পদ্মসমূহ। ২ চার জাতীয় নারীর মধ্যে সুলক্ষণা ও শ্রেষ্ঠা নারী। পদ্মিনীকান্ত, পদ্মিনীবল্লভ (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) পদ্ম+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word পদ্মোদ্ভব English definition ⇒ পদ্ম
- Bengali Word পদ্য English definition [পোদ্দো] (বিশেষ্য) ১ ছন্দবদ্ধ রচনা; ছন্দযুক্ত বাক্য বা শ্লোক; verse। ২ নিম্নশ্রেণির লোক (করিয়া আসন গাড়িল নিশান সম্মানে বসান পদ্য-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √পদ্+ য(যৎ)}
- Bengali Word পনর, পনরই English definition ⇒পনের
- Bengali Word পনস English definition [পনোশ্] (বিশেষ্য) ১ কাঁঠাল গাছ। ২ কাঁঠাল ফল (রসাল পনসকোষ রসালের রসে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পন্+অস(অসচ্)}
- Bengali Word পনাম English definition ⇒ প্রণাম
- Bengali Word পনাহ, পানাহ English definition [পনাহ্, পানাহ্] (বিশেষ্য) আশ্রয় (আল্লাহর কাছে পানাহ চাই)। {(ফারসি) পানাহ্}
- Bengali Word পনির, পনীর English definition [পোনির্] (বিশেষ্য) লবণাক্ত জমাট-বাঁধা ছানাবিশেষ; cheese। {(ফারসি) পনীর}
- Bengali Word পনেরো, পনর English definition [পনেরো, পোনোরো] (বিশেষ্য), (বিশেষণ) ১৫ সংখ্যা বা সংখ্যক। পনেরই (বিশেষ্য) মাসের পঞ্চদশ দিবস। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চদশ>}
- Bengali Word পন্থ English definition [পন্থো] (বিশেষ্য) ১ পথ; রাস্তা (পন্থ বিপথ নাহি মান-বিদ্যাপতি; একদিন নদ্যার ঠাকুর পন্থে করে মেলা-ময়মনসিংহ গীতিকা)। ২ ধর্মমত (কবীর-পন্থ)। ৩ ধর্ম সম্প্রদায় (নানক পন্থ) {(তৎসম বা সংস্কৃত) পন্থাঃ}
- Bengali Word পন্থা English definition [পন্থা] (বিশেষ্য) ১ পথ। ২ উপায়। ৩ সাধনা বা জ্ঞানমার্গ (তান্ত্রিক পন্থা)। ৪ ধারা; রীতি; পদ্ধতি। {(তৎসম বা সংস্কৃত) পন্থাঃ}
- Bengali Word পন্নগ English definition [পন্নগ] (বিশেষ্য) সর্প; সরীসৃপ; উরগ; অহি (নকুলে আকুল দেখে পন্নগের রণে-ঘনরাম চক্রবর্তী)। পন্নগী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । পন্নগঅশন, পন্নগাশন (বিশেষ্য) সর্পভুক; গরুড় (পন্নগ-অশনে নাগ নাহি ডরে যত-মাইকেল মধুসূদন দত্ত)। পন্নগকেশর (বিশেষ্য) নাগকেশর পুষ্প। পন্নগারি (বিশেষ্য) ১ গরুড়। ২ ময়ূর। ৩ বেজি; নকুল। {(তৎসম বা সংস্কৃত) পন্ন +√গম্+অ(ড)}
- Bengali Word পপিহা English definition [পোপিহা] (বিশেষ্য) পক্ষীবিশেষ; পাপিয়া; চাতক। {ধ্বন্যাত্মক, (তুলনীয়) (হিন্দি) পপীহা}
- Bengali Word পবন English definition [পবোন্] (বিশেষ্য) বায়ু; বাতাস। পবননন্দন (বিশেষ্য) ১ হনুমান। ২ ভীম। ৩ পবনবাহন অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) √পূ+অন(ল্যুট্)}
- Bengali Word পবমান English definition [পবোমান্] (বিশেষণ) পবন; বায়ু; পবিত্রকারী। {(তৎসম বা সংস্কৃত) √পূ+ মান(শানচ্)}