প পৃষ্ঠা ১৭
- Bengali Word পরবুধ English definition ⇒ প্রবোধ
- Bengali Word পরবেশ English definition ⇒ প্রবেশ
- Bengali Word পরব্যোম English definition [পরোব্বোম্] (বিশেষ্য) মহাশূন্য; মহাকাশ। {(তৎসম বা সংস্কৃত) পর+ব্যোম; কর্মধারয় সমাস}
- Bengali Word পরব্রত English definition [পরোব্ব্রোতো] (বিশেষণ) মহৎ ব্রত অবলম্বনকারী। {(তৎসম বা সংস্কৃত) পর+ব্রত; কর্মধারয় সমাস}
- Bengali Word পরব্রহ্ম (-হ্মন্) English definition [পরোব্ব্রোম্হো] (বিশেষ্য) ১ পরমপুরুষ; পরমেশ্বর। ২ অনন্ত অসীম সর্বব্যাপী পরমব্রহ্ম। {(তৎসম বা সংস্কৃত) পর+ব্রহ্ম; কর্মধারয় সমাস}
- Bengali Word পরভাগ্যোপজীবী (-বিন্) English definition [পরোভাগ্গোপোজিবি] (বিশেষণ) অন্যের ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে জীবন ধারণ করে এমন। পরভাগ্যেপজীবনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরভাগ্য+উপজীবী; বহুব্রীহি সমাস}
- Bengali Word পরভাত English definition ⇒ প্রভাত
- Bengali Word পরভাতা English definition [পর্ভাতা] (বিশেষণ) পরের ভাত খায় এমন; পরান্নভোজী; পরাশ্রিত; অন্নদাস (পরভাতা হয়ো না)। {পর+ভাত+আ}
- Bengali Word পরভৃত English definition [পরোভৃতো] (বিশেষ্য) কোকিল; পিক। □ (বিশেষণ) পরপুষ্ট; অন্য কর্তৃক পালিত। পরভৃতা (বিশেষ্য), (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পর+ভৃত; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরভৃৎ English definition [পরোব্ভৃত্] (বিশেষ্য) কোকিলকে যে পালন করে অর্থাৎ কাক; বায়স। {(তৎসম বা সংস্কৃত) পর+ভৃৎ; বহুব্রীহি সমাস}
- Bengali Word পরম English definition [পরোম্] (বিশেষণ) ১ শ্রেষ্ঠ; মহান; প্রধান; সর্বোত্তম (পরমপুরুষ)। ২ প্রথম; আদ্য। ৩ অত্যন্ত; চরম (পরম দুঃখ)। ৪ চূড়ান্ত; শেষ (চাষবাসই করব এমন ইচ্ছাই পরম নয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। পরমা( স্ত্রীলিঙ্গ) । পরমপদ (বিশেষ্য) ১ শ্রেষ্ঠস্থান। ২ মোক্ষ; মুক্তি। পরমপদার্থ (বিশেষ্য) শ্রেষ্ঠ বা মূল সত্তা। পরমপিতা, পরমপুরুষ, পরমব্রহ্ম (বিশেষ্য) পরমেশ্বর। পরমহংস (বিশেষ্য) মহাযোগী; শুভচিত্ত সংযত সমদর্শী নির্লোভ ও নির্বিকার যোগী পুরুষ। {(তৎসম বা সংস্কৃত) পর+ √মা+অ(ক)}
- Bengali Word পরমত English definition [পরোমত্] (বিশেষ্য) অপরের অভিমত; অন্যের ধারণা বা ধর্ম। পরমতসহিষ্ণু (বিশেষণ) অপরের মত বা সিদ্ধান্ত সহ্য করে এমন। পরমতসহিষ্ণুতা (বিশেষণ) অপরের মত গ্রহণকারী। পরমতাবলম্বী (বিশেষণ) অপরের মত গ্রহণকারী। পরমত-অসহিষ্ণু, পরমতাসহিষ্ণু (বিশেষণ) অন্যের মত সহ্য করতে পারে না এমন। {(তৎসম বা সংস্কৃত) পর+মত}
- Bengali Word পরমা English definition [পরোমা] (বিশেষণ) শ্রেষ্ঠা; প্রধানা। পরমা গতি (বিশেষ্য) মুক্তি; মোক্ষ। পরমাপ্রকৃতি (বিশেষ্য) আদ্যাশক্তি। পরমা সুন্দরী (বিশেষণ) অপরূপ রূপলাবণ্যবতী; অতিশয় সৌন্দর্যশালিনী। {(তৎসম বা সংস্কৃত) পরম+ আ(টাপ্)}
- Bengali Word পরমাই English definition ⇒ পরমায়ু
- Bengali Word পরমাণ English definition ⇒ প্রমাণ
- Bengali Word পরমাণু English definition [পরোমানু] (বিশেষ্য) ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত মৌল পদার্থের সূক্ষ্মতম অংশ, যার মধ্যে পদার্থের যাবতীয় ধর্ম বর্তমান এবং এর প্রোটনের সংখ্যা পদার্থের ভিন্নতা নির্দেশক (পৃথিবীর সকল বস্তুই পরমাণু দ্বারা গঠিত-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। পারমাণবিক (বিশেষণ) ১ পরমাণু সম্বন্ধীয়। ২ পরমাণু দ্বারা গঠিত। {(তৎসম বা সংস্কৃত) পরম+অণু}
- Bengali Word পরমাত্মা English definition [পরোমাত্তাঁ] (বিশেষ্য) উপনিষদ-কথিত বিশ্বস্রষ্টা পরমপুরুষ ব্রহ্মা। {(তৎসম বা সংস্কৃত) পরম+আত্মা; কর্মধারয় সমাস}
- Bengali Word পরমাত্মীয় English definition [পরোমাত্তিঁয়ো] (বিশেষ্য), (বিশেষণ) অত্যন্ত ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ; অত্যন্ত নিকট সম্বন্ধীয়। পরমাত্মীয়া (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরম+আত্মীয়}
- Bengali Word পরমাদ English definition ⇒ প্রমাদ
- Bengali Word পরমাদর English definition [পরোমাদর্] (বিশেষ্য) অতিশয় আদর; বা যত্ন; পরম সমাদর বা আপ্যায়ন। পরমাদৃত (বিশেষণ) অতিশয় আদৃত। {(তৎসম বা সংস্কৃত) পরম+আদর; কর্মধারয় সমাস}