প পৃষ্ঠা ৩২
- Bengali Word পরোশা English definition ⇒ পরসা
- Bengali Word পরোঢ়া English definition [পরোড়া/পরোঢ়া] (বিশেষ্য) ১ অপরের বিবাহিতা; অন্যের পরিণীতা। ২ পরস্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) পর+ ঊঢ়া}
- Bengali Word পরোয়া, পরওয়া English definition [পরোয়া] (বিশেষ্য) ১ গ্রাহ্য (পরোয়া করি না বাঁচি কি না বাঁচি-কাজী নজরুল ইসলাম)। ২ ডর; ভয়; আশঙ্কা (বেদুইন মৃত্যুকে পরওয়া করে না-মোবা)। ৩ ভাবনা; চিন্তা; উৎকন্ঠা (সে জন্য কারো পরোয়া নাই-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। কুছ পরোয়া নেই-কোনো ভয় নেই। বে-পরোয়া (বিশেষণ) কোনো কিছুতেই ডর ভয় বা গ্রাহ্য নেই এমন; নির্ভীক। {(ফারসি) পরবাহ}
- Bengali Word পরোয়ানা, পরওনা English definition [পরোয়ানা] (বিশেষ্য) ১ বাজার আদালতের বা শাসকের হুকুমনামা (হাতে দিয়ে পরোয়ানা-এই বাদশাহী-পাঞ্জার ছাপ ফের তারে ডেকে আনা-মোহিতলাল মজুমদার)। ২ লিখিত আদেশ; আদেশপত্র (কর আদায়ের পরোয়ানা জারী-আসকার ইবনে শাইখ)। {(ফারসি) পর্বানাহ্ }
- Bengali Word পরোয়ার, পরবার English definition [পরোয়ার্] (বিশেষ্য) প্রতিপালক; পালনকর্তা (পরোয়ারদিগার)। {(ফারসি) পরবার}
- Bengali Word পর্কটি, পকর্টী English definition [পর্কোটি] (বিশেষ্য) পাকুড়গাছ। {(তৎসম বা সংস্কৃত) পর+কটি}
- Bengali Word পর্চা, পরচা English definition [পর্চা] (বিশেষ্য) ১ বংশাবলির পরিচয়। ২ টুকরা; কাগজের টুকরা; কাগজ। ৩ জমির খাজনা ও পরিমাণ উল্লিখিত জমিদারি বা সরকারি দলিল; সেটেলমেন্ট খতিয়ান। {(ফারসি) পর্চাহ}
- Bengali Word পর্জন্য, পর্জ্জন্য English definition [পর্জোন্নো] (বিশেষ্য) ১ গর্জনকারী জলবর্ষী মেঘ। ২ ইন্দ্র (পর্জন্যের চলে শূন্য রথ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √পয্+অন্য}
- Bengali Word পর্ণ English definition [পর্নো] (বিশেষ্য) ১ পাতা (পর্ণরাশি মর্মর মঞ্জীর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পান। ৩ পক্ষ; ডানা; পালক। পর্ণকার (বিশেষ্য) ১ পানবিক্রেতা; পান-ব্যবসায়ী। ২ বারুই জাত। পর্ণকুটির, পর্ণশালা (বিশেষ্য) পত্র দ্বারা আচ্ছাদিত কুঁড়েঘর। পর্ণপুট (বিশেষ্য) পাতার ঠোঙ্গা। পর্ণবীথিকা (বিশেষ্য) পান গাছের সারি। পর্ণমৃগ (বিশেষ্য) শাখামৃগ; বানর; বৃক্ষবিড়াল। পর্ণমোচী (-চিন্) (বিশেষণ) শীতকালে পাতা ঝরে যায় এমন; পত্রত্যাগী। পর্ণশবরী (বিশেষ্য) বৌদ্ধ দেবীবিশেষ। ২ দুর্গার নাম। পর্ণশয্যা (বিশেষ্য) পত্র রচিত শয্যা। পর্ণী (-নিন্) (বিশেষণ) ১ পাতাযুক্ত; পত্রবিশিষ্ট (সপ্তপর্ণী)। ২ বৃক্ষ; গাছ। {(তৎসম বা সংস্কৃত) √পৃ+ন অথবা √পর্ণি+ অ(অচ্)}
- Bengali Word পর্ণিক English definition [পোর্নিক্] (বিশেষ্য) যে শাক-সবজি উৎপাদন করে জীবিকা নির্বাহ করে; বকালি; বক্কাল। {(তৎসম বা সংস্কৃত) পুণ্ডরীক>}
- Bengali Word পর্ণী English definition ⇒ পর্ণ
- Bengali Word পর্তুগিজ, পর্তুগীজ English definition [পোর্তুগিজ্] (বিশেষ্য) পর্তুগাল দেশের অধিবাসী ও পর্তুগিজ ভাষা। {(ইংরেজি) Portuguese}
- Bengali Word পর্দা, পরদা English definition [পর্দা] (বিশেষ্য) ১ বস্ত্রাদি নির্মিত আবরণ বা আচ্ছাদন; যবনিকা; screen। ২ অন্তঃপুর; অবরোধ (কবি হৈল হতভোম্বা হিঁদুর পর্দা ফাঁক-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ চক্ষু-আবরণ (চোখে পর্দা পড়া)। পর্দানশিন, পর্দানশীন (বিশেষণ) অবরোধবাসিনী; পর্দার অন্তরালে বাস করে এমন (পর্দানশিন বিবিরাও মুড়ী সুড়ী দিয়া যাইতে সঙ্কোচ করেন নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। পর্দা-পুশিদা, পর্দা-পুষিদা (বিশেষ্য) পর্দা; অন্তরাল; গোপনীয়তা (কিন্তু বাড়ীতো দাই এর বাড়ী; পর্দা-পুষিদা যার থাকতে নেই-জসীমউদ্দীন)। পর্দাপ্রথা (বিশেষ্য) নারীদের অন্তঃপুরে বাস করানোর রীতি। {(ফারসি) পর্দাহ}
- Bengali Word পর্পট English definition [পর্পট্] (বিশেষ্য) ক্ষেতপাঁপড়া; ওষধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √পর্প্+অট}
- Bengali Word পর্ব, পরব English definition [পর্বো, পরোব্] (বিশেষ্য) ১ ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য নির্দিষ্ট দিন; পার্বণ (এলো খৃষ্টানদের বড় পরব-ছদরুদ্দীন)। ২ অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা তিথি এবং রবি সংক্রান্তি (পণ্ডিত হইয়া পর্ব না মানিয়া করিছ রতি বিহার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ উৎসব; তেহার। ৪ গ্রন্থি; পর্যায়; অধ্যায়; ভাগ; বিভাগ। ৫ সন্ধি; জোড়। ৬ আয়োজন (সহরে পড়েছে চর্ব পর্ব আজ ভারি-হেম)। পর্বমধ্য বি. (উদ্ভিদ.) দুই গ্রন্থির মধ্যবর্তী অংশ। {(তৎসম বা সংস্কৃত) √পৃ+বন্(বনিপ্)}
- Bengali Word পর্বত English definition [পর্বত, পর্বোত্] (বিশেষ্য) শৈল; গিরি; পাহাড়; অচল; অদ্রি। পর্বত কন্দর (বিশেষ্য) গিরিগুহা; শৈলগহ্বর। পর্বতপতি (বিশেষ্য) গিরিরাজ; হিমালয়। পর্বতপ্রমাণ (বিশেষণ) পর্বতের মতো বিশাল। পর্বতবাসী (বিশেষণ) পর্বতে বাস করে এমন; পাহাড়ি; পার্বত্য জাতি। পর্বতবাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পর্বতীয়, পার্বত্য (বিশেষণ) ১ পর্বত সম্বন্ধীয়। ২ পর্বতে জাত। ৩ পর্বতের অধিবাসী। {(তৎসম বা সংস্কৃত) √পর্বন্+ত(তপ্)}
- Bengali Word পর্বাস্ফোট English definition [পর্বাস্ফোট্] (বিশেষ্য) আঙ্গুলের গ্রন্থি বা আঙ্গুল মটকানো। {(তৎসম বা সংস্কৃত) পর্ব+আস্ফোট}
- Bengali Word পর্বাহ English definition [পর্বাহো] (বিশেষ্য) পর্বদিবস; উৎসবের দিন। {(তৎসম বা সংস্কৃত) পর্ব+অহ(অহন্); ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পর্বিন English definition [পোরবিন্] (বিশেষ্য) ১ সপ্তর্ষিমণ্ডল। ২ ভারবাহী বলদ (আসমানে এক বলীবর্দ রয় ‘পর্বিন’ নাম তাহার-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) পার্বীন }
- Bengali Word পর্যঙ্ক English definition [পোর্জোঙ্কো] (বিশেষ্য) ১ পালঙ্ক; বহুমূল্য খাট; মূল্যবান শয্যাধার (সুপ্তির পর্যঙ্ক-রবীন্দ্রনাথ ঠাকুর; প্রেয়সী পর্যঙ্ক-রবীন্দ্রনাথ ঠাকুর; পর্যঙ্কে প্রেয়সী মুখে চাঁদের সৌষ্ঠব কারুকার্য আঁকে-আলীআ)। ২ (ভূগো.) নদীর অববাহিকা; basin। {(তৎসম বা সংস্কৃত) পরি+অঙ্ক}