প পৃষ্ঠা ১৪
- Bengali Word পরকীয় English definition [পরোকিয়ো] (বিশেষণ) পরসম্বন্ধীয়; অন্যের। পরকীয়া (বিশেষ্য) প্রণয়িনী; অন্যের পত্নী; পরপত্নী বা কুমারী (আপনি পরকীয়া মহিলা আশঙ্কা করিয়া অধর্মভয়ে শকুন্তলা পরিগ্রহে পরাঙ্মুখ হইতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। পরকীয়াবাদ (বিশেষ্য) বৈষ্ণব শাস্ত্রে প্রেমবিষয়ক মতবাদ। {(তৎসম বা সংস্কৃত) পর+ক(কুক্আগম)+ ঈয়(ছ)}
- Bengali Word পরকোলা English definition [পর্কোলা] (বিশেষ্য) ১ দোলা (আসবে আবার পদ্মানদী, দুলবে তরী ঢেউ দোলায় তেমনি করে দুলব আমি তেমার বুকের পরকোলায়-কাজী নজরুল ইসলাম)। {পর+কোল+আ}
- Bengali Word পরখ, পরখাই English definition [পরোখ্, পর্খাই] (বিশেষ্য) ১ পরীক্ষা; বিচার; যাচাই (এ গাঁর লোকে করতে পরখ ও গাঁর লোকের বল-জসীমউদ্দীন; ভিনদেশী অতিথে আজ করিব পরখাই-ময়মনসিংহ গীতিকা)। ২ বিবেচনা; পর্যালোচনা। পরখা (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) পরীক্ষা করা। পরখি (পদ্যে ব্যবহৃত) পরীক্ষা করে (চিনি যে পরখি রূপ যে দরদি-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পরীক্ষা>}
- Bengali Word পরগনা, পরগণা English definition {পর্গনা} (বিশেষ্য) অনেকগুলো গ্রামের সমষ্টি; জেলার অংশবিশেষ; চাকলা (অধিকার রাজার চৌরশী পরগণা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) পরগনাহ্ }
- Bengali Word পরগাছা English definition [পর্গাছা] (বিশেষ্য) ১ যে গাছ বা লতা অন্য গাছকে আশ্রয় করে জন্মে ও বাঁচে; পরজীবী উদ্ভিদ। ২ (আলঙ্কারিক) অপরের আশ্রিত ব্যক্তি (পরগাছারা বিদেয় হয়েছে-মনোজ বসু)। {পর+গাছ+আ}
- Bengali Word পরঘরি English definition [পর্ঘোরি] (বিশেষণ) অন্যের গৃহে বাসকারী; পরাশ্রিত। {পর+ঘর+ই}
- Bengali Word পরচর্চা English definition [পর্চর্চা, পরোচর্চা] (বিশেষ্য) অণ্যের সম্বন্ধে সমালোচনা। {পর+চর্চা}
- Bengali Word পরচা English definition ⇒ চর্চা
- Bengali Word পরচার English definition ⇒ প্রচার
- Bengali Word পরচারি English definition ⇒ প্রচার
- Bengali Word পরচাল English definition ⇒ পরচালা
- Bengali Word পরচালা, পরচাল English definition [পর্চালা, পর্চাল্] (বিশেষ্য) ঘরের চালের নিম্নদেশে দ্বারের উপরকার ক্ষুদ্র আচ্ছাদন বা চালা; চালের ছাঁইচ (পথের ধারে এক খানা আটচালা দেখিয়া তাহার পরচালার নীচে আশ্রয় লইলাম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {পর+চাল+আ}
- Bengali Word পরচুল, পরচুলা English definition [পর্চুল, পর্চুলা] (বিশেষ্য) কৃত্রিম কেশ (যাহার সুন্দর কেশপাশ আছে সে আর পরচুলা ব্যবহার করে না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {পর+চুল+আ}
- Bengali Word পরচ্ছন্দ English definition [পরোচ্ছন্দো] (বিশেষ্য) ১ অন্যের ইচ্ছা বা অভিলাষ; পরের মতলব। □ (বিশেষণ) পরাধীন; পরবশ; অন্যের ইচ্ছায় চলে এমন। পরচ্ছন্দানুবর্তী (বিশেষণ) পরের অনুকারী; পরাধীন। {(তৎসম বা সংস্কৃত) পর+ছন্দ}
- Bengali Word পরচ্ছিদ্র English definition [পরোচ্ছিদ্দ্রো] (বিশেষ্য) ১ অন্যের দোষ বা ত্রুটি। পরচ্ছিদ্রান্বেষণ (বিশেষ্য) অপরের দোষ খুঁজে বের করা; পরের দোষ সন্ধান। পরচ্ছিদ্রান্বেষী (-ষিন্) (বিশেষণ) অন্যের দোষ খুঁজে বেড়ায় এমন ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) পর+ছিদ্র}
- Bengali Word পরজ English definition [পরোজ্] (বিশেষ্য) সঙ্গীতের রাগবিশেষ (তারপর বীণায় পরজ আলাপ করলেন অতি মৃদু স্বরে, অতি বিলম্বিত লয়ে-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) পরজিকা>}
- Bengali Word পরজীবী (-বিন্) English definition [পরোজিবি] (বিশেষ্য), (বিশেষণ) ১ যে অন্যকে আশ্রয় করে বাঁচে; অন্যের দ্বারা প্রতিপালিত হয় এমন। ২ (বিজ্ঞান.) অন্য জীবের দেহে বাস করে এরূপ উদ্ভিদ বা প্রাণী; parasite। {(তৎসম বা সংস্কৃত) পর+জীবিন্}
- Bengali Word পরঞ্জয় English definition [পরোন্জয়্] (বিশেষ্য) রিপু জয়কারী; অরিন্দম; শত্রুবিজয়ী। {(তৎসম বা সংস্কৃত) পর+√জি+অ(অচ্)}
- Bengali Word পরটা, পরোটা, পরেটা English definition [পরোটা, পরোটা, পরেটা] (বিশেষ্য) ঘিয়ে অথবা তেলে ভাজা রুটি (এক বেলা আটার পরোটা খাওয়া যেতো-ওবায়েদুল হক)। {(তৎসম বা সংস্কৃত) পুরোডাশ>; (তুলনীয়) (হিন্দি) পরেঠা}
- Bengali Word পরত English definition [পরোত্] (বিশেষ্য) ভাঁজ; স্তর; থাক; পট; layer (শতেক পরতে যদি কস্তুরি ঢাকএ অবশ্য তাহার গন্ধ প্রকাশিত হএ-দৌলত উজির বাহরাম খান)। {(আরবি) ফর্দ্; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) পত্র}