প পৃষ্ঠা ১৮
- Bengali Word পরমান English definition ⇒ প্রমাণ
- Bengali Word পরমানন্দ English definition [পরোমানন্দো] (বিশেষ্য) অতিশয় আনন্দ। {(তৎসম বা সংস্কৃত) পরম+আনন্দ}
- Bengali Word পরমান্ন English definition [পরোমান্নো] (বিশেষ্য) পায়েস; পায়সান্ন; দুধ, চিনি বা গুড় সংযোগে পাকানো অন্ন। {(তৎসম বা সংস্কৃত) পরম+অন্ন; কর্মধারয় সমাস}
- Bengali Word পরমার্থ English definition [পরোমার্থো] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ বস্তু। ২ ধর্ম। ৩ শ্রেষ্ঠ সত্য; পরম সত্য। ৪ পরম কাম্য; চরম লক্ষ্য। পরমার্থ চিন্তা (বিশেষ্য) ধর্মচিন্তা; হিন্দুমতে ব্রহ্মধ্যান (এ আফ্লাতুন মেয়ের জুলুমে মায়েরও পরমার্থ চিন্তা অনেক কমাতে হয়েছে- নই)। {(তৎসম বা সংস্কৃত) পরম+অর্থ; কর্মধারয় সমাস}
- Bengali Word পরমায়ু, পরমায়ুঃ, পরমাই English definition [পরোমায়ু, পরোমায়ুহ্, পর্মাই] (বিশেষ্য) আয়ু; জীবিতকাল। {(তৎসম বা সংস্কৃত) পরম+আয়ুঃ; কর্মধারয় সমাস}
- Bengali Word পরমুখাপেক্ষা English definition [পর্মুখাপেক্খা] (বিশেষ্য) অন্যের উপর নির্ভরতা; অন্যের সাহায্য প্রত্যাশা। পরমুখাপেক্ষী (-ক্ষিন্) (বিশেষণ) অন্যের উপর নির্ভরশীল; অপরের সাহায্যপ্রত্যাশী। পরমুখাপেক্ষিতা (বিশেষ্য) অন্যের উপর নির্ভরশীলতা। {(তৎসম বা সংস্কৃত) পরমুখ+অপেক্ষা; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরমেশ, পরমেশ্বর English definition [পরমেশ্, পরোমেশ্শর্] (বিশেষ্য) জগদীশ্বর; পরব্রহ্ম। পরমেশ্বরী (বিশেষ্য) হিন্দুদেবী ভগবতী; দুর্গা। {(তৎসম বা সংস্কৃত) পরম+ঈশ; ঈশ্বর; কর্মধারয় সমাস}
- Bengali Word পরমোৎসব English definition [পরোমোত্শব্] (বিশেষ্য) শ্রেষ্ঠ উৎসব; মহান উৎসব। {(তৎসম বা সংস্কৃত) পরম+উৎসব; কর্মধারয় সমাস}
- Bengali Word পরম্পর English definition [পরোম্পর্] (বিশেষণ) পরপর; একের পর আর; ধারানুযায়ী; অনুক্রমাগত। {(তৎসম বা সংস্কৃত) পর+পর}
- Bengali Word পরম্পরা English definition [পরোম্পরা] (বিশেষ্য) ধারা; অনুক্রম (বংশ পরম্পরা)। পরম্পরাগত, পরম্পরীণ (বিশেষণ) পরম্পরায় বা ক্রমানুসারে আগত; ধারাবাহিক। পরম্পরায়, পরম্পরাক্রমে (ক্রিয়াবিশেষণ) পরপর ক্রমানুসারে; ক্রমে ক্রমে। {(তৎসম বা সংস্কৃত) পর+পর}
- Bengali Word পররোধ English definition ⇒ প্রবোধ
- Bengali Word পরলোক English definition [পরোলোক্] (বিশেষ্য) মৃত্যুর পরবর্তী জগৎ; মরণের পর যে স্থানে অবস্থান করতে হয়; লোকান্তর; মৃত্যুর পরবর্তী অবস্থা। ২ পরকাল; ইহকালের পরবর্তী কাল; আখেরাত। ৩ মৃত্যু। পরোলোকগমন, প্রাপ্তি (বিশেষ্য) মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত) পর+লোক; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরশ ১, পরশন English definition [পরোশ্, পরোশন্] (বিশেষ্য) স্পর্শ; ছোঁয়াচ (নীবিবন্ধ পরশে চমকি উঠে গৌরী-বিদ্যাপতি; এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) স্পর্শ>পরশ (স্বরাগমে)}
- Bengali Word পরশ ২ English definition ⇒ পারশ
- Bengali Word পরশই (ব্রজবুলি) English definition স্পর্শ করে; ছোঁয়। পরশিহ (ব্রজবুলি) স্পর্শ কোরো (পরবোধি পয়োধর পরশিহ-বিদ্যাপতি)। পরসে (মধ্যযুগীয় বাংলা) স্পর্শ করা; ছোঁওয়া (পরসে পিরীতি আঁধার ঘরে সাপ-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √স্পৃশ্>}
- Bengali Word পরশপাথর, পরশমণি English definition [পরোশ্পাথোর্, পরোশ্মোনি] (বিশেষ্য) স্পর্শমণি; কাল্পনিক প্রস্তরবিশেষ যার স্পর্শে লোহাদি স্বর্ণে রূপান্তরিত হয় (আমার ভাণ্ডারে আছে পরশপাথর-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) স্পর্শপ্রস্তর; স্পর্শমণি>}
- Bengali Word পরশা, পরষা, পরসা (মধ্যযুগীয় বাংলা) English definition [পরশা] (ক্রিয়া) পরিবেশন করা; ভোজনপাত্রে খাদ্য দান করা (হাসিয়া পরসে অলবণ রান্ধে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পরি+বিশ>}
- Bengali Word পরশু ১ English definition [পরোশু] (বিশেষ্য) কুঠার; টাঙ্গি; প্রাচীন ভারতের যুদ্ধাস্ত্রবিশেষ (ভিন্দিপাল, তূণ, শর, মুদ্গর, পরশু-মাইকেল মধুসূদন দত্ত)। পরশুরাম (বিশেষ্য) পুরোণোক্ত ঋষিবিশেষ; যমদগ্নি ঋষির পুত্র; বিষ্ণুর ষষ্ঠ অবতার যিনি কুঠার দ্বারা একুশ বার ক্ষত্রিয়কুল ধ্বংস করেছিলেন। {(তৎসম বা সংস্কৃত) পর+√শৃ…+উ(কু)}
- Bengali Word পরশু ২ English definition [পোর্শু] (ক্রিয়াবিশেষণ) আগামী কালের পরের দিন; গতকালের পূর্বদিন। {(তৎসম বা সংস্কৃত) পরশ্বঃ}
- Bengali Word পরশ্ব English definition [পরোশ্শো] (ক্রিয়াবিশেষণ) গতকালের আগের দিনে বা আগামীকালের পরদিনে। □ (বিশেষ্য) গতদিনের আগের দিন বা আগামী দিনের পরদিন। {(তৎসম বা সংস্কৃত) পর+সঙ্গ; ৬ তৎপুরুষ সমাস}