প পৃষ্ঠা ৯৭
- Bengali Word পোয়াতি English definition [পোয়াতি] (বিশেষ্য) ১ প্রসূতি (এগিয়ে এসে বড় ঠাকরুণ, সাত পোয়াতীর মা-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ নবজাত সন্তানের মাতা। ৩ অন্তঃসত্ত্বা; গর্ভিণী (পোয়াতী বউ-ঝিরা বুড়ীকে দেখলে তাড়াতাড়ি সরে যায় ঘরের মধ্যে-হেমায়েত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) পুত্রবতী>}
- Bengali Word পোয়ানো English definition ⇒ পোহানো
- Bengali Word পোয়াল English definition [পোয়াল্] (বিশেষ্য) খড়; বিচালি (ঢেঁকীশালে শয়ন আমার পোয়ালের খড়-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী; আঁতুর ঘরে পোয়াল বিছানো বিছানায়-সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) পলাল>}
- Bengali Word পৌঁচ English definition ⇒ পৌঁছ
- Bengali Word পৌঁছ, পৌঁচ English definition [পৌঁছ্, পৌঁচ্] (বিশেষ্য) ১ নাগাল; লাগ (তার পৌঁছ পাওয়া গেল না)। ২ গন্তব্যস্থলে উপস্থিত (পৌঁছ সংবাদ)। {(তুলনীয়) (হিন্দি) পহুঁচনা}
- Bengali Word পৌঁছন, পৌঁছনো English definition ⇒ পৌঁছা
- Bengali Word পৌঁছা, পেঁহুছা English definition [পোঁউছা, পোঁহুছা] (ক্রিয়া) উপস্থিত হওয়া (এত ক্ষণে পৌঁছে গেছে)। ২ নাগাল পাওয়া (হাতে পৌঁছেনি)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পৌঁছানো, পৌঁছনো, পঁইছন, পঁহুছন (ক্রিয়া) ১ পৌঁছা। ২ নির্দিষ্ট স্থানে রেখে আসা (জিনিসটা বাড়ি পৌঁছে দিও)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তুলনীয়) (হিন্দি) পহুঁচনা}
- Bengali Word পৌগণ্ড English definition ⇒ পোগণ্ড
- Bengali Word পৌটেক (মধ্যযুগীয় বাংলা) English definition [পোউটেক] (বিশেষণ) পোয়াটাক (পোটেক চালের অন্ন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {পোয়াটাক>}
- Bengali Word পৌণ্ড্র English definition ⇒ পুণ্ড্র
- Bengali Word পৌত্তলিক English definition [পোউত্তোলিক্] (বিশেষণ) পুতুলপূজক; মূর্তিপূজাকারী। পৌত্তলিকতা (বিশেষ্য) মূর্তির উপাসনা। {(তৎসম বা সংস্কৃত) পুত্তলিকা+অ(অণ্)}
- Bengali Word পৌত্র English definition [পৌউত্ত্রো] (বিশেষ্য) ছেলের ছেলে; পুত্রের পুত্র বা তৎস্থানীয় ব্যক্তি; নাতি। পৌত্রী (বিশেষ্য) পুত্রের কন্যা বা তৎস্থানীয় নারী; নাতনি। {(তৎসম বা সংস্কৃত) পুত্র+অ(অণ্)}
- Bengali Word পৌনঃপুনিক English definition [পোউনোপ্পুনিক্] (বিশেষণ) পুনঃপুন ঘটে এমন; বারংবার সংঘটিত হয় এমন। পৌনঃপুনিক দশমিক (বিশেষ্য) আবৃত্ত দশমিক; recurring decimal। পৌনঃপুনিকতা, পৌনঃপুন্য (বিশেষ্য) বারংবার সংঘটন; বারংবার ঘুরে আসা; পুনঃপুন অনুবর্তন (কোনো বিষয়ে তোমার অত্যন্ত পৌনঃপুন্য আছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) পুনঃ+পুনঃ+ইক(ঠঞ্)}
- Bengali Word পৌনর্ভব English definition [পোউনর্ভবো] (বিশেষ্য) বিধবা বা স্বামী পরিত্যক্তা কর্তৃক পুনরায় বিবাহিত স্বামীর ঔরসে জাত পুত্র। {(তৎসম বা সংস্কৃত) পুনর্ভূ+অ(অণ্)}
- Bengali Word পৌনে English definition [পোউনে] (বিশেষণ) একপাদ বা সিকি কম; চারি ভাগের তিন ভাগ (পৌনে একসের)। {(তৎসম বা সংস্কৃত) পাদোন>}
- Bengali Word পৌর English definition [পোউরো] (বিশেষণ) ১ পুরবাসী; নাগরিক (পৌরজন)। ২ নগর বা পুর-সংক্রান্ত; মিউনিসিপ্যাল (পৌরসভা)। ৩ নাগরিক হিসেবে প্রাপ্য (পৌর অধিকার)। পৌরসভা (বিশেষ্য) মিউনিসিপ্যালিটি; মিউনিসিপ্যাল কর্পোরেশন। পৌরস্ত্রী (বিশেষ্য) পুরনারী; অন্তঃপুরবাসিনী। {(তৎসম বা সংস্কৃত) পুরস+অ(অণ্)}
- Bengali Word পৌরব English definition [পোউরব্] (বিশেষণ) পুরুরাজের বংশে উৎপন্ন; পুরুবংশীয়। {(তৎসম বা সংস্কৃত) পুরু+অ(অণ্)}
- Bengali Word পৌরাঙ্গনা English definition [পোউরাঙ্গনা] (বিশেষ্য) পুরনারী; অন্তঃপুরবাসিনী। {(তৎসম বা সংস্কৃত) পৌর+অঙ্গনা}
- Bengali Word পৌরাণিক English definition [পোউরানিক্] (বিশেষ্য)পু রাণ-সংক্রান্ত। □ (বিশেষণ) পুরাতন; প্রাচীন (কালক্রমে ঐ পৌরাণিক পুতুলকে বিবাহ করে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পুরাণের বিষয়বস্তু অবলম্বনে রচিত (পৌরাণিক নাটক)। ৩ পুরাণ। {(তৎসম বা সংস্কৃত) পুরাণ+ইক(ঠক্)}
- Bengali Word পৌরাণিকী English definition [পোউরানিকি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পুরাণের সঙ্গে সম্পর্কযুক্ত (পৌরাণিকী মেয়েটির হাত থেকে রক্ষা পাওয়া গেল বটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পৌরাণিক+ঈ(ঙীপ্}