ব পৃষ্ঠা ২৩
- Bengali Word বর্তক English definition [বর্তক্] (বিশেষ্য) ভারুই বা ভাটই পাখি; ভরদ্বাজ পাখি; quail। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ+অক(ণ্বুল্)}
- Bengali Word বর্তন ১ English definition [বর্তোন্] (বিশেষ্য) ১ জীবিকা; বৃত্তি। ২ স্থিতি; অবস্থান। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ+অন(ল্যুট্)}
- Bengali Word বর্তন ২, বর্ত্তন English definition [বর্তোন্] (বিশেষ্য) ১ পেষণ; বাটন। ২ পিষ্ট বা বাটা দ্রব্য (চয়া যে চন্দন আমলকী বর্ত্তন যতন করিয়া আনে-চদ)। ৩ স্থাপন। বর্তনী (বিশেষ্য) বাটা বা পিষ্ট দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ+অন(ল্যুট্)}
- Bengali Word বর্তন ৩ English definition ⇒ বরতন
- Bengali Word বর্তমান English definition [বর্তোমান্] (বিশেষ্য) ১ উপস্থিতি; উপস্থিত কাল; যে কাল এখন চলছে (তাহার বর্তমান ভবিষ্যৎ উভয়ই খারাপ)। □ (বিশেষণ) ১ এখনকার; আধুনিক কালের; উপস্থিত কালের (বর্তমান অবস্থা)। ২ বিদ্যমান; জীবিত; বাঁচা (পিতা বর্তমান থাকতেই সম্পত্তি ভাগ হয়েছে)। ৩ উপস্থিত (দুঃখের কারণ বর্তমান)। {(তৎসম বা সংস্কৃত) √বৃত্+মান(শানচ্)}
- Bengali Word বর্তা, বর্তানো English definition [বর্তা, বর্তানো] (ক্রিয়া) ১ উত্তরাধিকার সূত্রে বা অন্য কোনো সূত্রে প্রাপ্ত হওয়া (বাপের সম্পত্তি ছেলেতে বর্তায়)। ২ বিদ্যমান থাকা; বর্তমান থাক (আমি চিরকাল বর্ত্তি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ রক্ষা পাওয়া; বাঁচা; কৃতার্থ হওয়া (একটু পেলেই সে বর্তে যাবে; গদাধর ভাবে আমি বর্ত্তি পলাইলে-বৃন্দাবন দাস)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। বর্তে থাকা (ক্রিয়া) বেঁচে থাকা (কল্পনাকে ছেড়ে শুধু ঘটনার মধ্যে বর্তে থাকতে পারে না মানুষের রচনা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বেঁচে-বর্তে থাকা (ক্রিয়া) কোনো প্রকারে বেঁচে থাকা। {(তৎসম বা সংস্কৃত) √বৃত+(বাংলা) আ, আনো}
- Bengali Word বর্তি, বর্তী, বর্তিক, বর্তিকা English definition [বোর্তি, বোর্তি, বোর্তিক্, বোর্তিকা] (বিশেষ্য) ১ বাতি; দীপ; প্রদীপ। ২ প্রদীপের সলতে। ৩ তুলি (বর্ত্তিকা ও বর্ণপাত্র লইয়া আইস-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ+ণিচ্+তি(ক্তি)}
- Bengali Word বর্তিত English definition [বোর্তিতো] (বিশেষণ) সম্পাদিত; নিষ্পাদিত। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ+ত(ক্ত)}
- Bengali Word বর্তিষ্ণু English definition [বোর্তিতো] (বিশেষণ) সম্পাদিত; নিষ্পাদিত। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ+ত(ক্ত)}
- Bengali Word বর্তী (-র্তিন্) English definition [বোর্তি] (বিশেষণ) ১ স্থিতিশীল আছে এমন; বিদ্যমান। ২ নিকটবর্তী; পরবর্তী; সম্মুখবর্তী। বর্তীবর্তিনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ+ইন্(ণিনি)}
- Bengali Word বর্তুক English definition [বোর্তুক্] (বিশেষ্য) ১ বাসন (বর্তুকে রাখ ভাত-জসীমউদ্দীন)। ২ খেলার গোলাকৃতি উপকরণবিশেষ (যেন বা দুইটি বর্তুক লয়ে যে বা পারে খেলিবার-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ>}
- Bengali Word বর্তুল, বর্ত্তুল English definition [বোর্তুল্] (বিশেষণ) ১ গোলাকার; বৃত্ত সদৃশ। ২ বাঁটুল। (বিশেষ্য) গোলক; গোলাকার বস্তু; sphere (বর্ত্তুল মাথায় সূর্য বালি ফেনা অবসর অরুণিমা ঢেলে-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ+উল(উলচ্)}
- Bengali Word বর্ত্তন English definition = বর্তন
- Bengali Word বর্ত্তমান English definition = বর্তমান
- Bengali Word বর্ত্তা English definition = বর্তা
- Bengali Word বর্ত্তিকা English definition = বর্তিকা
- Bengali Word বর্ত্তুল English definition = বর্তুল
- Bengali Word বর্ধক English definition (বিশেষ্য), (বিশেষণ) যা বাড়ায়; বর্ধনকারী; বৃদ্ধিকর। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ্+অক(ণ্বুল্)}
- Bengali Word বর্ধকী English definition [বর্ধোকি] (বিশেষ্য) সূত্রধর; ছুতার; বাড়ই। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ্+অক(ণ্বুল্)+ইন্(ইনি)}
- Bengali Word বর্ধন, বর্দ্ধন English definition [বর্ধোন্] (বিশেষ্য) বৃদ্ধি; উপচয়; উন্নতি; বুদ্ধিপ্রাপ্তি। □ (বিশেষণ) ১ বৃদ্ধিকরণ। ২ বৃদ্ধিকর; বৃদ্ধিকারক। বর্ধক, বর্দ্ধক (বিশেষ্য), (বিশেষণ) যা বাড়ায়; বর্ধনকারী; বৃদ্ধিকর। বর্ধমান, বর্দ্ধমান (বিশেষ্য) ১ ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা ও শহর। ২ জৈন তীর্থঙ্কর মহাবীর। □ (বিশেষণ) ১ বৃদ্ধিশীল; বর্ধিষ্ণু; বাড়ছে এমন (ব্রিটিম প্রতাপ বর্দ্ধমান-সত্যেন্দ্রনাথ দত্ত)। বর্ধিত (বিশেষণ) বৃদ্ধিপ্রাপ্ত; বাড়ানো হয়েছে এমন। বর্ধিষ্ণু (বিশেষ্য) বৃদ্ধিশীল; অভ্যুদয়শীল; উন্নতিশীল (এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ্+অন(ল্যুট্, যুচ্)}