প পৃষ্ঠা ৯৫
- Bengali Word পোল English definition [পোল্] (বিশেষ্য) পুল। সারাত, পুলসিরাত (বিশেষ্য) মুসলিম ধর্মমতে পরলোকের সাঁকোবিশেষ (একেবারে মৃত্যুর পোলসারাত পার করে দেবে-দৌলত উজির বাহরাম খান)। {(ফারসি) পুল}
- Bengali Word পোল, পোলিং English definition [পোল্, পোলিঙ্] (বিশেষ্য) যে স্থানে ভোটদান; ভোট গণনা প্রভৃতি নির্বাচন কার্য করা হয়। {(ইংরেজি) pole, polling}
- Bengali Word পোলা English definition [পোলা] (বিশেষ্য) ১ পুত্র; ছেলে। ২ সন্তান। পোলাসন্তান (বিশেষ্য) ছেলেপিলে (আলতু-ফালতু লোকের পোলাপান এলেবিলে পাস করছে-আলাউদ্দীন আল আজাদ)। {(তৎসম বা সংস্কৃত) পুত্র>পো+লা}
- Bengali Word পোলাও English definition [পোলাও] (বিশেষ্য) ঘৃতপক্ব অন্ন। {(ফারসি) পলাও, (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) পলান্ন}
- Bengali Word পোলিং English definition ⇒ পোল
- Bengali Word পোলিও English definition [পোলিয়ো] (বিশেষ্য) শিশুদের পায়ের রোগ যাতে পা পক্ষঘাতগ্রহস্ত হয়। {(আরবি) polio}
- Bengali Word পোলু English definition ⇒ পলু
- Bengali Word পোলো ২ English definition [পোলো] (বিশেষ্য) অশ্বারোহীদের বন্দুক ক্রীড়াবিশেষ; ঘোড়ায় আরোহণপূর্বক হকির মতো এক প্রকার খেলা। ওয়াটারপোলো (বিশেষ্য) জলে সাঁতার কেটে বল খেলা। {(ইংরেজি) polo}
- Bengali Word পোশ English definition [পোশ্] (বিশেষ্য) ১ পরিধানকারী (আগে চলে লালপোশ খাসদরবার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ যা দিয়ে কোনো কিছু ঢাকা যায় (সরপোশ, বালাপোশ)। ৩ আচ্ছাদন। {(ফারসি) পোশ্}
- Bengali Word পোশাক English definition [পোশাক্] (বিশেষ্য) পরিচ্ছদ; বেশ। {(ফারসি) পোশাক}
- Bengali Word পোশাকি English definition [পোশাকি] (বিশেষণ) ১ পোশাক-সম্বন্ধীয়। ২ সভ্য সমাজের রীতি ও রুচি অনুযায়ী। ৩ বিশেষ অনুষ্ঠান উপলক্ষে পরিধেয় (পোশাকি জামা)। ৪ বাহ্য (পোশাকি ভদ্রতা)। ৫ আড়ম্বরপূর্ণ; অভিজাত; বিশিষ্ট (পোশাকি নাম)। পোশাকি ভদ্রতা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) লোক দেখানো ভদ্রতা; ভদ্রতার মুখোশ। {(ফারসি) পোশাক+(বাংলা) ই}
- Bengali Word পোষ ১ English definition [পোশ্] (বিশেষ্য) বশ্যতা; অধীনতা স্বীকার; পালকের বশ্যতা। পোষমানা (বিশেষণ) বশ্যতা স্বীকার করে এমন (একখানি পোষ-মানা প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্+অ(ঘঞ্)}
- Bengali Word পোষ ২ English definition ⇒ পৌষ
- Bengali Word পোষক English definition [পোশাক্] (বিশেষণ) ১ পোষণকারী; পালক। ২ সহায়ক। ৩ সমর্থক। ৪ পুষ্টিসাধক; পুষ্টিকর। পোষকতা (বিশেষ্য) ১ সহায়তা। ২ সমর্থন; অভিন্ন মত পোষণ। ৩ সহায়ক; প্রমাণ। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word পোষণ English definition [পোশোন্] (বিশেষ্য) পালন। ২ পুষ্টি; বর্ধন। ৩ মনে ধারণ। পোষণীয়, পোষ্য (বিশেষণ) ১ পোষণের যোগ্য; পালনীয়। ২ প্রতিপাল্য। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্+অন(ল্যুট্)}
- Bengali Word পোষা English definition [পোশা] (ক্রিয়া) পোষণ করা; পালন করা (নাহি পোষে বাপ মা প্রভাতে না করি তার নাম-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ২ বশে এনে পালন করা (বেজি পোষা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) পালন করা হয়েছে এমন; প্রতিপালিত; পোষ মেনেছে এমন (পোষা বানর)। পোষা কুকুর (বিশেষ্য) ১ পোষ মেনেছে এমন কুকুর। ২ (ব্যঙ্গার্থ) একান্ত বশংবদ ব্যক্তি; অত্যন্ত অনুগত লোক; দাসানুদাস। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্>}
- Bengali Word পোষানি English definition [পোশানি] (বিশেষ্য) পোষার বা পালনের খরচ; দুধের বদলে প্রতিপালনের ভার দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) পোষ+(বাংলা) আনি}
- Bengali Word পোষানো English definition [পোশানো] (বিশেষ্য) ১ সংকুলান হওয়া; আঁটানো কুলানো। □ (ক্রিয়া) ১ বনিবনা হওয়া (ওর সঙ্গে আমার পোষাবে না; রমেশের সাথে ঘর করা তার পোষাবে না-রাজিয়া খান)। ২ অন্যের দ্বারা পালন করানো; প্রতিপালন করা। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্>}
- Bengali Word পোষানো English definition [পোশানো] (বিশেষ্য) ১ সংকুলান হওয়া; আঁটানো কুলানো। □ (ক্রিয়া) ১ বনিবনা হওয়া (ওর সঙ্গে আমার পোষাবে না; রমেশের সাথে ঘর করা তার পোষাবে না-রাজিয়া খান)। ২ অন্যের দ্বারা পালন করানো; প্রতিপালন করা। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্>}
- Bengali Word পোষায় (মধ্যযুগীয় বাংলা) English definition [পোশায়্] (ক্রিয়া) পোহায় (রাত্র পোষায়-(পূর্ববঙ্গ গীতিকা))। {(তুলনীয়) পোহায়>}