ব পৃষ্ঠা ২৮
- Bengali Word বলে ২ English definition [বোলে] (অব্যয়) ১ শক্তিতে (ছলে বলে কৌশলে)। ২ হিসেবে; রূপে (তাকে ভালো বলেই তো জানি)। ৩ অছিলায়; অজুহাতে (চলে এসেছ এখন কি বলে যাবে?)। {√বল্+এ}
- Bengali Word বলৌকা English definition [বলোউকা] (বিশেষ্য) বন্য জন্তুবিশেষ (বরাঅ বলৌকা আর কুরঙ্গ শার্দুল-দৌলত উজির বাহরাম খান)। {(মদ্যযুগীয় বাংলা) }
- Bengali Word বল্ক English definition ⇒ বল্কল
- Bengali Word বল্কল, বল্ক English definition [বল্কল্, বল্কো] (বিশেষ্য) বাকল; গাছের ছাল (শাখায় বল্কলে পত্রে উঠি সরসিয়া–রঠা)। {(তৎসম বা সংস্কৃত) √বল্+কল(কলন্), √বল্+ক(কক্)}
- Bengali Word বল্কা, বলকা English definition [বল্কা] (বিশেষ্য) বলক; দুধ ইত্যাদি তরল পদার্থের জ্বাল দেওয়ার সময়ে ফেঁপে ওঠার ভাব (এক বলকা দুধ)। {(তৎসম বা সংস্কৃত) উদ্বমন>; (তুলনীয়) (হিন্দি) বলক্না>}
- Bengali Word বল্টু English definition ⇒ বোল্টু
- Bengali Word বল্মীক, বল্মিক English definition [বোল্মিক্] (বিশেষ্য) ১ উই-ঢিপি (বল্মীক মধ্যে প্রাপ্ত হওয়ায় বাল্মীকি নামে খ্যাত হইয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ উই (বল্মীকের পাখ হয় মরিবার কালে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) √বল্+কীক(কীকন্), ‘ম’ আগম}
- Bengali Word বল্য English definition [বোল্লো] (বিশেষ্য) বলকারক। {(তৎসম বা সংস্কৃত) বল+য(যৎ)}
- Bengali Word বল্লকী English definition [বল্লোকি] (বিশেষ্য) ১ বীণা; বাদ্যযন্ত্রবিশেষ। ২ শল্লকী বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) √বল্ল+অক(ক্বুন্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word বল্লব English definition [বল্লব্] (বিশেষ্য) ১ গোয়ালা; গোপ। ২ পাচক। বল্লবী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বল্ল+ব}
- Bengali Word বল্লভ English definition [বল্লভ্] (বিশেষ্য) ১ স্বামী; পতি। ২ প্রিয়; প্রণয়ী(বল্লভের বন্ঠদেশে স্বহস্ত সংকলিত ললিত মালতী মালা সমর্পণ করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ পুত্রবৎ প্রিয় (কৃত্তিকা-কুল বল্লভ সেনানী-মাইকেল মধুসূদন দত্ত)। বল্লভা (স্ত্রীলিঙ্গ) (‘অর্জিত বল্লভা দেবি ব্রহ্মার জননী’)। {(তৎসম বা সংস্কৃত) √বল্ল্+অভ(অভচ্)}
- Bengali Word বল্লম English definition [বল্লম্] (বিশেষ্য) বর্শা; শূল; কোঁচ; ভল্ল (আজ বেদু্ইন তা’র ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বল্লম-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভল্ল}
- Bengali Word বল্লরি, বল্লরী English definition [বল্লোরি] (বিশেষ্য) ১ মুকুল; মঞ্জরি; বোল (হাসে বনদেবী বেণীতে জড়ায়ে মালতীর বল্লরী-কাজী নজরুল ইসলাম)। ২ লতা; ব্রততী (তৃণ-বল্লরীতে মঞ্জুফুল মঞ্জরী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √বল্ল্+অর(অরন্)+ই, ঈ}
- Bengali Word বল্লা English definition [বল্লালি] (বিশেষণ) বঙ্গাধিপতি বল্লাল সেন প্রবর্তিত বা কৃত। □ (বিশেষ্য) বল্লাল সেন প্রবর্তিত কৌলীন্য প্রথা। বল্লালী বালাই (বিশেষ্য) বল্লাল সেন প্রবর্তিত কৌলীন্য প্রথা। {বল্লাল+ইন্(ণিনি)}
- Bengali Word বল্লারি English definition ⇒ বল্লরী
- Bengali Word বল্লি, বল্লী English definition [বোল্লি] (বিশেষ্য) লতা (অপরাজিতার হারে পারিজাত বল্লী-সত্যেন্দ্রনাথ দত্ত)। বল্লীতনু (বিশেষণ) লতার ন্যায় অঙ্গ এমন; ক্ষীণাঙ্গী; তন্বী (এই লালারুখ বল্লী তনু ফুল্ল কপোল তন্বীদের-কাজী নজরুল ইসলাম)। বল্লি-বিতান (বিশেষ্য) লতামণ্ডপ; লতাপাতায় আচ্ছাদিত স্থান (বর্ষণ-পুলকিত পুষ্প-আকুলিত এই বল্লীবিতানের আর্দ্র স্নিগ্ধ ছায়ে বসে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √বল্ল্+ই(ইন্),+ঈ(ঙীষ্)}
- Bengali Word বল্লুকা (মধ্যযুগীয় বাংলা) English definition [বোল্লুকা] (বিশেষ্য) ১ নদী। ২ বল্লুকা নদী (বল্লুকা সৃজন কৈল গণ্ডীরেখা দিয়া-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) √বল্ল্>}
- Bengali Word বল্লুর, বল্লূর English definition [বোল্লুর] (বিশেষ্য) তৃণভূমি; কুঞ্জবন। □ (বিশেষণ) অকর্ষিত; পতিত। {(তৎসম বা সংস্কৃত) √বল্ল্+উর(উরচ্)}
- Bengali Word বল্গ English definition ⇒ বল্গা
- Bengali Word বল্গা, বল্গ English definition [বল্গা, বল্গো] (বিশেষ্য) লাগাম; কোনো কিছুর গতি নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত রশি বা তত্তুল্য বস্তুবিশেষ। বল্গা হরিণ (বিশেষ্য) তুষারাবৃত দেশে পরিবহনের কাজে ব্যবহৃত হরিণ বিশেষ; reindeer। {(তৎসম বা সংস্কৃত) √বল্গ+অ(ঘঞ্)+আ(টাপ্)}