প পৃষ্ঠা ৯৪
- Bengali Word পোতক English definition [পোতক্] (বিশেষ্য) পুত্র; ছেলে। পোতকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পোত+ক(কন্)}
- Bengali Word পোতকী English definition [পোতকি] (বিশেষ্য) পুঁই শাক। {(তৎসম বা সংস্কৃত) পোতক+ঈ(ঙীপ্)}
- Bengali Word পোতদার English definition ⇒ পোদ্দার
- Bengali Word পোতলা English definition [পোত্লা] (বিশেষ্য) পুতুল (সোনার পোতলা-(পূর্ববঙ্গ গীতিকা))। {(তৎসম বা সংস্কৃত) পুত্রিকা; (প্রাকৃত)পুত্তলিআ>পুতলা}
- Bengali Word পোতা ১, পোঁতা English definition [পোতা, পোঁতা] (বিশেষ্য) ঘরের মেঝে; ভিত (পোড়ে ভিটের পোতার পরে শালিক নাচে, ছাগল চরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পোত+(বাংলা) আ}
- Bengali Word পোতা ২ English definition [পোতা] (বিশেষ্য) পুত্রের পুত্র; পৌত্র (রাম ওজার পোতরা নাম দামোদর-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পৌত্র>(প্রাকৃত)পোত্ত>}
- Bengali Word পোতাধ্যক্ষ English definition [পোতাদ্দোক্খো] (বিশেষ্য) পোত-নায়ক; পোতের প্রধান চালক; জাহাজের কাপ্তেন; নাখোদা। {(তৎসম বা সংস্কৃত) পোত+অধ্যক্ষ}
- Bengali Word পোতারোহী English definition [পোতারোহি] (বিশেষণ) পোতের যাত্রী; নৌযাত্রী। {(তৎসম বা সংস্কৃত) পোত+আরোহী}
- Bengali Word পোতাশ্রয় English definition [পোতাস্স্রয়্] (বিশেষ্য) নৌকা, জাহাজ ইত্যাদির নিরাপদ আশ্রয়স্থান; বন্দর; harbour। {(তৎসম বা সংস্কৃত) পোত+আশ্রয়}
- Bengali Word পোত্রী English definition [পোত্ত্রি] (বিশেষ্য) (পরি.) জরায়ু; placenta। {(তৎসম বা সংস্কৃত) □ পূ+ত্র(ষ্ট্রন্)+ইন্(ইনি)}
- Bengali Word পোথা English definition [পোথা] (বিশেষ্য) বড় পুথি বা পুস্তক (কহি সে সালের কথা যাতে বিরচিনু পোথা-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) পুস্তক> পুত্থঅ> (তুলনীয়) পুস্তিকা>পুত্থিয়া>পুথি}
- Bengali Word পোদ English definition [পোদ্] (বিশেষ্য) বাঙালি হিন্দু সম্প্রদায় বিশেষ; পৌণ্ড্রক্ষত্রিয়। {(তৎসম বা সংস্কৃত) পুণ্ড্র>}
- Bengali Word পোদ্দার, পোতদার English definition [পোদ্দার, পোত্দার] (বিশেষ্য) ১ মহাজন; কুসীদজীবী; যে সুদে টাকা ধার দেয় (পোতদার হৈল যম টাকায় আড়াই আনা কম-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ২ মুদ্রাগণক ও পরীক্ষক; মুদ্রার কৃত্রিমতা ও অকৃত্রিমতা পরীক্ষাকারী। ৩ যে বাটা নিয়ে টাকা ভাঙিয়ে দেয়। ৪ যারা সোনা-রুপা বেচাকেনা করে (রূপের সোনা রোজ আসে না বেচে না সে পোদ্দারি-সত্যেন্দ্রনাথ দত্ত)। পোদ্দারি (বিশেষ্য) ১ পোদ্দারের কর্ম বা বৃত্তি; মহাজনি। ২ (ব্যঙ্গার্থ) কর্তাপনা; মোড়লিপনা (গরিবের ধনে আর কতদিন পোদ্দারি করবে?)। পরের ধনে পোদ্দারি ⇒ পর১। {(ফারসি) ফূতাহ্দার}
- Bengali Word পোনা, পোণা English definition [পোনা] (বিশেষ্য) ১ রুই, কাতলা, মৃগেল, শোল, গজাল ইত্যাদি মাছের বাচ্চা। ২ রুই কাতলা প্রভৃতি মাছ (করিম বকস এক চাক গজার মাছের পোনার পেছনে লাগে-আবু ইসহাক)। {(তৎসম বা সংস্কৃত) পোতধান>}
- Bengali Word পোপান (মধ্যযুগীয় বাংলা) English definition [পোপান্] (বিশেষ্য) ছেলেমেয়েরা; সন্তানগণ (রাতি পোহাইলে পোপানকে সাটে-ডাকের বচন)। {পোলা> পো+ পান(বহুবচনার্থক প্রত্যয়)}
- Bengali Word পোমেটম English definition ⇒ পমেটম
- Bengali Word পোর English definition [পোর্] (বিশেষ্য) গোয়ালঘরের মশা-পোকা ইত্যাদি তাড়াবার জন্য যে ধোঁয়া দেওয়া হয় (গোয়ালে পোর দিয়ে বাঁশের পাখা দিয়ে বাতাস করে গোলাপী-শামসুল হক)। {অজ্ঞাতমূল}
- Bengali Word পোরা, পুরা English definition [পোরা, পুরা] (ক্রিয়া) ১ পূর্ণ করা; ভরা (কলসী জলে পোরা)। ২ প্রবেশ করানো; ঢুকানো (মুখে পোরা)। ৩ আবদ্ধ করা; আটক করা (জেলে পোরা)। ৪ ফুঁ দিয়ে বাজানো (আনন্দিত হইয়া সবে পোরে শিংগা বেণু-চণ্ডীদাস)। ৫ পূর্ণ হওয়া; সফল হওয়া (আশা পোরা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ পূরিত। ২ প্রবেশিত। ৩ আবদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) □ পুর্>}
- Bengali Word পোর্টফোলিও English definition ⇒ পোটফোলিও
- Bengali Word পোর্টম্যান্টো English definition ⇒ পোটম্যান্টো