ব পৃষ্ঠা ৩২
- Bengali Word বহস, বহাস English definition ⇒ বাহাছ
- Bengali Word বহা ১ English definition ⇒ বওয়া
- Bengali Word বহা ২ English definition [বহা] (বিশেষ্য) বাহক; বহনকারী (দুলিচ বহা চলে শতে শতে)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্+(বাংলা) আ}
- Bengali Word বহানো, বহান English definition [বহানো] (ক্রিয়া) ১ প্রবাহিত করা। ২ বহন করানো। {(তৎসম বা সংস্কৃত) বহ্+(বাংলা) আনো, আন}
- Bengali Word বহাল, বাহাল English definition [বহাল্, বাহাল্] (বিশেষ্য) ১ সুস্থ; অটুট। ২ নিযুক্ত (নতুন লোক বহাল করা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ স্বায়ী (চাকুরিতে বহাল থাকিবে-রামরাম বসু)। ৪ বজায় (সূবর্ণবাবু শ্রভ্রার প্রসঙ্গ বাহাল রেখে বললেন-কেদারনাথ মজুমদার)। ৫ বলবৎ; প্রবর্তন; জারী (নতুন আইন বহাল করা)। বহাল-তবিয়ত (বিশেষ্য) ১ সুস্থ শরীর; অটুট স্বাস্থ্য (বহালতরিয়তে শুয়ে শুয়ে তারা আরাম করুন গে-মনোজ বসু)। ২ নির্বিঘ্ন জীবন যাপন (বহাল-তবিয়তে থাকা)। বহালি, বহলি (বিশেষ্য) কর্মে নিয়োগ সম্বন্ধীয় (রাজত্বের বহালি ফরমান রাজা প্রতাপাদিত্যের নামে হইল-রামরাম বসু)। □ (বিশেষণ) স্থায়ী। {(ফারসি) ব + (আরবি) হ্ণাল}
- Bengali Word বহি English definition ⇒ বই১ ও বই২
- Bengali Word বহিঃ English definition [বোহিহ্] (অব্যয়) বাহির। বহিঃস্থ, বহিঃস্থিত⇒বহিস্থ।
- Bengali Word বহিঃশুল্ক English definition ⇒ বহিশুল্ক। {(তৎসম বা সংস্কৃত) বহিস্>}
- Bengali Word বহিত্র English definition [বোহিত্ত্রো] (বিশেষ্য) ১ নৌকা; জলযান; পোত (শুককে লইয়া বহিত্রে চড়িয়া চলি গেল চিতাওর-সৈয়দ আলাওল)। ২ বৈঠা। ৩ দাঁড়। {(তৎসম বা সংস্কৃত) √বহ্+ইত্র}
- Bengali Word বহিন English definition [বোহিন্] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ভগিনী; সহোদরা; বোন (তোমরা বহিন দোন বড় পাহলওয়ান-সৈয়দ হামজা)। বহিন ঝি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বোনের কন্যা। বহিন পো (বিশেষ্য) বোনের পুত্র (গ্রামের সম্বন্ধে মোর হয় বহিন-পো-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী>(হিন্দি) বহিন}
- Bengali Word বহিরঙ্গ English definition [বোহিরঙ্গো] (বিশেষণ) ১ বাহ্য; বাইরের। অনাত্মীয়; আত্মীয়তাশূন্য। □ (বিশেষ্য) বাইরের অঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+অঙ্গ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বহিরাগত English definition [বোহিরাগতো] (বিশেষণ) ১ বাহির থেকে আগত। ২ বাহির বা বিদেশ থেকে আগত; immigrant। ৩ প্রকাশিত। বহিরাগমন (বিশেষ্য) বাইরে আসা; প্রকাশমান হওয়া; প্রকাশিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+আগত; বহুব্রীহি সমাস}
- Bengali Word বহিরাবরণ English definition [বোহিরাবোরন্] (বিশেষ্য) ১ বাহ্য আবরণ; খোলস। ২ দেহ ঢাকার আচ্ছাদন। ৩ পোশাক। {ঘ. বহিঃ+আবরণ}
- Bengali Word বহিরাবরণ English definition [বোহিরাবোরন্] (বিশেষ্য) ১ বাহ্য আবরণ; খোলস। ২ দেহ ঢাকার আচ্ছাদন। ৩ পোশাক। {ঘ. বহিঃ+আবরণ}
- Bengali Word বহিরিন্দ্রিয় English definition [বোহিরিন্দ্রিয়ো] (বিশেষ্য) চক্ষু; কর্ণ, নাসিকা, জিহবা, ত্বক-এই পঞ্চ ইন্দ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+ইন্দ্রিয়; মধ্য.}
- Bengali Word বহির্গত English definition [বোহির্গতো] (বিশেষণ) ১ বাইরে আছে বা বের হয়েছেএমন। ২ নির্গত। ৩ উদ্গত। বহির্গতা (স্ত্রীলিঙ্গ) (সাধু বদ্ধি বহির্গতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+গত}
- Bengali Word বহির্গমন English definition [বোহির্গমোন্] (বিশেষ্য) বাইরে যাওয়া; নির্গমন। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+গমন; ৭ তৎপুরুষ সমাস}
- Bengali Word বহির্জগৎ English definition [বোহির্জগোত্] (বিশেষ্য) ১ বাইরের জগৎ; দৃশ্যমান জগৎ। ২ জড় জগৎ। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+জগৎ; মধ্য.}
- Bengali Word বহির্দেশ English definition [বোহির্দেশ] (বিশেষ্য) বাইরের দিক; বাইরের অংশ। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+দেশ; মধ্য.}
- Bengali Word বহির্দ্বার English definition [বোহির্দার] (বিশেষ্য) তোরণ; ফটক; সদর দরজা। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+দ্বার; মধ্য.}