প পৃষ্ঠা ১৬
- Bengali Word পরনিন্দা English definition [পরোনিন্দা] (বিশেষ্য) অন্যের কুৎসা বা দোষকীর্তন। {(তৎসম বা সংস্কৃত) পর+নিন্দা; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরন্তপ English definition [পরোন্তপ্] (বিশেষণ) শত্রুকে পীড়ন করে এমন; অরিন্দম; শত্রু-তাপন (কালি প্রভাতে কুমার পরন্তপ প্রবেশিবে রণে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পর+ √তাপি+অ(খচ্)}
- Bengali Word পরন্তু English definition [পরোন্তু] (অব্যয়) অধিকন্তু। ২ পক্ষান্তরে। □ (বিশেষ্য) কিন্তু। {(তৎসম বা সংস্কৃত) পরম্+ তু}
- Bengali Word পরপতি English definition [পরোপতি/পর্পতি] (বিশেষ্য) ১ অন্য নারীর স্বামী। ২ উপপতি। ৩ পরকীয়া সাধনতত্ত্বের নায়ক (পরপতি সনে বেঁধেছে পরানে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পর+পতি; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরপত্নী English definition [পরোপোত্নি] (বিশেষ্য) অপরের পত্নী; পরস্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) পর+পত্নী; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরপদ English definition [পরোপদ্] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ স্থান; পরম বা সর্বশ্রেষ্ঠ পদ। ২ মোক্ষ। ৩ (ব্যাকরণ) সমাসে সমস্যমান পদদুটোর মধ্যে পরেরটি বা দ্বিতীয়টি (শ্রেষ্ঠধন-এখানে ‘ধন’ দ্বিতীয় পদ)। {(তৎসম বা সংস্কৃত) পর+পদ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরপীড়ক English definition [পর্পিড়োক্] (বিশেষণ) অন্যকে পীড়ন করে এমন। {(তৎসম বা সংস্কৃত) পর+পীড়ক; বহুব্রীহি সমাস}
- Bengali Word পরপীড়ন English definition [পর্পিড়োন্] (বিশেষ্য) অন্যের উপর অত্যাচার; অপরকে ক্লেশদান। {(তৎসম বা সংস্কৃত) পর+পীড়ন; ২ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরপুরুষ English definition [পর্পুরুশ্] (বিশেষ্য) ১ স্বামী ছাড়া অন্য পুরুষ; উপপতি। ২ পরম পুরুষ। ৩ প্রধান পুরুষ; পুরুষোত্তম। ৪ উপপতি। ৫ পরবর্তী বংশধর। {(তৎসম বা সংস্কৃত) পর+ পুরুষ}
- Bengali Word পরপুষ্ট English definition [পরোপুশ্টো] (বিশেষ্য) কোকিল; পরভৃত। □ (বিশেষণ) অন্যের দ্বারা পালিত। পরপুষ্টা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বেশ্যা; গণিকা। □ (বিশেষণ) অন্যের দ্বারা পালিতা। {(তৎসম বা সংস্কৃত) পর+পুষ্ট; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরপূর্বা English definition [পরোপুর্বা] (বিশেষণ) পূর্বে অন্যের বিবাহিতা বা বাগদত্তাছিল এমন; অন্যপূর্বা। {(তৎসম বা সংস্কৃত) পর+পূর্বা; বহুব্রীহি সমাস}
- Bengali Word পরব English definition ⇒ পর্ব
- Bengali Word পরবত (পদ্যে ব্যবহৃত) English definition [পর্বত্] (বিশেষ্য) পর্বত (দেহারা দেউল নাহি পরবত সকল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) পর্বত>}
- Bengali Word পরবন্ধ (পদ্যে ব্যবহৃত) English definition [পর্বন্ধো] (বিশেষ্য) প্রবন্ধ; কৌশল; উপায় (কর নানা পরবন্ধ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রবন্ধ>}
- Bengali Word পরবর্তী (-তিন্) English definition [পরোবোর্তি] (বিশেষণ) পরে অবস্থিত; পশ্চাৎস্থিত। পরবর্তিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পর+বর্তিন্}
- Bengali Word পরবশ English definition [পরোবশ্] (বিশেষণ) ১ পরাধীন; অন্যের ইচ্ছাধীন। ২ অধীন (লোভ পরবশ)। {(তৎসম বা সংস্কৃত) পর+বশ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরবাদ ১ English definition [পরোবাদ্] (বিশেষ্য) ১ নিন্দা; অপবাদ; অখ্যাতি। ২ প্রত্যুত্তর; উত্তরবাক্য। পরবাদী (-দিন্) (বিশেষণ) ১ নিন্দুক; অপবাদকারী। ২ প্রত্যুত্তরকারী। পরবাদিনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পর+বাদ}
- Bengali Word পরবাদ ২ English definition ⇒ প্রবাদ
- Bengali Word পরবাস, পরবাসী English definition ⇒ প্রবাস
- Bengali Word পরবি, পরবী English definition [পরোবি] (বিশেষ্য) পর্বাদিতে প্রাপ্য বখশিশ; পার্বণী (ইদে-দেওয়ালীতে উৎসবের পরবী খরচ-গোপাল হালদার)। {(তৎসম বা সংস্কৃত) পর্ব>পরব+ই}