ব পৃষ্ঠা ৩০
- Bengali Word বসন্ত (মধ্যযুগীয় বাংলা) English definition [বসন্ত] (ক্রিয়া) বাস করছে (দেহহি বুদ্ধ বসন্তণ জাণই-দোহাকোষ)। {বস্+অন্ত}
- Bengali Word বসন্তী English definition [বশোন্তি] (বিশেষ্য) ফিকে হলুদ (বসন্ত বসনখানি নেশার মতো চক্ষে ধরা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বসন্ত+ইন্(ণিনি)}
- Bengali Word বসন্তোৎসব English definition ⇒ বসন্ত।
- Bengali Word বসবাস ১ English definition [বশোবাশ্] (বিশেষ্য) স্থানীভাবে বাস; স্থায়ী বসতি; সর্বদা বাস। {(তৎসম বা সংস্কৃত) বস+আবাস>বাস}
- Bengali Word বসবাস ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [বশোবাস্] (বিশেষ্য) ছোলা বা মটর ডাল দিয়ে তৈরি বেসম (পিতলের কোন ভাজে বসবাস মাখি-বংশীবদন)। {(মদ্যযুগীয় বাংলা) }
- Bengali Word বসরা, বোসরা English definition [বোস্রা] (বিশেষ্য) বসরা; ইরাকের একটি অঞ্চল ও নগর বিশেষ (দেখা গেল দূর বোসরা নগরী দূর সিরিয়ার মাঝে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) বসরাহ}
- Bengali Word বসরাই English definition [বস্রাই] (বিশেষণ) ইরাকের প্রসিদ্ধ শহর বসরায় জাত (বসরাই গোলাপ)। {(আরবি) বসরাহ+(বাংলা) আই}
- Bengali Word বসা ১ English definition [বশা] (বিশেষ্য) ১ চর্বি; মেদ। ২ মজ্জা। {(তৎসম বা সংস্কৃত) √বস্+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word বসা ২ English definition [বশা] (ক্রিয়া) ১ উপবেশন করা (চৌকিতে বসো)। ২ স্থাপিত বা প্রতিষ্ঠিত হওয়া (চৌকিটা এখানে বসাও)। ৩ সক্রিয় হওয়া; কাজ শুরু হওয়া (এখনই স্কুল বসবে)। ৪ নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসছে না)। ৫ প্রতীক্ষা করা; অপেক্ষা করা (আর কতক্ষণ বসে থাকবে?) ৬ ভিতরে ঢোকা; প্রবিষ্ট হওয়া (কাদায় গাড়ির চাকা বসে গেছে)। ৭ অঙ্কিত বা বিদ্ধ হওয়া (জামায় তেলের দাগ বসেছে)। ৮ জমাট বাঁধা; জমে যাওয়া (বুকে সর্দি বসেছে)। ৯ খাপ খাওয়া; মাপসই হওয়া (নতুন চাবিটা তালায় ঠিক বসেছে)। ১০ নেবে যাওয়া (বৃষ্টির দরুন ঘরের মেঝে বসে গেছে)। ১১ শুস্ক বা রুগ্ন হওয়া; চুপসানো (চোখ-মুখ বসে গেছে)। ১২ কন্ঠস্বর ভগ্ন হওয়া; অবরুদ্ধ হওয়া (সর্দিতে গলা বসে গেছে)। ১৩ তলায় জমা; থিতানো (পানির নিচে বালি বসেছে)। ১৪ বাস স্থাপন করা (ভাড়াটে বসা)। ১৫ কোনো কাজে প্রবৃত্ত হওয়া (সভায় বা বিচারে বসা)। ১৬ হঠাৎ কোনো কিছু করা (মেরে বসেছে)। ১৭ উপক্রম বা সম্ভাবনা হওয়া (মরতে বসেছে)। ১৮ দমে যাওয়া; হতোদ্যম হওয়া (পরীক্ষায় ফেল করে একবারে বসে পেড়েছে)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ উক্ত সকল অর্থে। ২ বেকার; কর্মহীন (ছেলেটা ঘরে বসা)। ৩ থেবড়া (বসা নাক)। বসতে পেলে শুতে চাওয়া (ক্রিয়া) একটু প্রশ্রয় পেলে আবদার বেড়ে যাওয়া। বসে থাকা (ক্রিয়া) অপেক্ষা বা প্রতীক্ষা করা। ২ বেকার থাকা। বসে বসে (ক্রিয়া) বহুক্ষণ যাবৎ উপবিষ্ট থেকে বা অপেক্ষা করে। বসে বসে খাওয়া (ক্রিয়া) ১ কাজের অভাব বা আলস্যবশত পুঁজি ভেঙে খাওয়া। ২ অন্যের গলগ্রহ হয়ে উদর পূর্তি করা। বসে যাওয়া (ক্রিয়া) ১ হতাশ হওয়া; ভগ্নোদ্যম হওয়া। ২ ক্ষতিগ্রস্ত হওয়া; সর্বনাশ হওয়া (ব্যবসায়ে বসে পড়া)। ৩ নাকাল হওয়া; নেমে যাওয়া। ৪ চেপে যাওয়া; বিলীন বা আত্মগোপন করা (সর্দি বসে যাওয়া)। যেতে বসা (ক্রিয়া) ১ ধ্বংস হওয়ার উপক্রম হওয়া। ২ মরণাপন্ন অবস্থায় উপনীত হওয়া। {√বস্+আ}
- Bengali Word বসানো, বসান English definition [বশানো] (ক্রিয়া) ১ উপবেশিত করা; উপবিষ্ট করানো। ২ স্থাপন করা (নগর বসায় বীর বনের ভিতরে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ লাগানো; মারা (কিল বসানো)। ৪ বেঁধানো (কামড় দিয়ে দাঁত বসানো)। ৫ বাস করানো (বাড়িতে ভাড়াটে বসিয়েছে)। ৬ দমিয়ে দেওয়া; হতোদ্যম করা (লোকটাকে বসিয়ে দিয়েছে)। ৭ চাপনো; পড়ানো (উনুনে হাঁড়ি বসানো)। ৮ জমানো। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। বসিয়ে দেওয়া (ক্রিয়া) ১ নিরুৎসাহ করা; দমিয়ে দেওয়া। ২ সর্বনাশ করা। {(বাংলা) √বস্+আনো}
- Bengali Word বসায়ল ((ব্রজবুলি) (মদ্যযুগীয় বাংলা) ) English definition [বসায়ল্] (ক্রিয়া) ১ বসাইল। ২ খচিত করল; যুক্ত করল (সিন্দুর সমীপ বসায়ল মতি-বিদ্যাপতি)। {(মদ্যযুগীয় বাংলা) √বস্>}
- Bengali Word বসিধ (মধ্যযুগীয় বাংলা) English definition [বসিধ] (বিশেষ্য) দূত; বার্তাবহ (পূছিতে উচিত হয় পাঠাই বসিধ-সৈয়দ আলাওল)। {অজ্ঞাতমূল}
- Bengali Word বসিয়া (মধ্যযুগীয় বাংলা) English definition [বোঠিয়া] অসক্রি বসে; বসিয়া (থাক অতিথ ছেছ্ড়া বঠিয়া-মানিক রাজার গান)। {(হিন্দি) বৈঠ্বা>বৈঠিয়া>}
- Bengali Word বসু English definition [বোশু] (বিশেষ্য) ১ (হিন্দু পুরাণোক্ত) অষ্ট গণদেবতাবিশেষ; (মহাভারতোক্ত) গঙ্গার আটপুত্র। ২ ধন; অর্থ; ঐশ্বর্য (কাননে বধিয়া পশু উপায় করিতে বসু ফুল্লরা বেচিত মাংস হাটে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ কিরণ; রশ্মি। ৪ বাঙালি কায়স্থের উপধিবিশেষ। বসুদেব (বিশেষ্য) ১ ধনাধিপতি কুবের। ২ কৃষ্ণের পিতা। বসুধা, বসুন্ধরা, বসুমতী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পৃথিবী; ধরা; ধরণী (ভিক্ষা অন্নে বাঁচাব বসুধা-রবীন্দ্রনাথ ঠাকুর)। বসুধারা (বিশেষ্য) ১ হিন্দুদের বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে দেওয়ালে ঘি ঢেলে যে পাঁচ বা সাতটি ধারা দেওয়া হয় (কালো কষির আল্পনা দিয়ে বসুধারা ব্রত করে গেল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধনপ্রবাহ। বসুন্ধর (বিশেষ্য) কুবেরের অনুচর (কুবেরের অনুচর নাম তার বসুন্ধর-ভারতচন্দ্র রায়গুণাকর)। বসুন্ধরা (স্ত্রীলিঙ্গ) (বসুন্ধরা নামে তার জায়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। অষ্টবসু (বিশেষ্য) অষ্ট গণদেবতা-ভব, ধ্রুব, সোম, বিষ্ণু অনিল, অনল, প্রত্যুষ, প্রভব। {(তৎসম বা সংস্কৃত) √বস্+উ}
- Bengali Word বসে English definition [বেশে] (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বাস করে (মনমথ বসে রাধামাধবের মনে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √বস্+(বাংলা) এ}
- Bengali Word বস্তব্য English definition [বস্তোব্বো] (বিশেষণ) ১ বাসের উপযোগী। {(তৎসম বা সংস্কৃত) √বস্+তব্য}
- Bengali Word বস্তা English definition [বস্তা] (বিশেষ্য) ১ বড় থলে; ছালা; বোরা (চালের বস্তা)। ২ গাঁট শক্ত করে বাঁধা বস্তা (কাপড়ের বস্তা)। ৩ ঝোলা; প্রচুর পরিমাণে বোঝাই (মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল-সুকুমার রায়)। বস্তানি, বস্তানী (বিশেষ্য) ছোট বস্তা (গাজীমিয়ার বস্তানী-মীর মশাররফ হোসেন)। বস্তাপচা (বিশেষণ) ১ বহুদিন বস্তায় থাকার ফলে নষ্ট (বস্তা-পচা চাল)। ২ বহু পুরানো; বাজে ও নীরস। বস্তা বন্দী (বিশেষণ) গাঁট-বাঁধা; বস্তায় আবদ্ধ। {(ফারসি) বস্তা}
- Bengali Word বস্তান English definition [বস্তান্] (বিশেষ্য) আশ্রম; আস্তানা; আখড়া (বড় ঢিবিটার তলায় আছে কোন পীরের বস্তান-গোপাল হালদার)। {(ফারসি) বস্তন}
- Bengali Word বস্তানি, বস্তানী English definition ⇒ বস্তা
- Bengali Word বস্তি ১, বস্তী English definition [বোস্তি] (বিশেষ্য) ১ তলপেট; নাভির নিম্নভাগ। ২ মূত্রাশয়; bladder। {(তৎসম বা সংস্কৃত) √বস্+তি}