ব পৃষ্ঠা ১১৭
- Bengali Word বৈতান, বৈতানিক English definition [বোইতান্, বোইতানিক্] (বিশেষণ) ১ (হিন্দু ধর্মে বিহিত) যজ্ঞীয়; যজ্ঞসম্বন্ধীয়। ২ হোম যজ্ঞ। ৩ হোমের নৈবেদ্য। {(তৎসম বা সংস্কৃত) বিতান+অ(অণ্), ইক(ঠক্)}
- Bengali Word বৈতাল ১ English definition [বোইতাল্] (বিশেষণ) বেশ্যা; পতিতা; পাপিষ্ঠা; নীতিহীনা; দুরাচারিণী। {(আরবি) বতাল}
- Bengali Word বৈতালিক ১, বৈতাল ২ English definition [বোইতালিক্, বোইতাল্] (বিশেষ্য) স্তুতি-পাঠক; স্তুতি পাঠ করে যারা রাজা-রানীদের নিদ্রাভঙ্গ করে; বন্দী (জাগিয়া উঠি বৈতালিক গাহিছে জয়গান-রবীন্দ্রনাথ ঠাকুর)। বৈতালিকী১, বৈতালী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বি(বিবিধ)+তাল+অ(অণ্)+ইক(ঠক্)}
- Bengali Word বৈতালিক ২, বৈতাল ৩ English definition [বোইতালিক্, বোইতাল্] (বিশেষণ) বেতাল-সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) বেতাল+অ(অণ্)+ইক(ঠক্), বেতাল+অ(অণ্)}
- Bengali Word বৈতালিকী English definition [বোইতালিকি] (বিশেষ্য) গানবিশেষ; স্তুতি-পাঠক যে গানের সাহায্যে রাজাদের ঘুম ভাঙায়। {(তৎসম বা সংস্কৃত) বৈতালিক+ঈ(ঙীপ্)}
- Bengali Word বৈদগ্ধ, বৈদগ্ধ্য English definition [বোইদগ্ধো] (বিশেষ্য) ১ পাণ্ডিত্য (এদেশে একালে শিক্ষিত লোকদের মধ্যে চিত্রবিদ্যার বৈদগ্ধ্য এবং আলেখ্য ব্যাখ্যানে নিপুণতা অতিশয় বিরল-প্রমথ চৌধুরী)। ২ রসিকতা; রসবোধ। ৩ চতুরতা; নিপুণতা; চাতুর্য। বৈদগধি, বৈদগধী (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) রসবোধ; রসিকতা (তুমি কলানিধি জান না যা বৈদগধী-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। বিদগ্ধ বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিদগ্ধ+অ(অণ্), য(ষ্যঞ্)}
- Bengali Word বৈদর্ভ English definition [বোইদর্ভো] (বিশেষণ) ১ ভারতের মধ্যপ্রদেশস্থ আধুনিক বিদর প্রদেশ সম্বন্ধীয়। ২ বিদর্ভ দেশোৎপন্ন। □ (বিশেষ্য) ১ বিদর্ভরাজ। ২ বাকচাতুর্য। বৈদভী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সংস্কৃত রচনার রীতিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বিদর্ভ+অ(অণ্)}
- Bengali Word বৈদান্তিক English definition [বোইদান্তিক্] (বিশেষণ) ১ বেদান্ত দর্শনে পণ্ডিত; বেদান্তে অভিজ্ঞ। ২ জড় জগৎ মিথ্যা-এরূপ ধারণাবাচক (বৈদান্তিক হাসি)। ৩ বেদান্ত মতাবলম্বী। ৪ বেদান্ত বিষয়ক। বেদান্ত বি। {(তৎসম বা সংস্কৃত) বেদান্ত+ইক(ঠক)}
- Bengali Word বৈদিক English definition [বোইদিক্] (বিশেষণ) ১ বেদসংক্রান্ত; বেদবিহিত; বেদসম্মত। ২ বেদ সম্বন্ধে বিশেষভাবে জ্ঞাত; বেদজ্ঞ। □ (বিশেষ্য) ব্রাহ্মণের শ্রেণিবিশেষ। বেদ বি। {(তৎসম বা সংস্কৃত) বেদ+ইক(ঠক্)}
- Bengali Word বৈদূর্য English definition [বোইদু্র্জো] (বিশেষ্য) মণিবিশেষ; নীলকান্তমণি। {(তৎসম বা সংস্কৃত) বিদূর+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈদেশিক English definition ⇒ বিদেশ
- Bengali Word বৈদেহ English definition [বোইদেহো] (বিশেষণ) ১ বিদেহ বা মিথিলার অধিবাসী। ২ মিথিলাসম্বর্কীয়। ৩ মিথিলায় জাত। □ (বিশেষ্য) মিথিলার রাজা জনক। বৈদেহী (বিশেষ্য) বিদেহ-রাজ জনকের কন্যা সীতা। বিদেহ বি। {(তৎসম বা সংস্কৃত) বিদেহ+অ(অণ্)}
- Bengali Word বৈদ্য English definition [বোইদ্দো] (বিশেষ্য) ১ যিনি চিকিৎসাশাস্ত্রে পারদর্শী; চিকিৎসক; কবিরাজ। ২ বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ। ৩ বিদ্বান; পণ্ডিত। বৈদ্যক, বৈদ্য-শাস্ত্র (বিশেষ্য) ১ আয়র্বেদ। ২ চিকিৎসাশাস্ত্র। বৈদ্যনাথ (বিশেষ্য) হিন্দুমতে শিব; দেওঘরের শিব। ২ অভিজ্ঞ চিকিৎসক। ৩ বিহারের অন্তর্গত হিন্দুদের তীর্থস্থান। বৈদ্যশালা (বিশেষ্য) হাসপাতাল বা চিকিৎসালয়। বৈদ্যসংকট (বিশেষ্য) চিকিৎসক সংকট; বহু চিকিৎসকের চিকিৎসায় আরোগ্য লাভে বিঘ্ন সৃষ্টি। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যা+অ(অণ্)}
- Bengali Word বৈদ্যুত, বৈদ্যুতিক English definition [বোইদ্দুত্, বোইদ্দতিক্] (বিশেষণ) বিদ্যুৎবিষয়ক; বিদ্যুৎপূর্ণ; তড়িৎসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যুৎ+অ(অণ্), ইক(ঠক্)}
- Bengali Word বৈধ English definition [বোইধো] (বিশেষণ) বিধানসম্মত; বিধিমতো; আইনমাফিক; ন্যায্য; উচিত; ন্যায়। বৈধতা বি। {(তৎসম বা সংস্কৃত) বিধি+অ(অণ্)}
- Bengali Word বৈধব্য English definition [বোইধোব্বো] (বিশেষ্য) বিধবার অবস্থা; পতিহীনতা। □ (বিশেষ্য) (বিশেষণ) বিধবা। {(তৎসম বা সংস্কৃত) বিধবা+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈধর্ম্য English definition [বোইধর্মো] (বিশেষ্য) ১ ধর্ম সম্বন্ধে বিরুদ্ধ মনোভাব পোষণ করা। ২ নাস্তিকতা; ধর্মে বিশ্বাস না করা। ৩ ধর্মবিরোধিতা। ৪ প্রভেদ; বৈষম্য; পার্থক্য। বিধর্ম বি। {(তৎসম বা সংস্কৃত) বিধর্ম+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈধুর্য English definition [বোইধুর্জো] (বিশেষ্য) বিষণ্নতা; বিধুরতা। {(তৎসম বা সংস্কৃত) বিধুর+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈধৃতি English definition [বোইদ্ধৃতি] (বিশেষ্য) হিন্দুমতে যোগবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বিধৃতি+অ(অণ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word বৈনতেয় English definition [বোইনতেয়ো] (বিশেষ্য) ১ হিন্দুপুরাণ মতে গরুড় (বিহঙ্গ কুলে বৈনতেয় যথা-মাইকেল মধুসূদন দত্ত)। ২ বিনতার পুত্র। ৩ অরুণ।{(তৎসম বা সংস্কৃত) বিনতা+এয়(ঢক্)}