ব পৃষ্ঠা ২৯
- Bengali Word বলৎকার English definition ⇒ বলাৎকার
- Bengali Word বলয় English definition [বলয়] (বিশেষ্য) ১ বালা; কঙ্কণ; করভূষণ বিশেষ। ২ মণ্ডল। বলয়া (বিশেষণ) বলয়ের আকৃতিবিশিষ্ট। বলয়িত (বিশেষণ) ১ বলয়যুক্ত বা বিশিষ্ট। ২ বেষ্টিত; পরিবৃত; বলয়াকারে বেষ্টিত (কত রাঙা হাত মণি-বলয়িত লীলাচপলিত না যায় গোনা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ বলয়াকৃতি। {(তৎসম বা সংস্কৃত) √বল্+অয়(কয়ন্)}
- Bengali Word বশ English definition [বশ্] (বিশেষণ) ১ অধীন; শাসনের অন্তর্গত; আয়ত্ত (বশ হওয়া)। ২ আজ্ঞাধীন; আদেশের অধীন; বশীভূত; অনুগত (বশ করা)। ৩ মোহিত; মুগ্ধ (গুণ দেখে বশ হওয়া)। □ (বিশেষ্য) ১ অধীনতা; অন্যের ইচ্ছা অনুযায়ী চলা; ইচ্ছানুবর্তিতা; আনুগত্য (বশে আনা)। ২ কর্তৃত্ব; অধিকার; প্রভাব; শক্তি (দৈববশে, মোহবশে)। বশত, বশতঃ (অব্যয়) প্রযুক্ত; হেতু; নির্মিত্ত; কারণে (অসুস্থতা বশত)। বশবর্তী (বিশেষণ) অধীন; অনুগত; বশতাপন্ন। বশবর্তিনী( স্ত্রীলিঙ্গ) । বশবর্তিতা বি। {(তৎসম বা সংস্কৃত) √বশ্+অ(অচ্)}
- Bengali Word বশংগত English definition [বশঙ্গতো] (বিশেষণ) বশবর্তী; অধীন। {(তৎসম বা সংস্কৃত) বশ(ম্)+গত}
- Bengali Word বশংবদ English definition [বশঙ্বদো] (বিশেষণ) বশবর্তী; অনুগত; অধীন। {(তৎসম বা সংস্কৃত) বশ(ম্)+√বদ্+অ(খচ্)}
- Bengali Word বশতঃ English definition ⇒ বশ
- Bengali Word বশতা English definition ⇒ বশ্য
- Bengali Word বশিতা, বশিত্ব English definition [বোশিতা, বোশিত্তো] (বিশেষ্য) ১ যোগলব্ধ ঐশ্বর্য বা শক্তি বিশেষ; বশ করার ক্ষমতা। ২ বশবর্তিতা। ৩ স্বাধীনতা। {(তৎসম বা সংস্কৃত) বশিন্+তা(তল্)}
- Bengali Word বশিষ্ঠ, বসিষ্ঠ English definition [বোশিশ্ঠো] (বিশেষ্য) ব্রহ্মার মানস পুত্রদের অন্যতম। ঋগ্বেদের ঋষিদের একজন। {(তৎসম বা সংস্কৃত) বশিন্+ইষ্ঠ(ইষ্ঠন্)}
- Bengali Word বশী (-শিন্) English definition [বোশি] (বিশেষণ) ১ জিতেন্দ্রিয়। ২ বশ করে এমন। ৩ বশবর্তী। □ (বিশেষ্য) স্বাধীন। বশীকরণ মন্ত্র (বিশেষ্য) যে মন্ত্র দ্বারা অপরকে স্ববশে আনা যায় (কামিনীদিগের এইরূপ মধুমাখা প্রবঞ্চনা বাক্য বিষয়াসক্ত ব্যক্তিদিগের বশীকরণমন্ত্র স্বরূপ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বশীকৃত (বিশেষণ) বশ করা হয়েছে এমন; বশে আনীত। বশকৃতা( স্ত্রীলিঙ্গ) । বশভবন (বিশেষ্য) বশ হওয়া। বশভূত (বিশেষণ) বশ বা অধীন হয়েছে এমন। বশবূতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বশ+ইন্(ইনি)}
- Bengali Word বশ্য English definition [বোশ্শো] (বিশেষণ) ১ বশ করার উপযুক্ত; বশীভূত করা যায় এমন। ২ বশবর্তী। বশ্যা( স্ত্রীলিঙ্গ) । বশ্যতা, বশতা (বিশেষ্য) অধীনতা; আনুগত্য; বশবর্তিতা। {(তৎসম বা সংস্কৃত) বশ+য(যৎ)}
- Bengali Word বষট্ English definition [বশোট্] (বিশেষ্য) দেবতার উদ্দেশ্যে অগ্নিতে আহুতি; হোম। {(তৎসম বা সংস্কৃত) √বহ্+অষট্}
- Bengali Word বস ১, বাস, ব্যস English definition [বস্, বাস্, ব্যাস্] (অব্যয়) ১ কারণসূচক; যথেষ্ঠ হয়েছে আর দরকার নেই এইভাব (বস এতেই চলবে)। ২ শেষ হয়েছে, এই শেষ আর নয় (বস এবার ওঠ)। ৩ অমনি; যেই মাত্র (বস লেগে গেল ঝগড়া)। {(ফারসি) বস}
- Bengali Word বস ২ English definition [বস্] (বিশেষ্য) ১ উর্ধ্বতন কর্মকর্তা; উপরওয়ালা (অফিসে তিনি আমার বস)। ২ মনিব। □ (বিশেষণ) তত্ত্ববধায়ক। {(ইংরেজি) Boss}
- Bengali Word বসই ((ব্রজবুলি), (মদ্যযুগীয় বাংলা) ) English definition [বসই] (ক্রিয়া) বসে (হরি বড় গরবী গোপী মাঝে বসই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বসতি>}
- Bengali Word বসত English definition ⇒ বসতি
- Bengali Word বসতবাটি, বসতবাড়ি English definition [বশোত্বাটি, বশোত্বাড়ি] (বিশেষ্য) ১ যে বাড়িতে বাস করা হয়।
- Bengali Word বসতি, বসতী, বসত English definition [বশোতি, বশোতি, বশোত্] (বিশেষ্য) ১ বাসস্থান; আবাস; লোকালয় (এখানে বসতি নেই)। ২ বাস; নিবাস; অবস্থান (লোকের বসতি)। {(তৎসম বা সংস্কৃত) √বস্+ অতি=বসতি}
- Bengali Word বসন English definition [বশোন্] (বিশেষ্য) ১ বস্ত্র; কাপড়। ২ পরিধানের কাপড়; পরিধেয় বস্ত্র; বাস। বসনাঞ্চল (বিশেষ্য) কাপড়ের আঁচল। বসন ভূষণ (বিশেষ্য) বস্ত্র ও অলঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) √বস্+অন(ল্যুট্)}
- Bengali Word বসন্ত English definition [বশোন্তো] (বিশেষ্য) ১ শীতের পরবর্তী ঋতু; ফাল্গুন ও চৈত্র মাস; মধুমাস; ঋতুরাজ। ২ সংক্রামক রোগবিশেষ; গুটিকা বা মসূরিকা রোগ; small-pox। ৩ (সন্) একটি রাগের নাম। বসন্ত তিলক (বিশেষ্য) সংস্কৃত ছন্দবিশেষ। বসন্তদূত (বিশেষ্য) কোকিল। বসন্তদূতী( স্ত্রীলিঙ্গ) । বসন্ত পঞ্চমী (বিশেষ্য) শ্রীপঞ্চমী; মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। বসন্ত বাউরি (বিশেষ্য) ‘বউ কথা কও’ পাখি (বসন্ত বাউরি ‘বউ কথা কও’ বলে থেকে থেকে ডাক দেয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বসন্ত বিহার (বিশেষ্য) বসন্তকালে প্রমোদ ভ্রমণ (একদিন কৃষ্ণ গোপীগণ সমভিব্যাহারে যমুনাতীরে বসন্তবিহার করিতেছিলেন-প্রথম চৌধুরী)। বসন্ত সখা (বিশেষ্য) ১ (হিন্দু পুরাণে) মদন; কামদেব। ২ কোকিল। বসন্তের কোকিল (বিশেষ্য) (আলঙ্কারিক) সুদিনের বন্ধু। বসন্তোৎসব (বিশেষ্য) ১ প্র্রাচীন ভারতে প্রচলিত হিন্দুদের মদনোৎসব। ২ হোলি; দোলযাত্রা। {(তৎসম বা সংস্কৃত) √বস্+অন্ত(ঝচ্)}