প পৃষ্ঠা ১১
- Bengali Word পদান্বয় English definition [পদান্নয়] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) পদের অন্বয় বা সম্বন্ধ। ২ পদ পরিচয়। পদান্বয়ী (বিশেষণ) অন্য পদের সঙ্গে সংযোগ সাধন করে এমন (পদান্বয়ী অব্যয়)। {(তৎসম বা সংস্কৃত) পদ+অন্বয়}।
- Bengali Word পদাবনত English definition ⇒ পদানত
- Bengali Word পদাবলি, পদাবলী English definition [পদাবোলি] (বিশেষ্য) বৈষ্ণব কবিদের রচিত পদ বা গীতি কবিতাবলি। ২ পদসমূহ। {(তৎসম বা সংস্কৃত) পদ+ আবলি; আবলী; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পদাম্বুজ, পদারবিন্দ English definition [পদাম্বুজ্, পদারোবিন্দো] (বিশেষ্য) ১ চরণকমল; পাদপদ্ম (নমি আমি, কবিগুরু, তব পদাম্বুজে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ চরণরূপ পদ্ম। {(তৎসম বা সংস্কৃত) পদ+অম্বুজ, অরবিন্দ}
- Bengali Word পদার্থ ১ English definition [পদার্থো] (বিশেষ্য) ১ পদ বা শব্দের অর্থ; শব্দের প্রতিপাদ্য। ২ বস্তু; দ্রব্য; জিনিস। ৩ সারবস্তু; substance; matter (যাহা ওজনবিশিষ্ট এবং স্থান দখল করিয়া থাকে তাহাই পদার্থ-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ৪ বৈশেষিক দর্শনে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, ও অভাব। ৫ তর্কবিদ্যায় জ্ঞানের বিষয়সমূহ যে সকল ব্যাপক বিভাগে শ্রেণিবদ্ধ করা যায়; category। পদার্থবিজ্ঞান, পদার্থবিদ্যা (বিশেষ্য) জড়পদার্থের ধর্ম সম্পর্কে জ্ঞানদায়ক বিদ্যা বা শাস্ত্র; physics। {(তৎসম বা সংস্কৃত) পদ+অর্থ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পদার্থ ২ English definition [পদার্থো] (বিশেষ্য) সার; প্রতিভা; genius। {(তৎসম বা সংস্কৃত) পদ+অর্থ}
- Bengali Word পদার্পণ English definition [পদার্পন্, পদার্পোন্] (বিশেষ্য) ১ পৌঁছা; পা রাখা (একুশ বছরে পদার্পণ); প্রবেশ; উপস্থিত হওন। ২ পদবিন্যাস; চরণস্থাপন; পদক্ষেপণ। {(তৎসম বা সংস্কৃত) পদ+অর্পণ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পদাশ্রয় English definition [পদাস্স্রয়্] (বিশেষ্য) ১ পদছায়া; পরণাশ্রয়। ২ অনুগ্রহ। পদাশ্রয়ী (বিশেষণ) চরণে আশ্রয় নিয়েছে এমন। পদাশ্রিত (বিশেষণ) ১ চরণে আশ্রয় পেয়েছে এমন; চরণাশ্রয়প্রাপ্ত। ২ অনুগৃহীত। পদাশ্রিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পদ+আশ্রয়}
- Bengali Word পদাসন English definition [পদাশোন্] (বিশেষ্য) পা রাখার আসন; পাদপীঠ। {(তৎসম বা সংস্কৃত) পদ+ আসন; ৪ তৎপুরুষ সমাস}
- Bengali Word পদাহত English definition [পদাহতো] (বিশেষণ) ১ চরণ দ্বারা প্রহৃত। ২ পদাঘাতপ্রাপ্ত; পায়ে আঘাত দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পদ+আহত; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word পদিনা English definition ⇒ পুদিনা
- Bengali Word পদুমা English definition ⇒ পুদ্মা
- Bengali Word পদুমিনী (মধ্যযুগীয় বাংলা) English definition [পোদুমিনি] (বিশেষ্য) ১ পদ্মিনী। ২ পদ্মের ন্যায় সৌরভ ইত্যাদি লক্ষণযুক্তা রমণী (একে ধনি পদুমিনী সহজহি ছোটি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পদ্মিনী>}
- Bengali Word পদে পদে English definition [পদেপদে] (ক্রিয়াবিশেষণ) প্রতি পদে; বারে বারে; প্রতি পদক্ষেপে। {(তৎসম বা সংস্কৃত) পদ+এ>}
- Bengali Word পদোদক, পাদোদক English definition [পদোদক্ পাদোদক্] (বিশেষ্য) পা-ধোয়া জল (স্বামীর পদোদকেই সকল ব্যামো সারে-শরৎচন্ত্র চট্টেপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পদ, পাদ+উদক; কর্মধারয় সমাস}
- Bengali Word পদোন্নতি English definition [পদোন্নতি] (বিশেষ্য) ১ চাকরিতে পরবর্তী ধাপে উত্তীর্ণ; চাকরি বা কর্মের উন্নতি। ২ আধিপত্য, মর্যাদা বা ক্ষমতার বৃদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) পদ+ উন্নতি; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পদ্ধতি English definition [পদ্ধোতি] (বিশেষ্য) ১ পথ (প্রাণ লয়ে পালাতে পদ্ধতি খুঁজে বুলে-ঘনরাম চক্রবর্তী)। ২ নিয়ম; রীতি; প্রণালি; প্রথা; ধারা। ৩ শ্রেণি; পঙ্ক্তি। ৪ আচার। ৫ প্রবাহ। ৬ রেখা। {(তৎসম বা সংস্কৃত) পদ্+হতি; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word পদ্ম English definition [পদ্দোঁ] (বিশেষ্য) ১ একপ্রকার জলজ পুষ্প; কমল; ঋৎপল; সরোজ; পঙ্কজ; নলিন; শতদল; রাজীব; কোকনদ; কুবলয়; পুণ্ডরীক; অরবিন্দ; ইন্দীবর; পুষ্কর; তামরস; মৃণাল। ২ তন্ত্রশাস্ত্রোক্ত দেহের অভ্যন্তরীণ চক্রবিশেষ (হৃৎপদ্ম, নাভিপদ্ম)। ৩ ১০,০০,০০০,০০,০০,০০০ সংখ্যা বা সংখ্যক; ১০১৩। পদ্মকাঁটা (বিশেষ্য) চর্মরোগবিশেষ; ত্বকের উপর মৃণালের কাঁটার মতো চর্মরোগ। পদ্মকেশর (বিশেষ্য) পদ্মফুলের পরাগযুক্ত সূক্ষ্মসূত্র। পদ্মকোষ (বিশেষ্য) পদ্মকোরক; কমল-কলি। পদ্মগন্ধি (বিশেষণ) পদ্মফুলের সৌরভবিশিষ্ট। গর্ভ (বিশেষ্য) ১ পদ্মফুলের অভ্যন্তর; পদ্মগর্ভে (অভ্যন্তরে) যার। পদ্মনাথ (বিশেষ্য) সূর্য। পদ্মনাভ (বিশেষ্য) ১ পদ্ম নাভিতে যার। ২ বিষ্ণু। পদ্মনেত্র (বিশেষণ) পদ্মের ন্যায় নয়নবিশিষ্ট; কমলোচন। পদ্মপত্র (বিশেষ্য) পদ্মপাতা; কমলদল। পদ্মপর্ণ (বিশেষ্য) পদ্মের পাপড়ি (অশ্রুময় আঁখি নিশার শিশির পূর্ণ পদ্মপর্ণ যেন-মাইকেল মধুসূদন দত্ত)। পদ্মপরাগ (বিশেষ্য) পদ্মের রেণু; পদ্মরাজ। পদ্মপলাশ (বিশেষ্য) পদ্ম পাতা। পদ্মপলাশলোচন (বিশেষণ) পদ্মের পাপড়ির মতো আয়ত নয়নবিশিষ্ট। পদ্মপাণি (বিশেষ্য) পদ্ম পাণিতে (হাত) যার; বিষ্ণু। পদ্মপুরাণ (বিশেষ্য) পুরাণবিশেষ। পদ্মপ্রিয়া (বিশেষ্য) হিন্দু দেবী মনসা। পদ্মবন্ধু (বিশেষ্য) ১ সূর্য। ২ মধুকর। পদ্মভূ, পদ্মসম্ভব, পদ্মোদ্ভব (বিশেষ্য) পদ্মে জন্ম যার; পদ্ম উৎপত্তি স্থল যার; বিষ্ণু বা ব্রহ্মা। পদ্মমুখ (বিশেষণ) পদ্মের মতো কমনীয় মুখবিশিষ্ট। □ (বিশেষ্য) পদ্মের মতো সুন্দর মুখ। পদ্মমুখী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । পদ্মযোনি (বিশেষ্য) ব্রহ্মা। পদ্মরাগ (বিশেষ্য) ১ পদ্মের ন্যায় রাগ বা বর্ণ যার। ২ পদ্মবর্ণ মূল্যবান মণিবিশেষ; চুনি; ruby। পদ্মলোচন (বিশেষণ) পদ্মনেত্র। পদ্মশ্রী (বিশেষ্য) ১ বোধিসত্ত্বের নাম। ২ বর্তমান ভারতে প্রচলিত সরকার প্রদত্ত উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √পদ্+ম(মন্)}
- Bengali Word পদ্মা, পদুমা (মধ্যযুগীয় বাংলা) English definition [পদ্দাঁ, পোদুমা] (বিশেষ্য) ১ বাংলাদেশের নদীবিশেষ; পঙ্গানদীর নিম্নভাগের নাম যা বাংলাদেশে প্রবাহিত। ২ হিন্দুদেবী লক্ষ্মী; মনসা। {(তৎসম বা সংস্কৃত) √পদ্+ম(মন্)+আ(টাপ্)}
- Bengali Word পদ্মাকর English definition [পদ্দাঁকর্] অনেক পদ্ম জন্মে এমন জলাশয়; পদ্মপুষ্পবহুল সরোবর। {(তৎসম বা সংস্কৃত) পদ্ম+আকর}