প পৃষ্ঠা ২০
- Bengali Word পরাগত ১ English definition [পরাগতো] (বিশেষণ) ১ প্রত্যাগত। ২ পশ্চাদাগত। {(তৎসম বা সংস্কৃত) পরা+আ+√গম্+ত(ক্ত)}
- Bengali Word পরাগত ২ English definition [পরাগতো] (বিশেষণ) ১ পরিব্যাপ্ত; বিস্তৃত। ২ বিকশিত। ৩ যুক্ত। {(তৎসম বা সংস্কৃত) পরা+আ+√গম্+ত(ক্ত)}
- Bengali Word পরাঙ্মুখ English definition [পরাঙ্মুখ্] (বিশেষ্য) ১ মুখ ফিরিয়ে আছে এরূপ; বিমুখ। ২ প্রতিকূল; বিরুদ্ধ। ৩ উদাসীন; নির্লিপ্ত (কি হবে বিষয় সুখ তাহে পতি পরাঙ্মুখ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) নিবৃত্ত; ক্ষান্ত। {(তৎসম বা সংস্কৃত) পরাক্+মুখ}
- Bengali Word পরাজয় English definition [পরাজয়্] (বিশেষ্য) পরাভব; হার। পরাজিত (বিশেষণ) পরাভূত; পরাস্ত; হারিয়েছে এমন। পরাজিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরা+√জি+অ(অচ্)}
- Bengali Word পরাণ, পরাণি English definition ⇒ প্রাণ
- Bengali Word পরাত English definition [পরাত্] (বিশেষ্য) বৃহৎ থালা। {পর্তুগিজ prato}
- Bengali Word পরাধীন English definition [পরাধিন্] (বিশেষণ) অন্যের অধীন বা বশীভূত; পরবশ। পরাধীনা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরাধীনা (বিশেষ্য) অন্যের অধীনতা। {(তৎসম বা সংস্কৃত) পর+অধীন}
- Bengali Word পরান, পরানি English definition ⇒ প্রাণ
- Bengali Word পরানো English definition ⇒ পরা
- Bengali Word পরান্ন English definition [পরান্নো] (বিশেষ্য) পরের অন্ন; যে অন্ন স্বোপার্জিত নয়। পরান্নজীবী (-বিন্) (বিশেষণ) অপরের অন্নে জীবন ধারণ করে এমন; অপরের অন্নে প্রতিপালিত। পরান্নপুষ্ট (বিশেষণ) অপরের অন্নে পরিপু্ষ্ট হয়েছে এমন; পরান্নে প্রতিপালিত। পরান্নভোজী (বিশেষণ) ১ পরের অন্ন ভোজন করে এমন। ২ পরান্নজীবী। {(তৎসম বা সংস্কৃত) পর+অন্ন}( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পর+আশ্রয়}
- Bengali Word পরাবর্ত English definition [পরাবর্তো] (বিশেষ্য) ১ বিনিময়; অদলবদল; বদলাবদলি। ২ প্রত্যাবর্তন। {(তৎসম বা সংস্কৃত) পরা+ √বৃত্+অ(ঘঞ্)}
- Bengali Word পরাবর্তন English definition [পরাবর্তোন্] (বিশেষ্য) ১ প্রত্যাবর্তন। ২ প্রতিফলন; reflection। {(তৎসম বা সংস্কৃত) পরা+√বৃত্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word পরাবর্তিত English definition [পরাবোর্তিতো] (বিশেষণ) ফিরানো হয়েছে এমন; প্রত্যাবর্তিত। {(তৎসম বা সংস্কৃত) পরা+√বৃত্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word পরাবৃত্ত ১ English definition [পরাবৃত্তো] (বিশেষণ) ১ ফিরে এসেছে এমন; প্রত্যাবৃত্ত। ২ পলায়িত। পরাবৃত্তি (বিশেষ্য) ১ প্রত্যাবর্তন। ২ পলায়ন। {(তৎসম বা সংস্কৃত) পরা+√বৃত্+ত(ক্ত)}
- Bengali Word পরাবৃত্ত ২ English definition [পরাবৃত্তো] (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) শঙ্কু ও সমতলের পরস্পর ছেদন থেকে বিশেষভাবে সৃষ্ট বক্ররেখার একটি; hyperbola (কোন কোন ধুমকেতুর কক্ষপথ আবার পরাবৃত্তের মত-শাহ ফজলুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) পরা+√বৃত্+ত(ক্ত)}
- Bengali Word পরাভব English definition [পরাভব্] (বিশেষ্য) ১ পরাজেয়; হার। ২ অবমাননা; নির্যাতন (প্রেমহি কুলবতী পরাভব সহই-বিদ্যাপতি)। পরাভূত (বিশেষণ) ১ পরাজিত। ২ অতিক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পরা+√ভূ+অ(অণ্)}
- Bengali Word পরামর্শ English definition [পরামর্শো] (বিশেষ্য) ১ মন্ত্রণা; যুক্তি (পরামর্শ করা)। ২ উপদেশ (পরামর্শ দেওয়া)। ৩ বিচার; বিবেচনা। {(তৎসম বা সংস্কৃত) পরা+√মৃশ্+অ(ঘঞ্)}
- Bengali Word পরামর্ষ English definition [পরামর্শো] (বিশেষ্য) ১ সহ্যকরণ; সহন। ২ ক্ষমা। {(তৎসম বা সংস্কৃত) পর+অমর্ষ}
- Bengali Word পরামানিক English definition [পরামানিক্] (বিশেষ্য) ১ নাপিত। ২ মোড়ল; বিজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) প্রামাণিক>পরামানিক(স্বরভক্তির ফলে)}
- Bengali Word পরার (প্রাচীন বাংলা) English definition [পরার্] (বিশেষণ) অন্যের; পরের (পরার পুরুষে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পর}