ব পৃষ্ঠা ১১৯
- Bengali Word বৈল, বৈলগাড়ী English definition ⇒ বয়েল
- Bengali Word বৈলক্ষণ্য English definition [বোইলোক্খোন্নো] (বিশেষ্য) ১ বিভিন্নতা। প্রভেদ (তাহার যেন বৈলক্ষণ্য না হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ ভাবান্তর। ৪ অসাধারণতা। ৫ বিশেষত্ব। বিরূপ (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বিলক্ষণ+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈশদ্য English definition [বোইশোদ্দো] (বিশেষ্য) ১ বিশদ ভাব। স্পষ্টতা। ৩ নির্মলতা। ৪ শুভ্রতা। বিশদ (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বিশদ+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈশম্পায়ন English definition [বোইশম্পায়োন্] (বিশেষ্য) ব্যাস- শিষ্য মুনিবিশেষ। তিনি ব্যাসরচিত মহাভারতের বক্তা। {(তৎসম বা সংস্কৃত) বৈশম্পায়ন}
- Bengali Word বৈশাখ English definition [বোইশাখ্] (বিশেষ্য) বাংলা সন বা বৎসরের প্রথম মাস। বৈশাখী১ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বিশাখা নক্ষত্রযুক্তা। {(তৎসম বা সংস্কৃত) বিশাখ+অ(অণ্)}
- Bengali Word বৈশাখী ২ English definition [বোইশাখি] (বিশেষণ) ১ বৈশাখ মাস বিষয়ক। ২ বৈশাখ মাসে উৎপন্ন বা জাত। ৩ বৈশাখ মাসে অনুষ্ঠেয়। ৪ বৈশাখ মাসের। কালবৈাশাখী, কালবোশেখি (বিশেষ্য) বৈশাখ মাসের অপরাহ্নে যে প্রবল ঝড় আসে। {(তৎসম বা সংস্কৃত) বৈশাখ+ঈ(ঙীপ্)}
- Bengali Word বৈশিষ্ট্য English definition [বোইশিশ্টো] (বিশেষ্য) ১ বিশেষত্ব; বিশিষ্টতা। ২ অসাধারণত্ব। ৩ বৈলক্ষণ্য। ৪ প্রভেদ; পার্থক্য। বিশিষ্ট (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বিশিষ্ট+অ(অণ্)+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈশেষিক English definition [বোইশেশিক্] (বিশেষ্য) কণাদ রচিত দর্শনশাস্ত্র। বিশেষ (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বিশেষ+ইক(ঠক)}
- Bengali Word বৈশ্য English definition [বোইশ্শো] (বিশেষ্য) ১ হিন্দু বর্ণাশ্রম প্রথায় চার বর্ণের তৃতীয় বর্ণ- কৃষিকাজ ও ব্যবসা- বাণিজ্য যাদের বৃত্তি। ২ ব্যবসায়ী সম্প্রদায়। বৈশ্যা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বিশ+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈষম্য English definition [বোইশোম্মো] (বিশেষ্য) পার্থক্য; প্রভেদ; অসমতা; বৈসাদৃশ্য (উভয়ের জীবনের প্রেরণার মধ্যে ভীষণ বৈষম্য বিদ্যমান-এয়াকুব আলী চৌধুরী)। বিষম (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বিষম+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈষ্ণব English definition [বোইশ্নব্] (বিশেষ্য) বিষ্ণুর উপাসক; ধর্মসম্প্রদায়বিশেষ। □ (বিশেষণ) ১ বিষ্ণু সম্পর্কীয়। ২ বিষ্ণুভক্ত। বৈষ্ণবী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {তৎসম বা সংস্কৃত বিষ্ণু+অ(অণ্)}
- Bengali Word বৈষয়িক English definition [বোইশোয়িক্] (বিশেষণ) বিষয়- সংক্রান্ত। বিষয় (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বিষয়+ইক(ঠক্)}
- Bengali Word বৈসা English definition [বইসা] (ক্রিয়া) বসা। বৈস (ক্রিয়া) বস। বৈসল (ব্রজবুলি) (ক্রিয়া) বসল (বৈসল মঝু পাশ-বিদ্যাপতি)। বৈসন্ত (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বসেন (তোমা সঙ্গে সদায় বৈসান্ত-শ্রীকর নন্দী)। বৈসায় (ব্রজবুলি) (ক্রিয়া) বসায় (নিয়রে বৈসায়-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বিশ্> √বস্}
- Bengali Word বৈসাদৃশ্য English definition [বোইশাদৃশ্শো] (বিশেষ্য) বৈষম্য; প্রভেদ; বিসদৃশতা; পার্থক্য। বিসদৃশ (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বিসদৃশ+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈহাসিক English definition [বোইহাশিক্] (বিশেষণ) পরিহাস সম্বন্ধীয়। □ (বিশেষ্য) ১ বিষ্ণু; ২ ভাঁড়; বয়স্য; বিদূষক। {(তৎসম বা সংস্কৃত) বিহাস+ইক(ঠক্)}
- Bengali Word বৈাশালী English definition [বোইশালি] (বিশেষ্য) উত্তর বিহারে অবস্থিত প্রাচীন বিখ্যাত নগরী। {(তৎসম বা সংস্কৃত) বৈশালী}
- Bengali Word বৈড়াল English definition [বোইড়াল্] (বিশেষণ) বিড়ালসংক্রান্ত; বিড়ালসম্বন্ধীয়। বিড়াল বি। বৈড়ালব্রত (বিশেষ্য) ভণ্ডামি; বাইরে সাধু সেজে গোপনে অসৎ কাজ করা। {(তৎসম বা সংস্কৃত) বিড়াল+অ(অণ্)}
- Bengali Word বৈয়ম English definition ⇒ বয়াম
- Bengali Word বৈয়র্থ্য English definition [বোইঅর্থো] (বিশেষ্য) ব্যর্থতা। {(তৎসম বা সংস্কৃত) ব্যর্থ+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈয়াকরণ English definition [বোইয়াকরোন্] (বিশেষণ) ১ ব্যাকরণে পণ্ডিত; ব্যাকরণ-বিশারদ; ব্যাকরণবিদ। ২ ব্যাকরণ সম্পর্কীয়। ব্যাকরণ (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) ব্যাকরণ+অ(অণ্)}