প পৃষ্ঠা ১৩
- Bengali Word পবার, পবাল English definition ⇒ প্রবাল
- Bengali Word পবিত্র English definition [পোবিত্ত্রো] (বিশেষণ) ১ পূত। ২ বিশূদ্ধ; খাঁটি। ৩ নিষ্পাপ; পাপহীন। পবিত্রা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পবিত্রতা (বিশেষ্য) ১ বিশুদ্ধতা; নির্মলতা। ২ পরিশুদ্ধি। পবিত্রিত (বিশেষণ) ১ পবিত্র করা হয়েছে এমন। ২ সংশোধিত। পবিত্রীকরণ (বিশেষ্য) ১ নির্মলীকরণ। ২ সংশোধন। পবিত্রীকৃত (বিশেষণ) পূত বা পবিত্র করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √পূ+ইত্র}
- Bengali Word পবেস English definition ⇒ প্রবেশ
- Bengali Word পমেটম English definition [পমেপম্] (বিশেষ্য) কেশের পারিপাট্যের জন্য ব্যবহৃত সুগন্ধময় স্নেহজ পদার্থবিশিষ্ট; কেশপ্রসাধন দ্রব্য (পমেটম ল্যাভেন্ডার ও আতর মেখে বাবু ড্রেসিংরুম হতে বৈঠকখানায় বার হলেনকালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) pomatum}
- Bengali Word পম্প English definition ⇒ পাম্প
- Bengali Word পর পর English definition [পর্পর্] (ক্রিয়াবিশেষণ) ১ উপর্যুপরি; উত্তরোত্তর; একের পর আর। ২ ক্রমান্বয়ে। ৩ ক্রমে ক্রমে। ৪ অন্তর অন্তর (দুই চারদিন পর পর জ্বর আসে)। □ (বিশেষণ) পাশাপাশি (পর পর সাজানো)। {(তৎসম বা সংস্কৃত) পর+ পর}
- Bengali Word পর ১ English definition [পর্] (বিশেষ্য) পাখির পালক। {(ফারসি) পর}
- Bengali Word পর ২ English definition [পর্] (বিশেষণ) ১ অন্য; ভিন্ন; পৃথক। ২ অনাত্মীয়; যার সাথে সম্বন্ধ নেই। ৩ শ্রেষ্ঠ; প্রধান; চরম; পরম (তুমি পিতা পরমে তোমার পর নাই-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ শত্রু; বৈরী; অরি। ২ অন্য ব্যক্তি (পরচর্চা)। ৩ মোক্ষ; মুক্তি; নির্বাণ। ৪ পরমাত্মা। ৫ ব্রহ্মা। □ (ক্রিয়াবিশেষণ) অনন্তর; পশ্চাৎ। পরা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরের ঘর (বিশেষ্য) মেয়েদের শ্বশুরবাড়ি। পরের ধনে পোদ্দারি-অন্যের অর্থাদির সাহায্যে কর্তৃত্ব ফলানো। পরের মাথায় কাঁঠাল ভাঙা, পরের মাথায় হাত বুলানো-ফাঁকি দিয়ে পরের দ্রব্যাদি আত্মসাৎ করা; পরকে ঠকানো। {(তৎসম বা সংস্কৃত) √পৃ…+ অ(অচ্)}
- Bengali Word পর ৩ English definition [পর্] (বিশেষ্য) প্রহর (তিন পর বেলা)। {(তৎসম বা সংস্কৃত) প্রহর>}
- Bengali Word পর ৪, ’পর English definition [পর্]- ‘উপর’- এর সংক্ষিপ্ত রূপ (মাথার পরে দেয়নি তুলে বাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উপরি>}
- Bengali Word পরওয়া English definition ⇒ পরোয়া
- Bengali Word পরওয়ানা English definition ⇒ পরোয়ানা
- Bengali Word পরওয়ার English definition [পর্ওয়ার্] (বিশেষ্য) প্রতিপালক। পরওয়ারদেগার, পরওয়ারদিগার (বিশেষ্য) রক্ষক; পালনকর্তা; জন্মদাতা আল্লাহ (গায়েবের মালিক পরওয়ারদেগার)। {(ফারসি) পরবর্ }
- Bengali Word পরক English definition [পরোক্] (বিশেষণ) ভিন্নদেশীয়; alien। {(তৎসম বা সংস্কৃত) পর+ ক}
- Bengali Word পরকলা English definition [পর্কলা] (বিশেষ্য) ১ কাচ। দর্পণ; আয়না। ৩ কাচের চাকতি; lens (চশমার পরকলা দুটো পুছে নিয়ে বললে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) পর্কালাহ্ }
- Bengali Word পরকার English definition ⇒ প্রকার
- Bengali Word পরকাল English definition [পরোকাল্] (বিশেষ্য) ১ পরলোক; মৃত্যুর পরবর্তী অবস্থা; আখেরাত। ২ ভবিষ্যৎ; উত্তরকাল। পরকাল খাওয়া ভবিষ্যৎ উন্নতির পথ নষ্ট করা (আদর দিয়ে দিয়ে ছেলের পরকালটা খেলে)। {(তৎসম বা সংস্কৃত) পর+ কাল}
- Bengali Word পরকাশ English definition ⇒ প্রকাশ
- Bengali Word পরকিত English definition ⇒ প্রকৃত
- Bengali Word পরকীকরণ English definition [পরোকিকরোন্] (বিশেষ্য) হস্তান্তরিতকরণ; alienation। {(তৎসম বা সংস্কৃত) পর+ ক+ ঈ(চ্বি)+ করণ}