ব পৃষ্ঠা ২৬
- Bengali Word বলভি, বলভী English definition [বলোভি] (বিশেষ্য) ১ ঘরের ছাদ বা চাল। ২ ছাদের উপরস্থ গৃহ; চিলে কুঠরি (কাঁদে সুনির্জন ভবন- বলভি-মোহিতলাল মজুমদার; প্রাসাদা হর্ম্য বলভী-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ গৃহচূড়া। ৪ ছাদ বা চালের পাড়। {(তৎসম বা সংস্কৃত) √বল্+অভি, +ঈ(ঙীয্)}
- Bengali Word বলরাম English definition ⇒ বলদেব
- Bengali Word বলশালী English definition ⇒ বল১
- Bengali Word বলশেভিক, বলসেভিক English definition [বল্শেভিক্] (বিশেষ্য) ১। ১৯১৭ সালের রুশবিপ্লবে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল; রুশ কমিউনিস্ট পার্টি। ২। রুশদেশের প্রাচীন শাসন ব্যবস্থার উচ্ছেদ করে যারা সাম্যতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বলশেভিকবাদ (বিশেষ্য) বলশেভিকদের নীতি বা দর্শন (ইসলামের সাম্য ও ন্যায়নীতির আদর্শের কাছে বলশেভিকবাদের ভোগনীতির সাম্য ম্লান হয়ে যায়-আনিসুজ্জামান)। (তুলনীয়) ম্যাগেশেভিক। {রু. Bolsheviki}
- Bengali Word বলসঞ্চালন English definition ⇒ বল১
- Bengali Word বলসেভিক English definition ⇒ বলশেভিক
- Bengali Word বলস্থিতি English definition [বলোস্থিতি] (বিশেষ্য) ১ শিবির; সৈন্য ছাউনি। ২ সৈন্যসমাবেশ। {(তৎসম বা সংস্কৃত) বল+স্থিতি}
- Bengali Word বলহীন English definition ⇒ বল১
- Bengali Word বলা ১ English definition [বলা] (বিশেষ্য) ১ কথন (বলা শেষ হয়েছে)। ২ উল্লেখকরণ (এখানে সে কথা বলার দরকার কি?)। ৩ বর্ণন। ৪ জ্ঞাপন (সংবাদ বলা হয়েছে?)। □ (বিশেষণ) কথিত; পূ্র্বে বর্ণিত (সেখানে যাওয়ার কথা বলা ছিল)। □ (ক্রিয়া) ১ কহা (কথা বলা)। ২ বিবৃত বা বর্ণনা করা (এবার ঘটনাটি বলো)। ৩ উল্লেখ করা (কে চুরি করেছে, কার কথাই বা বলি!)। ৪ সম্মতি বা অনুমতি দেওয়া (যদি বলো ত যাই)। ৫ জ্ঞাপন করা (সংবাদ বলা)। ৬ বিচার বা বিবেচনা করে দেখা (ধন বলো যৌবন বলো সকলই অনিত্য)। ৭ উপদেশ বা পরামর্শ দেওয়া (এখন কি করি বলুন)। ৮ আদেশ বা অনুরোধ (তাকে এ কাজটা করতে বলো)। ৯ প্রকাশ বা ব্যক্ত করা (দুঃখের কথা কাকে বলি)। ১০ ডাকা; নিমন্ত্রণ করা; আহবান করা (এ সভায় তাকে বলা হয়নি)। ১১ লজ্জা দেওয়া; তিরস্কার করা; নিন্দা করা (যথেষ্ঠ হয়েছে আর বলো না)। ১২ অনুমতি বা সম্মতি নেওয়া (সাহেবের কাছে বলেই এসেছি)। বলতে কি-সত্য বলতে হলে। বলা কওয়া (বিশেষ্য) ১ কথোপকথন। ২ বিশেষ করে বলন বা অনুরোধ বুঝানো। ৩ বোঝা-পড়া (পালের সহিত অনেক বলা-কহা করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ জ্ঞাপন। বলানো (বিশেষণ) উক্ত অর্থে (বলানো বুলি)। □ (ক্রিয়া) অন্যকে দিয়ে কওয়ানো (সাহেব দিয়ে বলাতে পারলে ভালো হয়)। বলাবলি (বিশেষ্য) ১ পরস্পর আলাপ-আলোচনা। ২ কথোপকথন। ৩ ক্রমাগত অনুরোধ। বলো কি? বিস্ময় প্রকাশক উক্তি (বলো কি! তার এ কাজ?)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্>(প্রাকৃত) বোল্ল>(বাংলা) √বল্+আ}
- Bengali Word বলা ২ English definition [বলা] (ক্রিয়া) বৃদ্ধি পাওয়া (লতাটা বলেছে)। বলানো (ক্রিয়া) বাড়ানো। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>}
- Bengali Word বলাই English definition [বলাই] (বিশেষ্য) বলরাম (শুনিয়া ললিতা হাসি কহে কথা বলাই সাজিল পরে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বলরাম>বল+(বাংলা) (আদরে) আই}
- Bengali Word বলাক English definition [বলাক্] (বিশেষ্য) ক্ষুদ্র বক বিশেষ; কোঁচ বক। বলাকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ স্ত্রী-বক। ২ বলাকের শ্রেণি। {(তৎসম বা সংস্কৃত) বল+আক(আকন্)}
- Bengali Word বলাট English definition [বলাট্] (বিশেষণ) বলপূর্বক গমনকারী। □ (বিশেষ্য) মুগকলাই। {(তৎসম বা সংস্কৃত) বল+√অট্+অ(ঘঞ্)}
- Bengali Word বলাধান English definition [বলাধান্] (বিশেষ্য) শক্তি সঞ্চার (তাঁহার শরীরে শতগুণ বলাধান… সঞ্চার হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বল+আধান; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বলাধিক্য English definition [বলাধিক্কো] (বিশেষ্য) বলের আধিক্য; শক্তির প্রাচুর্য। {(তৎসম বা সংস্কৃত) বল+আধিক্য; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বলাধ্যক্ষ English definition [বলাদ্ধোক্খো] (বিশেষ্য) সেনাপতি; সৈন্যাধ্যক্ষ। {(তৎসম বা সংস্কৃত) বল+অধ্যক্ষ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বলান English definition ⇒ বলা১, বলা২
- Bengali Word বলানুজ English definition [বলানুজ্] (বিশেষ্য) কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) বল+অনুজ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বলানো English definition ⇒ বলা১, বলা২
- Bengali Word বলান্বিত English definition [বলান্নিতো] (বিশেষণ) ১ বল বা শক্তিযুক্ত। ২ সৈন্যযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বল+অন্বিত; ৩ তৎপুরুষ সমাস}