ব পৃষ্ঠা ২৫
- Bengali Word বর্হ English definition [বর্হো] (বিশেষ্য) ময়ূরপুচ্ছ (ময়ূরের বর্হসম ময়ূরের মালা-সত্যেন্দ্রনাথ দত্ত)। বর্হী (-ইন্) বর্হ বা ময়ূরপুচ্ছধারী; ময়ূর। {(তৎসম বা সংস্কৃত) √বর্হ্+অ(অচ্)}
- Bengali Word বরড়া (মধ্যযুগীয় বাংলা) English definition [বরোড়া] (বিশেষ্য) বহেড়া। {(তৎসম বা সংস্কৃত) বিভীতকী>(হিন্দি) বহেড়া>}
- Bengali Word বল ১ English definition [বল্] (বিশেষ্য) ১ শক্তি; সামর্থ্য; ক্ষমতা (বাহুবল, ধনবল)। ২ সৈন্য (আপনার বলে তুমি থাক সর্বহিতে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ সহায়। ৪ রাজা ও বড়ে ভিন্ন দাবা খেলার অন্যান্য ঘুঁটি। ৫ বলরাম (বল হাতে প্রলম্ব বধিলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। বলকর, বলকারক (বিশেষণ) শক্তিবর্ধক। বলকরা (ক্রিয়া) জোর করা; শক্তি প্রকাশ করা (বল করি চিত্ত চোরায়ল মোরি-বিদ্যাপতি)। বলদ১ (বিশেষণ) বলদায়ক; শক্তিদাতা। বলদৃপ্ত, বলদর্পিত, বলগর্বিত (বিশেষণ) ১ ক্ষমতাগর্বিত (বলদৃপ্ত কাঞ্চন বরণ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ শক্তিমন্ত (বলদর্পিত করাঘাত করিতে লাগিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বলপূর্বক (ক্রিয়াবিশেষণ) জোর করে; জবরদস্তি করে; সবলে। বলবৎ (বিশেষণ) ১ বলশালী; শক্তিযুক্ত; প্রবলপরাক্রান্ত। ২ বহাল; প্রচলিত; কার্যকর (আইন বলবৎ থাকা)। বলবত্তা (বিশেষ্য) শক্তিশালিতা; শক্তিমত্তা। বলবন্ত (বিশেষণ) ১ বলবান। ২ বলবৎ। বলবর্ধক (বিশেষ্য) শক্তিবৃদ্ধি। □ (বিশেষণ) শক্তিবৃদ্ধিকর; বলবৃদ্ধিকারক। বলবান (বিশেষণ) শক্তিশালী; ক্ষমতাবান। বলবতী( স্ত্রীলিঙ্গ) । বলবিদ্যা (পদার্থ.) (বিশেষ্য) পদার্থের কর্মশক্তি বিষয়ক বিদ্যা; mechanics। বলবিন্যাস (বিশেষ্য) ব্যূহ রচনা; যুদ্ধার্থে সেনা স্থাপন। বলশালী (বিশেষণ) শক্তিমান; বলবান। বলশালিতা বি। বলশালিনী( স্ত্রীলিঙ্গ) । বলসঞ্চালন (বিশেষ্য) সৈন্য চালনা। বলহীন (বিশেষণ) দুর্বল; নিঃশক্ত। {(তৎসম বা সংস্কৃত) √বল্+অ(অচ্)}
- Bengali Word বল ২ English definition [বল্] (বিশেষ্য) ১ খেলার গোলক বা ভাঁট; ক্রীড়াকন্দুক বিশেষ (ফুটবল, ভলিবল)। ২ পাশ্চাত্য দেশে প্রচলিত নাচ বিশেষের মজলিস। বলনাচ (বিশেষ্য) পাশ্চাত্যের নাচ বিশেষ; যাতে নারী-পুরুষ এক সঙ্গে নাচে; ball dance। {(ইংরেজি) ball }
- Bengali Word বল ৩ English definition [বল্] (বিশেষ্য) হিন্দুদের উপাধি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √বল্+অ(অচ্)}
- Bengali Word বলক English definition [বলোক্] (বিশেষ্য) জ্বালে বসানো দুধ ইত্যাদির উথলানো বা ফেঁপে ওঠা (বলক দিয়ে ক্ষীর-সায়রে ছুটছে পুলক অ বলগা-সত্যেন্দ্রনাথ দত্ত)। বলকা (বিশেষণ) বলক উঠেছে এমন; বলক যুক্ত (বলকা দুধ)। এক বলকা দুধ (বিশেষ্য) মাত্র একবার ফুটে ওটা দুধ। {(হিন্দি) বলক্না}
- Bengali Word বলকর, বলকরা, বলকারক English definition ⇒বল১
- Bengali Word বলক্ষ English definition [বলোক্খো] (বিশেষণ) সাদা; ধবল; শ্বেত (বলক্ষা বরণ কেশ বেশ শেষ বয়ী-ঘনরাম চক্রবর্তী)। বলক্ষপক্ষ (বিশেষ্য) শুক্লপক্ষ (পূজহ বলক্ষপক্ষে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অব+লক্ষ+অ(অচ্), আদ্য অ-লোপে}
- Bengali Word বলগর্বিত English definition ⇒ বল১
- Bengali Word বলটু English definition ⇒ বোলটু
- Bengali Word বলদ ২ English definition [বলোদ্] (বিশেষ্য) ১ ষাঁড়; বৃষ; যে ষাঁড়ের মুষ্ক ছিন্ন করা হয়েছে। ২ দামড়া; যে গরু হাল বা গাড়ি টানে। ৩ (আলঙ্কারিক) বির্বোধ; আহম্মক। কলুর বলদ ⇒ কলু। চিনির বলদ ⇒ চিনি। {(তৎসম বা সংস্কৃত) কলীবর্দ>(প্রাকৃত) বলীঅদ্দ>}
- Bengali Word বলদর্পিত, বলদৃপ্ত English definition ⇒ বল১
- Bengali Word বলদেব, বলভদ্র, বলরাম English definition [বলোদেব্, বলোভদ্দ্রো, বলোরাম] (বিশেষ্য) ১ কৃষ্ণের জ্যেষ্ঠ ও বৈমাত্র ভ্রাতা; হলধর; হলায়ুধ। ২ (হিন্দুপুরাণ মতে) বিষ্ণুর অষ্টম অবতার। {(তৎসম বা সংস্কৃত) বল+দেব, ভদ্র, রাম}
- Bengali Word বলন ১ English definition [বলোন্] (বিশেষ্য) কথন; কথা বলা; ভাষণ। {(তৎসম বা সংস্কৃত) √বদ্>(প্রাকৃত) √বোল্ল>(বাংলা) √বল; (তুলনীয়) (হিন্দি) বোল্না}
- Bengali Word বলন ২ English definition [বলোন্] (বিশেষ্য) বৃদ্ধি; পুষ্টি; সুডৌল (মূলাকে জিনিয়া মোটা দন্তের বলেন-মানিক গাঙ্গুলী)। {(তৎসম বা সংস্কৃত) √বল্+অন(ল্যুট্)}
- Bengali Word বলন ৩, বলনি, বলনী English definition [বলোন্, বলোনি, বলোনি] (বিশেষ্য) সুডৌল, সুগোল আকৃতি বা আকার (মাজার বলন-ভারতচন্দ্র রায়গুণাকর; ভুরুর বলনী কামধনু জিনি ইন্দ্রধনুকের আভা-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √বল্+(বাংলা) অন, অনি, অনী}
- Bengali Word বলনিসূদন English definition [বল্নিশুদন্] (বিশেষ্য) ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) বল+নিসূদন}
- Bengali Word বলনী English definition ⇒ বলন৩
- Bengali Word বলপূর্বক, বলবৎ, বলবত্তা, বলবন্ত, বলবর্ধন, বলবান, বলবিদ্যা, বলবিন্যাস English definition ⇒ বল১
- Bengali Word বলভদ্র English definition ⇒ বলদেব