ব পৃষ্ঠা ১১৮
- Bengali Word বৈপরীত্য English definition [বোইপোরিত্তো] (বিশেষ্য) ১ বিপরীত বা উল্টাভাব। ২ বিপর্যয়। ৩ বিরুদ্ধতা। বিপরীত বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিপরীত+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈপিত্র, বৈপিত্রেয় English definition [বোইপিত্ত্রো, বোইপিত্ত্রেয়ো] (বিশেষ্য) একমাতার গর্ভে ভিন্ন পিতার ঔরসে জাত সন্তান। বৈপিত্রী, বৈপিত্রেয়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)এক মাতার গর্ভে ভিন্ন পিতার ঔরসজাত কন্যাসন্তান। {(তৎসম বা সংস্কৃত) বিপিতৃ>বিপিত্র+অ(অণ্), এয়(ঢক্)}
- Bengali Word বৈপ্লবিক English definition [বোইপ্প্লোবিক্] (বিশেষণ) ১ বিপ্লব সম্বন্ধীয়; বিপ্লব সংক্রান্ত। ২ বিপ্লবাত্মক। ৩ দ্রুত পরিবর্তনশীল। বিপ্লব বি। {(তৎসম বা সংস্কৃত) বিপ্লব+ইক(ঠক)}
- Bengali Word বৈফল্য English definition [বোইফোল্লো] (বিশেষ্য) বিফলতা; ব্যর্থতা। বিফল বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিফল+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈবর্ণ্য, বৈবর্ণ (অশুদ্ধ কিন্তু প্রচলিত) English definition [বোইবর্নো] (বিশেষ্য) বিবর্ণতা; রংশূন্যতা; ম্লানিমা। বিবর্ণ বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিবর্ণ+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈবস্বত English definition [বোইবোশ্শতো] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণমতে সপ্তম মনু। ২ সূর্যপুত্র। ৩ যম। ৪ শনি। {(তৎসম বা সংস্কৃত) বিবস্বত+অ(অণ্)}
- Bengali Word বৈবাহিক English definition [বোইবাহিক্] (বিশেষণ) ১ বিবাহ সম্পর্কীয়। ২ বিবাহ বিষয়ক। ৩ বিবাহযোগ্য; বিবাহের উপযোগী। □ (বিশেষ্য) পুত্র বা কন্যার শ্বশুর; বেহাই; বেয়াই। বিবাহ বি। বৈবাহিকী, বৈবাহিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)বেহাইন। {(তৎসম বা সংস্কৃত) বিবাহ+ইক(ঠঞ্)}
- Bengali Word বৈভব English definition [বোইভব্] (বিশেষ্য) ১ ঐশ্বর্য; ধন; সম্পদ (‘দিল্লীশ্বরের সেই অতুল বৈভব, বিপুল প্রতাপ আজ স্তিমিতপ্রায়’)। ২ মহিমা। ৩ সামর্থ্য। ৪ বাহুল্য। ৫ বিভূতি। ৬ শক্তি। {(তৎসম বা সংস্কৃত)বিভু+অ(অণ্); তৎসম বা সংস্কৃত বিভব+অ(অণ্)
- Bengali Word বৈভাষিক English definition [বোইভাশিক্] (বিশেষণ) বৈকল্পিক; বিকল্পে হয় এমন। □(বিশেষ্য) বৌদ্ধদর্শনে কথিত মতবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বিভাষা+ইক(ঠক্)}
- Bengali Word বৈমনস্য English definition [বোইমনোশ্শো] (বিশেষ্য) ১ মনোমালিন্য। ২ দুঃখ। ৩ অন্যমনস্কতা। ৪ উদ্বেগ। {(তৎসম বা সংস্কৃত) বিমনস্+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈমাত্র, বৈমাত্রেয় English definition [বোইমাত্ত্রো, বোইমাত্ত্রেয়ো] (বিশেষণ) বিমাতার সন্তান। {(তৎসম বা সংস্কৃত) বিমাতা+অ(অণ্),+এয়(ঢক্)}
- Bengali Word বৈমানিক English definition [বোইমানিক্] (বিশেষ্য) বিমানচালক; পাইলট। □ (বিশেষণ) ১ বিমান সম্বন্ধীয়। ২ বিমানচারী। {(তৎসম বা সংস্কৃত) বিমান+ইক(ঠক্)}
- Bengali Word বৈমুখ, বৈমুখ্য English definition ⇒ বিমুখ
- Bengali Word বৈর English definition [বোইরো](বিশেষ্য) ১ শত্রুতা। ২ বিরোধ। ৩ বিদ্বেষ। বৈরনির্যাতন (বিশেষ্য) শত্রুর প্রতি প্রতিহিংসা গ্রহণ; শত্রুর প্রতি অত্যাচার (বৈরনির্যাতনের অভিপ্রায়ে তাহার অনুসন্ধান করিতে যাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বৈরসাধন (বিশেষ্য) শত্রুতা সাধন; শত্রুতাকরণ। বৈরী (বিশেষণ) শক্ত; বিদ্বেষী। বৈরিতা (বিশেষ্য) শত্রুতা; বিদ্বেষ। {(তৎসম বা সংস্কৃত) বীর+অ(অণ্)}
- Bengali Word বৈরাগী(-গিন্) English definition [বোইরাগি](বিশেষ্য) ১ সংসারে বীতস্পৃহ; সন্ন্যাসী (বৈরাগী সে কন্ঠী বাঁধা-সতেন্দ্রনাথ দত্ত)। ২ বৈষ্ণব। বৈরাগ্য, বৈরাগ (বিশেষ্য) ১ সংসারে অনাসক্তি বা উদাসীনতা। ২ বিষয়ভোগে উদাসীনতা বা অনাসক্তি বা বীতস্পৃহা (বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+রাগ্+অ(অণ্)+ইন্(ইনি)}
- Bengali Word বৈরাট English definition [বোইরাট্] (বিশেষণ) বিরাট বা বিশাল সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) বিরাট+অ(অণ্)}
- Bengali Word বৈরাতী (মধ্যযুগীয় বাংলা) English definition [বোইরাতি] (বিশেষ্য) বরযাত্রী (পঞ্চ বৈরাতী তথানি আনিল ডাক দিয়া-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) বরযাত্রী>}
- Bengali Word বৈরি (মধ্যযুগীয় বাংলা) English definition [বোইরি] (ক্রিয়াবিশেষণ) অতিশয়; অত্যন্ত (দুঃখ লাগে বৈরি-বিজয় গুপ্ত)। {বড়ই>}
- Bengali Word বৈরী English definition ⇒ বৈর
- Bengali Word বৈরূপ্য English definition [বোইরুপ্পো] (বিশেষ্য) ১ বিরূপভাব। ২ বিরূপতা। ৩ বিকৃতি। বিরূপ (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বিরূপ+য(ষ্যঞ্)}